সার্চ ইন্জিন জায়ান্ট গুগল তাদের মোবাইল ওএস এন্ড্রয়েড এর পর এবার আনছে গুগল ফোন । আশা করা যাচ্ছে আগামী জানুয়ারীতে এটি মার্কেটে আসবে যদি ও গুগল এ ব্যাপারে কিছুই বলেনি । গুগলে হয়ে এটি তৈরী করছে HTC । গুগল ফোন কোনো অপারেটার দ্বারা বিক্রি করা হবে না । গুগল নিজে রিটেইলারদের মাধ্যমে বিক্রি করবে ফলে এটাতে কোনো অপারেটর লক থাকবে না । যে কোনো GSM কেরিয়ারে এটা ব্যবহার করা যাবে । ধারনা করা হচ্ছে এটি HTC Passion এর বিশেষ সংস্করন হবে ।
আরো কিছু বিশেষ বেশিষ্ট্য:
১. এতে থাকবে HD OLED স্ক্রিন
২. থাকবে দুটি মাইক । ২য়টি ব্যবহৃত হবে নয়েজ কমানোর জন্য ।
৩. ভয়েস টু টেক্সট ফিচার
৪. থাকবে না কোনো কিবোর্ড , কিন্তু টাচ স্ক্রিন কিবোর্ডতো থাকবেই
তাছাড়া ক্যমেরা , ওয়াই ফাই , ইত্যাদিতো থাকবেই । তাছাড়া এটি হবে iPhone থকে অনেক পাতলা ।
আপডেট:
একজন ব্লগার CoryOBrien । আজই আসল ফোনটির ছবি টুইট করছেন । ছবিটি নিচে দেয়া হল:
তার টুইট
আর এটি HTC HD2 এর ছবি:
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
@arifnezami গুগল ফোন নিয়ে আমি নিজেও একটি টিউন করেছি এই মাত্ত আমি আপনার টিউনটি দেখি নাই দেখলে করতাম না।আপনি চাইলে আমি ডিলিট করে দিতে পারি।ভাল থাকবেন।আর আপনার জবাবের অপেক্ষায় আছি।