পিসি দিনদিন স্লো হয়ে যাচ্ছে? নতুন নতুন উইন্ডোজ লাগালে এত ফাস্ট চলে কিন্তু মাস যেতে না যেতেই এমন স্লো হয়ে যায় কেন?! - এই 'কেন' এর উত্তর অনেক। কঠিনভাবে বলতে গেলে উইন্ডোজ রেজিস্ট্রির মেদ-ভূঁড়ি বেড়ে যাওয়া, জাংক ফাইলের দৌরাত্ম, হার্ডডিস্ক ফ্র্যাগমেন্টেশন, ডিস্ক এরর, স্টার্টআপে আজাইরা প্রোগ্রাম লোড হয়ে র্যামে বসে থাকা ইত্যাদি ইত্যাদি। সহজভাবে বললে, এইসব সমস্যার কারন হল- "পিসির যত্ন না নেয়া" (পিসিও তো মানুষ!) আজ আমরা জানবো পিসির যত্ন নিতে সক্ষম একটি সফটওয়্যার সম্পর্কে।
উইন্ডোজ পিসির এতসব সমস্যা সমাধানে খুবই কার্যকরী ও চমৎকার একটি সফটওয়্যার-Cloud System Booster Pro. সফটওয়্যারটির নির্মাতা প্রতিষ্ঠান Anvisoft এর দাবি অনুযায়ী এডভান্সড পাওয়ার ইউজার লেভেল থেকে শুরু করে একেবারে নন-টেকি পর্যায়ের কম্পিউটার ব্যবহারকারীর কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই প্রোগ্রামটি। অপ্রয়োজনীয় ফাইল তাড়ানো থেকে শুরু করে একটি মাত্র ক্লিকেই হার্ডিস্ক এরর ফিক্স করা, স্টার্টআপে অপ্রয়োজনীয় প্রোগ্রাম কমিয়ে পিসিকে আরও দ্রুততর করা এ সবকছুই সম্ভব Cloud System Booster Pro দিয়ে। এছাড়াও Repair অপশনের মাধ্যমে উইন্ডোজ রেজিস্ট্রির সমস্যাগুলোও কয়েক সেকেন্ডে সমাধান করে দিতে পারে এই প্রোগ্রামটি।
আপনি যদি লাইসেন্স কিনে প্রো ইউজার হন তাহলে অটোমেটিক আপডেট ও সবচেয়ে কাংখিত অটোমেটিক মেইটেনেন্স অপশনটির সুবিধা পাবেন। অর্থাৎ তখন একবার ইন্সটল করে গুতাগুতি ভুলে গেলেও ক্ষতি নেই, কারন বুদ্ধিমান এই প্রোগ্রামটি নিজে থেকেই তার কাজকর্ম চালিয়ে যাবে আপনাকে কোনধরনের বিরক্ত না করেই! আর যে কোন ধরনের সমস্যায় পরামর্শের জন্য ২৪ঘন্টার কাস্টোমার কেয়ার সাপোর্টতো থাকছেই!
এই লিঙ্কে গেলে নিচের ছবির মত একটি বক্স দেখতে পাবেন। অফারটিতে অংশগ্রহনের জন্য আপনার নাম ও ইমেল এড্রেস দিয়ে ঢুকে পড়ুন।
এরপর পর্যায়ক্রমে ফেসবুক ফ্যান হওয়া, পোস্ট লাইক, টুইটার ফলো, শেয়ার ও পোস্টে কমেন্ট করে করে আপনার এন্ট্রি বাড়িয়ে নিন। যত বেশী এন্টি হবে, আপনার জেতার সুযোগ তত বেশী বাড়বে। সবশেষে পাওয়া লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। লিঙ্ক শেয়ার করলেও এন্ট্রি বাড়বে।
খেল খতম, এবার শুধু অপেক্ষা! ৪ সেপ্টেম্বর,২০১২ তারিখে সব এন্ট্রিগুলোকে নিয়ে লটারীর মাধ্যমে ৩ জন সৌভাগ্যবান বিজয়ী নির্ধারণ করা হবে যারা পাবেন $29.98 মূল্যমানের Cloud System Booster Pro- সফটওয়্যারটির অরিজিনাল লাইসেন্স!
_______________
পুনশ্চ - লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত
_______________
বেস্ট অফ লাক!
আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...
crack নামায়া চালামু!!! 😆
মাগার free মার্কেটিং করামু না!!! 😡