এসব পেইজ এর বিরুদ্ধে Report করুন-ঘরের শত্রু দূর করুন (Super Tune)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

এইসব পেইজ এর বিরুদ্ধে Report করুন-ঘরের শত্রু দূর করুন

আসসালামুআলাইকুম,আশা করি আপনারা ভালো আছেন।আজ নিয়ে এলাম কতোগুলো ফেসবুক পেইজ এর খবর নিয়ে।

মার্কিন নিয়ে পরে আছি আমরা সবাই আর এটা খেয়াল ই নেই যে নিজ দেশেই রয়ে গেছে কত নিকৃষ্ট বেক্তি ও তার প্রতিষ্ঠান।

আসুন দেখি কয়েকটি ইসলাম ও মুহাম্মদ (সাঃ) বিরোধী কয়েকটি পেইজ...

১।হাযরাত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি উয়া সাল্লাম: এই পেইজটিতে মুহাম্মদ সাঃ কে নিয়ে নানা উলতা-পাল্টা কথা লেখা হচ্ছে।এছারা নানা অশালীন ছবির সাথে রাসুল সাঃ এর প্রতীকী ছবি যুক্ত করে খারাপ আখ্যা দেওয়া হচ্ছে।

Screenshot দেখুন এবং পেইজটিতে গিয়ে পেইজটি Report করুন...

পেইজ লিংক

২।নাস্তিক মুহাম্মদঃ নাউজুবিল্লাহ।এই পেইজটিও একটি মুহাম্মদ (সাঃ) বিরোধী পেইজ যাতে নানা অশোভন কথা বার্তা লিখে মানুষদের বিভ্রান্ত করতে চাচ্ছে।এই নিকৃষ্ট পেজ টা বন্ধ করতে সবাই রিপোর্ট করুন ।
আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ।

পেইজ লিংক

আমার আগের টিউন দেখতে ক্লিক করুনঃ মহানবী (সাঃ) কে অবমাননা নিয়ে কিছু কথা

আপনাদের সকলের ইসলামিক চেতনা জেগে উঠুক।আমিন।

 

আল্লাহ হাফেজ

 

ইসলামিক পেইজ PeaceBD (শান্তির বাংলাদেশ)

Level 2

আমি সৈয়দ সাঈদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি টেকি এর একজন নিয়মিত পাঠক।তবে মাঝে মধ্যে ইন্টারেস্টিং বিষয় নিয়ে টিউন করার চ্রেস্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

করলাম , অনেক ধন্যবাদ ভাই শয়তান এর ভাইদের ধরিয়ে দেবার জন্য

আপনাকেও ধন্যবাদ ভাই

Level 0

রিপোর্ট করলে তো আর সমাধান হল না ভাই। ওরা আবার আরেকটা পেইজ খুলবে। আমি এ নিয়ে টিটি তে ১ টা টিউন করেছিলাম কিন্তু টিটি আমার টিউন টা প্রকাশ করেনি। রিপোর্ট করার চেয়ে ওই পেইজ টাকে হ্যাক করে এডমিনকে খুজে বের করতে পারলে কাজ হত।

Level 0

টিউনটি করার জন্যে আপনাকে ধন্যবাদ। গভ:মেন্টের উচিত এই পেইজের এডমিনকে বাহির করা।এবং তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা।

ভাই আমি ২য় পেজ এর এডমিন কে আমি ছিনি…। ভাই এ নিয়ে আমি ফেসবুক – এ লেখা লেখি করাতে আমার বিরুদ্ধে বাজে কথা লিখছে , ঐ এডমিন …techtunes -এ আমি এ নিয়ে আগে একবার লিখেছিলাম… (((((https://www.techtunes.io/news/tune-id/148753)))) এবং বিরুদ্ধে লিখার কারণে আমার যা পরিনিতি হয়েছিলো…তা… http://www.facebook.com/photo.php?fbid=487995521225020&set=a.293411210683453.78152.259506974073877&type=1&relevant_count=1 এবং আর কিছু পেজ -এ দিয়েছে…হুম (shanto patowary) আমার নাম ছিল …লজ্জার ভয়ে তা পালটিয়েছিলাম…।

পারলে সবাই আমার বিরুদ্ধে যে পোস্ট টি করে ছিলো তাতে report করবেন…

Level 0

যত দিন না আমরা মুসল্মানরা ঠিক পথে আসবনা ততদিন এইগুলি চলতে থাকবে। তাই চলুন আগে নিজেরা পাল্টাই। গালাগালি বন্ধ করি(এতে ওরা আরো বাজে কতা বলার সাহস পাই)।

    @marahim: খুবই সুন্দর বলেছেন।এটাই আসল কথা।

Level 0

ভাই মোবাইল দিয়া তো রিপোর্ট করতে পারিনা

রিপোর্ট করে আসলাম।

Level 0

জরুরী একটি টিউন। আসুন সবাই মিলে এক হয়ে দুশমনদের বিরুদ্ধে কথা বলি, কাজ করি।

জদিও এসব পেইজে রিপোর্ট করে কোনো লাভ নেই তাহলে কি করা জায়?আর আমাদেরই বা রিপোর্ট করা ছাড়া কি করার আছে?

রিপোর্ট তো করলাম। এর আগেও কিছু পেজ এর ব্যপারে রিপোর্ট করেছিলাম, কিন্তু ফেসবুক কিছুই করেনি। আসলে, ফেসবুক ওয়ালারাও তো অমুসলিম। ওরা তো আরো খুশি যে আমাদের ব্যপারে এভাবে অপপ্রচার চালানো যাচ্ছে। বাক স্বাধীনতার নামে কিছু মানুষরুপী পশু এসব কাজগুলো করছে। আল্লাহ যেনো তাদের মন থেকে শয়তানকে বিতাড়িত করে সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দেন, এই কামনা করি।

ভাই আমি ২য় পেজ এর এডমিন কে আমি ছিনি…। ভাই এ নিয়ে আমি ফেসবুক – এ লেখা লেখি করাতে আমার বিরুদ্ধে বাজে কথা লিখছে , ঐ এডমিন …techtunes -এ আমি এ নিয়ে আগে একবার লিখেছিলাম… ((((( https://www.techtunes.io/news/tune-id/148753 )))) এবং বিরুদ্ধে লিখার কারণে আমার যা পরিনিতি হয়েছিলো…তা… http://www.facebook.com/photo.php?fbid=487995521225020&set=a.293411210683453.78152.259506974073877&type=1&relevant_count=1 এবং আর কিছু পেজ -এ দিয়েছে…হুম (shanto patowary) আমার নাম ছিল …লজ্জার ভয়ে তা পালটিয়েছিলাম…।

ভাই আমি ২য় পেজ এর এডমিন কে আমি ছিনি…। ভাই এ নিয়ে আমি ফেসবুক – এ লেখা লেখি করাতে আমার বিরুদ্ধে বাজে কথা লিখছে , ঐ এডমিন …techtunes -এ আমি এ নিয়ে আগে একবার লিখেছিলাম… ((((( https://www.techtunes.io/news/tune-id/148753 ))))