অনেক দিন ধরেই একটা অনলাইন বাংলা ডিকশনারী খুঁজছিলাম। পেয়েছিও। http://www.bangladict.org তবে কেন যেন আমার প্রত্যাশা পূরণ হচ্ছিল না। অফলাইন ডিকশনারীগুলোরও যাচ্ছেতাই অবস্থা। আজ হঠাৎ করে খবর পেলাম আমাদের অতি আদরের গুগল তার ডিকশনারী সার্ভিসে বাংলা যোগ করেছে। দেরী না করে ভিজিট করলাম http://www.google.com/dictionary লিংকে। আসলেই সুন্দর। অনেকগুলো কঠিন কঠিন ইংরেজী সার্চ দিয়ে ঠিকঠাক বাংলা পেয়ে গেলাম। আমি অভিভূত। যাক এতোদিন পর তাহলে গুগল বুঝতে পেরেছে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে যেখানে তার অনেক ফ্যান আছে।
কি আছে এই সার্ভিসে?
http://www.google.com/dictionary লিংকে গিয়ে প্রথমে বাম পাশের ড্রপ ডাউন বক্স থেকে Bengali তে ক্লিক করে Bengali<>English সিলেক্ট করে নিন। এবার আপনার জিজ্ঞাসু ইংরেজী ওয়ার্ডটি ডানপাশের বক্সে টাইপ করে এন্টার প্রেস করুন। পেয়ে যাবে সকল প্রকার প্রয়োজনীয় অর্থ এবং এর সাথে সম্পর্কিত তথ্যাদি এমনকি উচ্চারণ সহ। প্রথমে ভেবেছিলাম এটা শুধু ইংরেজী টু বাংলা ডিকশনারী। কিন্তু না অভ্রতে কিবোর্ডটা বাংলা করে একটা বাংলা ওয়ার্ড টাইপ করে এন্টার দিলাম। কি আশ্চর্য এযে দেখছি বাংলা টু ইংলিশও আছে। তবে বাংলা টু ইংলিশটি এখনো শক্তিশালী হয়ে ওঠেনি। মজার বিষয় হচ্ছে যে ইংলিশ টু বেংগলি অবস্থায় google লিখে ফলাফল পেতে চাইলাম। এটা নাকি তাদের ডিকশনারীতে নেই। বোধহয় নিজেদের কথাই ভুলে গেছে অথবা হয়তো ভেবেছে এর মানেতো সবাই জানে তাই আর দেয়ার প্রয়োজন নেই।
জয়তু গুগলি
সবাইকে ধন্যবাদ
আমি কামরুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 352 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই।
ধন্যযোগ আপনাকে, একটি গরম খবর দেয়ার জন্য
এইটি দেখালাম, http://www.bdforall.weebly.com