নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২ – ১ বছরের অরিজিনাল লাইসেন্স জেতার সুযোগ – অতি অবশ্যই ফ্রিতে!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

এভিরা ও জোনঅ্যালার্মের পর এবার আসলো $৪৯.৯৯ মূল্যমাণের নর্টন ইন্টারনেট সিকিউরিটি ২০১২-এর লাইসেন্স জেতার সুযোগ (বাংলাদেশে মূল্য ১,০৫০টাকা) । তো MSE, Avast, AVG-এর মত এন্টিভাইরাসগুলা ফ্রিতেই পাওয়া যায়। গাটের পয়সা খরচ করে এন্টিভাইরাস লাইসেন্স কেনার দরকার কি?

আমি বলি, দরকার আছে। কারণ এ সমস্ত ফ্রি এন্টিভাইরাসের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট নন আমার মত অনেকেই। লো ডিটেকশন রেট, স্লো আপডেট, ইনফেকশন রিপেয়ার করতে না পারা আর ফলস পজিটিভের মত সমস্যাগুলোই এই অসন্তুষ্টির মূল কারন। সস্তার তিন অবস্থার মত ফ্রি-এর দুরাবস্থা! X( ঐদিকে পাইরেটেড প্রিমিয়াম এন্টিভাইরাস ব্যবহার করেও শান্তি কই?!  দুইনম্বুরি লাইসেন্স কী'র আগের দিন নাই। আপডেট দিলেই লাইসেন্স ব্লক করে দেয় :((   অরিজিনাল প্রোডাক্টের আরাম কি আর পাইরেটেড মালে পাওয়া যায়? দুধের স্বাদ কি ঘোলে মেটে?


এবার আসল কথা - NIS 2012-এর ফ্রি লাইসেন্স জেতা যায় কিভাবে?

এই লিঙ্কে গেলে নিচের ছবির মত একটি বক্স দেখতে পাবেন। অফারটিতে অংশগ্রহনের জন্য আপনার নাম ও ইমেল এড্রেস দিয়ে ঢুকে পড়ুন।

এরপর পর্যায়ক্রমে ফেসবুক লাইক, টুইটার ফলো, শেয়ার, পোস্টে কমেন্ট করে করে আপনার এন্ট্রি বাড়িয়ে নিন। যত বেশী এন্টি হবে, জেতার সুযোগ তত বেশী বাড়বে। সবশেষে পাওয়া লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। লিঙ্ক শেয়ার করলেও এন্ট্রি বাড়বে। আর মনে করে যে মেইল এড্রেস দিয়ে কন্টেস্টে ঢুকেছিলেন ঐটায় Paul Whittier-এর পাঠানো কনফার্মেশন লিঙ্কে ক্লিক করতে হবে। নাহলে আপনার এন্ট্রিটি বাতিল করা হবে।

খেল খতম, এবার শুধু অপেক্ষা! ৯ সেপ্টেম্বর,২০১২ তারিখে সব এন্ট্রিগুলোকে নিয়ে লটারীর মাধ্যমে ৩ জন সৌভাগ্যবান বিজয়ী নির্ধারণ করা হবে যারা পাবেন ১ বছরের সাবস্ক্রিপশনসহ অরিজিনাল Norton Internet Security 2012 লাইসেন্স!

_________________________

পুনশ্চ ১- আমার র‍্যাফেল ড্র-এর ভাগ্য নিতান্তই খারাপ। তারপরও চেষ্টা নিলাম। ক্ষতি কি? জিতে গেলে একবছর শান্তিতে থাকা যাবে। দেখি কি হয়...

পুনশ্চ ২- লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত

_______________

বেস্ট অফ লাক! 

B-)

Level New

আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা তো Spamming এর পর্যায়ে পড়ল।

Level 0

nice

Jodi laiga jay?