এইসব পেইজ এর বিরুদ্ধে Report করুন-ঘরের শত্রু দূর করুন
আসসালামুআলাইকুম,আশা করি আপনারা ভালো আছেন।আজ নিয়ে এলাম কতোগুলো ফেসবুক পেইজ এর খবর নিয়ে।
মার্কিন নিয়ে পরে আছি আমরা সবাই আর এটা খেয়াল ই নেই যে নিজ দেশেই রয়ে গেছে কত নিকৃষ্ট বেক্তি ও তার প্রতিষ্ঠান।
আসুন দেখি কয়েকটি ইসলাম ও মুহাম্মদ (সাঃ) বিরোধী কয়েকটি পেইজ...
১।হাযরাত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি উয়া সাল্লাম: এই পেইজটিতে মুহাম্মদ সাঃ কে নিয়ে নানা উলতা-পাল্টা কথা লেখা হচ্ছে।এছারা নানা অশালীন ছবির সাথে রাসুল সাঃ এর প্রতীকী ছবি যুক্ত করে খারাপ আখ্যা দেওয়া হচ্ছে।
Screenshot দেখুন এবং পেইজটিতে গিয়ে পেইজটি Report করুন...
২।নাস্তিক মুহাম্মদঃ নাউজুবিল্লাহ।এই পেইজটিও একটি মুহাম্মদ (সাঃ) বিরোধী পেইজ যাতে নানা অশোভন কথা বার্তা লিখে মানুষদের বিভ্রান্ত করতে চাচ্ছে।এই নিকৃষ্ট পেজ টা বন্ধ করতে সবাই রিপোর্ট করুন ।
আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ।
আমার আগের টিউন দেখতে ক্লিক করুনঃ মহানবী (সাঃ) কে অবমাননা নিয়ে কিছু কথা
আপনাদের সকলের ইসলামিক চেতনা জেগে উঠুক।আমিন।
আল্লাহ হাফেজ
ইসলামিক পেইজ PeaceBD (শান্তির বাংলাদেশ)
আমি সৈয়দ সাঈদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেকি এর একজন নিয়মিত পাঠক।তবে মাঝে মধ্যে ইন্টারেস্টিং বিষয় নিয়ে টিউন করার চ্রেস্টা করি।
করলাম , অনেক ধন্যবাদ ভাই শয়তান এর ভাইদের ধরিয়ে দেবার জন্য