তোশিবা-ইত্তেফাক আইটি কুইজ কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গত বুধবার দৈনিক ইত্তেফাক-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল 'তোশিবা-ইত্তেফাক আইটি কুইজ কনটেস্ট'-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

তোশিবা ব্র্যান্ডের দেশীয় পরিবেশক স্মার্ট টেকনোলজিসের সৌজন্যে গত জুন এবং জুলাই মাসে দৈনিক ইত্তেফাক-এর আইটি কর্নার-এ অনুষ্ঠিত এই কুইজে সারা দেশ থেকে প্রায় দশ হাজার পাঠক অংশ নেয়। এদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান ৩০ জনকে পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠানে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর বার্তা সম্পাদক খন্দকার মুহম্মদ খালেদ, ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, চিফ রিপোর্টার নাজমুল হাসান ও তথ্যপ্রযুক্তি পাতার বিভাগীয় সম্পাদক মোজাহেদুল ইসলাম এবং স্মার্ট টেকনোলজিসের জেনারেল ম্যানেজার জাফর আহমেদ, তোশিবা পণ্য ব্যবস্থাপক এএসএম শওকত মিলস্নাত এবং স্মার্ট টেকনোলজিসের মিডিয়া মার্কেটিং ম্যানেজার মাহফুজুর রহমান মুকুলসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

প্রথম পুরস্কার হিসেবে একটি তোশিবার ল্যাপটপ জিতে নেন ঢাকার তেজতুরী বাজারের রহিমা বেগম। এ ছাড়াও তোশিবার পৰ থেকে পুরস্কারের মধ্যে ছিল ক্যামকর্ডার, পোর্টেবল হার্ডডিস্ক, তোশিবা ব্যাকপ্যাক এবং পেনড্রাইভ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাক-এর বার্তা সম্পাদক খন্দকার মুহম্মদ খালেদ কুইজে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন,

'আজকের উপস্থিত বিজয়ীসহ কুইজে অংশগ্রহণকারীদের সবাইকে জানাই আনত্দরিক অভিনন্দন।

দৈনিক ইত্তেফাক পাঠকদের জন্য নানান বুদ্ধিবৃত্তিক আয়োজন করে থাকে। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামনের দিনগুলোতে আমাদের এ ধরনের আরও আয়োজন করতে উৎসাহিত করবে।' দৈনিক ইত্তেফাক-এর ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত এবং চিফ রিপোর্টার নাজমুল হাসান উভয়েই কুইজে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং এ ধরনের আয়োজনে তারম্নণ্যের অংশগ্রহণ বেশি ছিল বলে উলেস্নখ করেন। স্মার্ট টেকনোলজিসের জেনারেল ম্যানেজার জাফর আহমেদ তার সংৰিপ্ত বক্তব্যে বলেন,

'এই আয়োজনে আমরা যে সাড়া পেয়েছি, তাতে আমরা সন্তুষ্ট এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের আরও আয়োজন করতে চাই।'

তোশিবার পণ্য ব্যবস্থাপক এএসএম শওকত মিলস্নাত কুইজের বিজয়ী এবং অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে তোশিবার সাথে থাকার অনুরোধ জানান।

টিউন লিখেছেন : Toriqur Rahaman Shazib, Daily Ittefaq

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড

Level 0

আমি স্মার্ট টেকনোলজিস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস