গুগল কন্টেন্ট ইনডেক্স করবে প্রতি সেকেন্ডে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সম্প্রতি জানা গেছে, সার্চ জায়ান্ট গুগল এখন থেকে প্রতি সেকেন্ডেই বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত তথ্যাদি তার সার্চ ইঞ্জিনের অন্তর্ভুক্ত করবে। অর্থাৎ, সংবাদভিত্তিক ওয়েবসাইটগুলো সংবাদ প্রকাশ করা মাত্রই তা গুগলে সার্চ করে পড়া যাবে। সংবাদবিষয়ক ওয়েবসাইট ছাড়াও গুগল টুইটার, ফেসবুক ও মাইস্পেস থেকেও প্রতি সেকেন্ডে তথ্য ইনডেক্স করবে। খবর বিবিসি টেকনোলজির।

উল্লেখ্য, এতোদিন গুগল কোনো ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বা তথ্যাদি তাৎক্ষণিকভাবে সার্চ ইঞ্জিনের অন্তর্ভূক্ত করতো না। বরং গুগলের প্রচলিত পদ্ধতিতেই নির্দিষ্ট একটি সময় পরপর গুগলবট ওয়েবসাইটগুলো ক্রল করে নতুন তথ্য অন্তর্ভূক্ত বা ইনডেক্স করতো। নতুন পদ্ধতিতে গুগল প্রতি মুহুর্তেই কোটি কোটি ওয়েবসাইট থেকে তথ্য সার্চ ইঞ্জিনের আওতায় আনবে এবং ব্যবহারকারীদের সার্চ ফলাফল পাতায় সেসব তথ্য দেখাবে।

গুগল কর্মকর্তা অমিত সিংঘাল বিবিসিকে জানিয়েছেন, ‘ওয়েব দুনিয়ায় প্রতিনিয়ত এমন বেগে নতুন তথ্য বা কনটেন্ট তৈরি হচ্ছে যে এখন প্রতিটি সেকেন্ডই গুরুত্বপূর্ণ। এমন বেগে কনটেন্ট তৈরি হতে আমি আগে কখনো দেখিনি।’

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কম্পিউটার হিস্ট্রি মিউজিয়ামে অনুষ্ঠিত একটি প্রোগ্রামে গুগলের দেয়া তথ্যের বরাতে বিবিসি জানায়, সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে গুগলই সর্বপ্রথম প্রতি সেকেন্ডে কন্টেন্ট ইনডেক্স করার প্রযুক্তি ব্যবহার করা শুরু করছে।

গুগল কর্মকর্তা অমিতের মতে, ইন্টারনেট থেকে ব্যবহারকারী যা খুঁজছেন সঠিকভাবে ঠিক তা-ই খুঁজে বের করে দেয়াই গুগলের সফলতার চাবি। আর বর্তমানে ইন্টারনেটে প্রতিনিয়ত এতো বেশি তথ্য সংযুক্ত হচ্ছে যে এমন একটি রিয়েল-টাইম বা তাৎক্ষণিক ইনডেক্স করার প্রযুক্তির প্রয়োজনীয়তা অনেক।

সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, গুগল এই পদ্ধতি ইতোমধ্যেই কার্যকর করেছে। তবে তা বিশ্বের সর্বত্র কার্যকর হতে আরো কিছুদিন সময় লাগতে পারে। তবে জানা গেছে, টুইটারের সমস্ত আপডেট এখন থেকেই তাৎক্ষণিকভাবে সার্চ ইঞ্জিনের আওতাভুক্ত হবে। মাইস্পেস ও ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইল থেকেও স্ট্যাটাস সার্চ ইঞ্জিনের অন্তর্ভুক্ত করবে গুগল। তবে এসব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে তথ্য ইনডেক্স করা সম্ভবত আগামী বছরের আগে শুরু হবে না।

রিয়েল-টাইম সার্চ ফলাফল গুগলের পুরনো সার্চ রেজাল্ট পাতাতেই দেখাবে। এছাড়াও গুগল-নির্মিত মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ও আইফোনের মাধ্যমেও তাৎক্ষণিক ফলাফল পাওয়া যাবে বলেই বিবিসি জানিয়েছে।

এদিকে গুগল সার্চের ভাইস প্রেসিডেন্ট মারিসা মেয়ার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ইন্টারনেটে নতুন তথ্য প্রকাশ হবার সঙ্গে সঙ্গে মুহুর্তের মধ্যেই তা বিশ্বব্যাপী সবার কাছে পৌঁছে দেয়ার এই পদ্ধতি প্রযুক্তির ইতিহাসে একটি মাইলস্টোন বলা যেতে পারে। এছাড়াও টুইটার হচ্ছে এই প্রযুক্তির শক্তিশালী একটি অংশ। কেননা, টুইটারে প্রকাশিত স্ট্যাটাসগুলোর অধিকাংশই তাৎক্ষণিক ঘটনা প্রকাশ করে। আর এই ‘তাৎক্ষণিক’ বিষয়টিই ঐ স্ট্যাটাসটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে।’

এ ব্যাপারে টুইটার প্রতিষ্ঠাতা বিজ স্টোন সাংবাদিকদের জানিয়েছেন, টুইটার গুগলের সঙ্গে এমন একটি চুক্তি করতে পেরে দারুণ আনন্দিত।

গুগল সার্চ ইঞ্জিনে নতুন এই প্রযুক্তির অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন বিশ্বব্যাপী প্রযুক্তি ব্যক্তিত্বরা। বিশেষজ্ঞদের অধিকাংশই মনে করেন যে, রিয়েল-টাইম ইনডেক্স প্রযুক্তি চালু করার ফলে প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিনগুলো বেশ খানিকটা পিছিয়েই পড়বে।

উল্লেখ্য, গুগল সার্চের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং। সম্প্রতি আরেক সার্চ জায়ান্ট ইয়াহুর সঙ্গে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে মাইক্রোসফটের। গুগলকে হারিয়ে দিতে মাইক্রোসফট নিউজ করপোরেশন নামের এক কোম্পানীকে টাকাও দিয়ে রেখেছে যাতে তারা তাদের সাইটের তথ্যাদি গুগল সার্চ ইঞ্জিন থেকে দূরে রাখে। এতোকিছুর পরেও সার্চ ইঞ্জিন মার্কেটের ৬৫ শতাংশই গুগলের দখলে। অন্যদিকে মাত্র ৩০ শতাংশ সার্চ মার্কেট রয়েছে মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের। এতে করে সার্চ ইঞ্জিন মার্কেটে গুগলকে পিছনে ফেলা প্রায় অসম্ভব বলেই মনে করছেন অনেকে।

প্রথম প্রকাশঃ
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/সজীব/এইচবি/এইচআর/ডিসেম্বর ০৮/০৯

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

WELCOME BACK , সজিব ভাই।

Google mama to emnitei best..Kintu Bing Beshi jhamela kore..