এই জানুয়ারীতে আসছে গুগল ফোন (আপডেট: আসল ছবি প্রকাশিত)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সার্চ ইন্জিন জায়ান্ট গুগল তাদের মোবাইল ওএস এন্ড্রয়েড এর পর এবার আনছে গুগল ফোন । আশা করা যাচ্ছে আগামী জানুয়ারীতে এটি মার্কেটে আসবে যদি ও গুগল এ ব্যাপারে কিছুই বলেনি । গুগলে হয়ে এটি তৈরী করছে HTC । গুগল ফোন কোনো অপারেটার দ্বারা বিক্রি করা হবে না । গুগল নিজে রিটেইলারদের মাধ্যমে বিক্রি করবে ফলে এটাতে কোনো অপারেটর লক থাকবে না । যে কোনো GSM কেরিয়ারে এটা ব্যবহার করা যাবে । ধারনা করা হচ্ছে এটি HTC Passion এর বিশেষ সংস্করন হবে ।

আরো কিছু বিশেষ বেশিষ্ট্য:

১. এতে থাকবে HD OLED স্ক্রিন
২. থাকবে দুটি মাইক । ২য়টি ব্যবহৃত হবে নয়েজ কমানোর জন্য ।
৩. ভয়েস টু টেক্সট ফিচার
৪. থাকবে না কোনো কিবোর্ড , কিন্তু টাচ স্ক্রিন কিবোর্ডতো থাকবেই

তাছাড়া ক্যমেরা , ওয়াই ফাই , ইত্যাদিতো থাকবেই । তাছাড়া এটি হবে iPhone থকে অনেক পাতলা ।

আপডেট:

একজন ব্লগার CoryOBrien । আজই আসল ফোনটির ছবি টুইট করছেন । ছবিটি নিচে দেয়া হল:

Google phone

তার টুইট
আর এটি HTC HD2 এর ছবি:

*তথ্য সূত্র ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@arifnezami গুগল ফোন নিয়ে আমি নিজেও একটি টিউন করেছি এই মাত্ত আমি আপনার টিউনটি দেখি নাই দেখলে করতাম না।আপনি চাইলে আমি ডিলিট করে দিতে পারি।ভাল থাকবেন।আর আপনার জবাবের অপেক্ষায় আছি।

    Level 0

    থাক ব্যাপার না । তবে আমার জানা মতে ফোনটার নাম গুগল ফোন হবে । আর Techcrunch এর মতেও এটা জানুয়ারীতে আসবে । LOL ।

    প্রথমে মাশাবল বলেছিল February তে আসবে এখন দেখলাম ওরা জানুয়ারী বলছে।আর ফোনের নাম হবে Nexus one ।ঠিক আছে ভাই আপনারটাও থাকুক আমারটাও থাকুক।ধন্যবাদ।

    Level 0

    Sorry, শরীফ ভাই, আপনার একটা কমেন্ট মুছতে যেয়ে অন্যটা মুছে গেছে । মাইন্ড করেন না ।

ইতিপূর্বের পরিচিত ঝগড়া বা বিতর্কের বদলে দুই টিউটানের পারস্পরিক এই সৌহার্দ্যপূর্ণ বক্তব্যে আমি মুগ্ধ । এরকম সম্পর্ক যদি সবার মধ্যে গড়ে ওঠে তাহলে টেকটিউন শুধু টিউনারদের সাইট হবে না, হবে ভ্রাতৃত্ব ও মৈত্রীর সাইট । সেই আশায় রইলাম ।

Level 0

Google always Rock.
Lets see what they provide with Mobile.