মেধাস্বত্ত্ব আইন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল আন করপোরেশন। সিদ্ধান্ত অনুযায়ী আগামী সপ্তাহ থেকেই পাইরেটকৃত মিউজিক, ভিডিও, গেম এবং কপিরাইট করা অন্যান্য কনটেন্ট গুগল সার্চ অপশন থেকে বিদায় করবে।
গুগল ব্লগ’র এক পোস্টে প্রতিষ্ঠানের অনুসন্ধান বিভাগের নির্বাহী অমিত সিঙ্ঘাল জানিয়েছেন, মেধাস্বত্ত্ব ভঙ্গ হয় এমন কোনো পোস্ট ওয়েবসাইটে থাকলে ওই সাইট’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে গুগল তাদের ওয়েব ‘অনুসন্ধান অ্যালগোরিদম’- এ প্রয়োজনীয় পরিবর্তন এনেছে। অ্যালগোরিদমটি’র মাধ্যমে একটি ওয়েবসাইটের ব্যাপারে গুগল কতগুলো বৈধ কপিরাইট অপসারণ নোটিশ পায় তা গণ্য করা হবে। ‘যে সকল সাইটের বিরুদ্ধে এই ধরণের অপসারণ নোটিশ বেশি থাকবে তাদের লিঙ্কগুলো অনুসন্ধান ফলাফলে কম দেখানো হবে’ বলে তিনি জানান।
কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে গত ৩০ দিনে গুগল ৪.৩ মিলিয়ন ইউআরএল সরিয়ে নেয়ার অনুরোধ পেয়েছে জানিয়ে সিঙ্ঘা বলেন, আগামী সপ্তাহ থেকেই নতুন পদ্ধতিটি কাজ শুরু করা হবে। তবে কেউ যদি মনে করে তাদের লিঙ্ক ভুল করে সরিয়ে নেয়া হয়েছে তারা আবেদনের মাধ্যমে পুনরায় ফিরিয়ে আনতে পারবেন।
আমি Mosrur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
oooh no, eeek ki khobor sunailen Bhaia