Panda নিয়ে এলো পৃথিবীর প্রথম ক্লাউড এন্টিভাইরাস Panda Cloud Antivirus

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ভাইরাস সমস্যা ও পিসির যাবতীয় নিরাপত্তা দূর্বলতাকে কাটিয়ে তুলতে Panda নিয়ে এলো পৃথিবীর প্রথম ক্লাউড এন্টিভাইরাস । নিরাপত্তার দিক দিয়ে এটি অন্য যেকোন এন্টিভাইরাসের তুলনায় অধিক শক্তিশালী বলে ধারনা করা হচ্ছে । সবচেয়ে ভাল কথা হচ্ছে এটি ফ্রি ! ৭ মাস বিটা টেস্টিং এর পর অবমুক্ত হল এর প্রথম ফুল ভার্সন । PC Magazine তাদের রিভিউতে একে Editors Choice বেষ্ট ফ্রি এন্টিভাইরাস হিসেবে সম্মানিত করছে । এই এন্টিভাইরাসটি চালাতে পিসিটিতে ইন্টারনেট সংযোগ আব্যশক । কারন এটি শুরু করতে এর এ্যকাউন্টে লগ-ইনের প্রয়োজন ।

ডাউনলোড।

আরো পড়তে পারেন ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইন্টারনেট আবশ্যক হইলে ডাউনলোড করে কোন লাভই নাই।

এই অ্যান্টি-ভাইরাস এর একটা গুরুত্তপূর্ন বিষয় হলো এর Auto detection capability + Auto virus neutralize ability. যা শুধু মাত্র paid Anti virus এ পাওয়া যায়। আভিরা free Antivirus বা AVG তে কিন্তু Option দেয় যে virus টি নিয়ে কি করা হবে (User Interactive)। আমি এটি অনেক দিন ধরে ব্যবহার করি কিন্ত পাশাপাশি আভিরাও ব্যবহার করি কারন এটি আভিরার মত অত শক্তিশালী নয়। এর detection technique টা তখনি Activate হয় যখন virus টি windows process এ execute করার চেষ্টা করে। tune টির জন্য ধন্যবাদ।

Level 0

পান্ডা ভাইরাসকে মারে ডান্ডা. http://www.bdforall.weebly.com

ভাই কি টিউন দিলেন কোন লাভ হইলোনা