বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় উচ্চারণ, অনুবাদ ও অডিওসহ ডিজিটাল কোরআন শরিফের বিশেষ ওয়েবসাইট তৈরি করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ওয়েবসাইটটির উদ্বোধন করবেন। ওয়েবসাইটটির লিংক
বুধবার ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল সচিবালয়ের নিজ দপ্তরে এ তথ্য জানান।
সচিব জানান, এ ওয়েবসাইটে আরবি ভাষায় কোরআন শরিফের লিখন, বাংলা উচ্চারণ ও অনুবাদ এবং ইংরেজি ভাষায় উচ্চারণ ও অনুবাদ সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১০ সালের ডিসেম্বরে কোরআনের এ ডিজিটাল ওয়েবসাইট তৈরির কাজ শুরু করা হয় বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ডিজিটাল কোরআন শরিফের সিডি বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া সারাদেশে ১৫ হাজার সিডি বিনামূল্যে বিতরণ করা হবে বলেও জানান সচিব।
আমি Mosrur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।