১ বছরের অরিজিনাল ইন্টারনেট সিকিউরিটি + এন্টিভাইরাস লাইসেন্স – অতি অবশ্যই ফ্রিতে!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গাটের পয়সা খরচ করে এন্টিভাইরাস লাইসেন্স কেনার দরকার কি? MSE, Avast, AVG-এর মত এন্টিভাইরাসগুলা ফ্রিতেই পাওয়া যায়! তবে ফ্রি এন্টিভাইরাসের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট নন আমার মত অনেকেই। লো ডিটেকশন রেট, স্লো আপডেট আর ফলস পজিটিভের ক্যাতাই এই অসন্তুষ্টির মূল কারন। সস্তার তিন অবস্থার মতই ফ্রি-এর দুরাবস্থা! ঐদিকে পাইরেটেড প্রিমিয়াম এন্টিভাইরাস ব্যবহার করেও শান্তি কই?! কয়েকদিন ভালোমত চলে হঠাৎ একদিন দেখি লাইসেন্স ব্লকড  :(  অরিজিনাল প্রোডাক্টের আরাম কি আর পাইরেটেড মালে পাওয়া যায়? দুধের স্বাদ কি ঘোলে মেটে?

giveaway

এন্টিভাইরাসের সাথে Comodo আর ZoneAlarm’র ফায়ারওয়াল ব্যবহার করেছি অনেকদিন। এক কথায় চমৎকার পারফর্মেন্স। টেকম্যাগাজিন পিসিওয়ার্ল্ড, পিসিম্যাগের সিকিউরিটি বেঞ্ছমার্কিং টেস্টে ZoneAlarm-কে সবসময় শীর্ষ ৫ সিকিউরিটি প্রোগ্রামের লিস্টে দেখা গিয়েছে। নির্ভরযোগ্য সিকিউরিটি প্রোগ্রাম বেঞ্চমার্কিং প্রতিষ্ঠান av-test.org এর লেটেস্ট রিপোর্ট (জুন,২০১২ ) অনুযায়ী ZoneAlarm 2012′র ভাইরাস ডিটেকশন রেট শতকরা ৯৯ভাগেরও বেশী যা জনপ্রিয় ক্যাস্পারস্কি, বিটডিফেন্ডারের সাথে তুলনায় কোন অংশেই কম যায়না। বরং প্রোটেকশন টেস্টে চেনা সিকিউরিটি প্রোগ্রাম নর্টন, অ্যাভাস্ট, এভিরা, ইসেটকে পিছনে ফেলেছে ZoneAlarm. একসময়ের আমার অতিপ্রিয় এন্টিভাইরাস ইসেটের করূণ অবস্থা দেখে মায়াই লাগলো :(


এবার আসল কথা : ZoneAlarm-এর ফ্রি লাইসেন্স জেতা যায় কিভাবে?

এই লিঙ্কে গিয়ে একটু নিচে স্ক্রল করলেই নিচের ছবির মত একটি বক্স দেখতে পাবেন। অফারটিতে অংশগ্রহনের জন্য আপনার ফেসবুক অথবা ইমেল এড্রেস দিয়ে ঢুকে পড়ুন। (আমি ফেসবুক দিয়েই ঢুকেছি)

এরপর পর্যায়ক্রমে গুগল প্লাস, ফেসবুক লাইক, টুইটার ফলো ও শেয়ার করে আপনার এন্ট্রি বাড়িয়ে নিন। যত বেশী এন্টি হবে, জেতার সুযোগ তত বেশী। সবশেষে পাওয়া লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করলেও এন্ট্রি বাড়বে 🙂

পাঁচদিন পর সব এন্ট্রিগুলোকে নিয়ে লটারীর মাধ্যমে ৫ জন বিজয়ী নির্ধারণ করা হবে যারা পাবেন ১ বছরের সাবস্ক্রিপশনসহ অরিজিনাল ZoneAlarm Internet Security 2012 লাইসেন্স, যা সর্বোচ্চ ৩টি পিসিতে ব্যবহার করা যাবে!

পুনশ্চ ১- আমার র‍্যাফেল ড্র-এর ভাগ্য নিতান্তই খারাপ। তারপরও চেষ্টা নিলাম। ক্ষতি কি? জিতে গেলে একবছর শান্তিতে থাকা যাবে। দেখি কি হয়…

পুনশ্চ ২- লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত

Level New

আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ato jamelar ki dorkar. akhan theke update ki nin http://kavkiskey.org/