সর্বাধিক জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুক শিগগিরই ব্যবহারকারীদের বিভিন্ন দেশ, শহর ও অঞ্চলভিত্তিক নেটওয়ার্কগুলো মুছে দিতে যাচ্ছে। এর কারণ হিসেবে ফেসবুক নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেছে। এর ফলে ফেসবুক ব্যবহারকারীরা এখনকার মতো সব বাংলাদেশী বা সব আমেরিকান এমনতরো নির্দিষ্ট কোনো নেটওয়ার্কের আওতায় আর থাকতে পারবেন না। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ২ ডিসেম্বর বুধবার ফেসবুক ব্লগে প্রকাশিত এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।
মার্ক বলেন, ‘ফেসবুক ব্যবহারকারীদের সুবিধার্থেই আমরা ফেসবুকে একসময় বিভিন্ন স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের নামে নেটওয়ার্কগুলো গড়ে তুলেছিলাম, যার ফলে ব্যবহারকারীরা তাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে যুক্ত হতে পারতেন। এছাড়াও স্কুল বা কলেজে অধ্যয়নকালীন বন্ধুদেরও অনেকে খুঁজে পেতেন এসব নেটওয়ার্কের সাহায্যে।’
বিশ্বকে আরো ছোট করে আনতে ফেসবুকে এক সময় বিভিন্ন দেশ, শহর ও অঞ্চলভিত্তিক নেটওয়ার্ক তৈরি করা হয়েছিলো, বর্তমানে ফেসবুক বিশ্বে সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং সম্প্রতি এর ব্যবহারকারীর সংখ্যা ৩৫ কোটি ছাড়িয়েছে। ফলে, এখন দেশ, শহর বা অঞ্চলভিত্তিক নেটওয়ার্কগুলোতে ব্যবহারকারীর সংখ্যাও বিশাল; যা একজন ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে চিন্তিত হওয়ার জন্য যথেষ্ট। এসব বিষয় বিবেচনা করেই ছড়িয়ে ছিটিয়ে থাকা এইসব নেটওয়ার্ককে মুছে ফেলতে যাচ্ছে ফেসবুক।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জানিয়েছেন, ‘অতি দ্র্বত ফেসবুকে দেশ, শহর বা অঞ্চল নিয়ে গড়ে উঠা নেটওয়ার্কগুলো মুছে দেয়া হবে এবং একইসঙ্গে সব ব্যবহারকারীদের প্রাইভেসি সেটিংসও আপডেট করতে বলা হবে।’
তবে, এসব কারণ উলেৱখ করলেও মূল কারণটি অন্যত্র নিহিত আছে বলেই অনেকে মনে করছেন। বিশেষ করে বিশ্বের যেসব এলাকা নিয়ে বিতর্ক আছে; যেমন, ইসরায়েল-প্যালেস্টাইনের মধ্যে গোলান মালভূমি বা পশ্চিম তীর এবং ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর, এসমস্ত এলাকার ফেসবুক ব্যবহারকারীরা নিজ নিজ রাজনৈতিক বিশ্বাস অনুসারে নিজের নেটওয়ার্ক বেছে নিতেন।
উদাহরণ হিসেবে বলা যায়, একজন ইহুদী নিজের যে এলাকাকে ফেসবুকে ইসরায়েল বলে লিখলেন, ওই এলাকাকেই হয়তো একজন মুসলিম প্যালেস্টাইন বলে চিহ্নিত করলেন ফেসবুকে। এ নিয়ে ফেসবুকে এতো প্রতিবাদ এসেছে যে, এটি একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছে। অনেকের মতে, এ বিতর্ক এড়ানোর জন্যই ফেসবুক এমন সিদ্ধান্ত নিয়েছে।
মার্ক আরো জানান, ব্যক্তিগত গোপনীয়তার বর্তমান লেভেল যাচাই করে ফেসবুক স্বয়ংক্রীয়ভাবে কিছু সেটিংস ‘সাজেস্ট’ করবে ব্যবহারকারীদের। অবশ্য ব্যবহারকারীরাও তাদের ইচ্ছেমতো এসব সেটিংস যে কোনো সময় বদলে নিতে পারবেন।
সূত্রঃ বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....
সোর্সের সঙ্গে সঙ্গে লেখকের নাম উল্লেখ করলে বোধহয় ভালো হতো। 🙂 বিডিনিউজ টোয়েন্টিফোরের পর প্রথম স্ল্যাশের পর যার নাম থাকে, সেই সংশ্লিষ্ট প্রতিবেদন/ফিচারটির লেখক।