আগামী ৯ আগস্ট থেকে নিরবিচ্ছিন্ন গতিময় হবে ইন্টারনেট ব্যবস্থা…

টিউন বিভাগ খবর
প্রকাশিত

নিরবিচ্ছিন্ন গতিময় ইন্টারনেট সংযোগ ব্যাহত হচ্ছে অনেকদিন ধরে। সাবমেরিন ক্যাবল মেরামতের জন্য বেশ কয়েকদিন ধরেই দেশের ইন্টারনেট ব্যবস্থার দুর্গতি পরিলক্ষিত হচ্ছে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মকান্ড কিছুটা মন্থর গতিতে চলছে। রিপিটার পরিবর্তনের জন্য গত ১৮ জুলাই এবং ২ আগস্ট রাতে সারা দেশে ইন্টারনেট সংযোগ প্রায় ৩ ঘণ্টা বিছিন্ন ছিল। আশার কথা আগামী ৯ আগস্টের মধ্যে সাবমেরিন ক্যাবল মেরামত কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনোয়ার হোসেন। গত ৪ দিন ধরে নানাভাবে বাংলাদেশের ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হচ্ছে এই মেরামত কাজের জন্য। ক্যাবলের বিভিন্ন স্থানে আরও রিপিটার পরিবর্তনের কারণে মেরামতে সময় বেশি লাগছে। এর আগে প্রতিষ্ঠানটি ২ আগস্ট ক্যাবল মেরামত সম্পন্ন হওয়ার কথা বলেছিল। এদিকে মেরামত কাজ শেষ না হওয়ায় এখনো স্বাভাবিক গতি ফিরে পায়নি দেশের ইন্টারনেট ব্যবস্থা। দেশের একমাত্র সাবমেরিন ক্যাবল সংযোগ সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোরের (সি-মি-উই-ফোর) পূর্ব অংশ গত ৬ জুন বিচ্ছিন্ন হয়। সিঙ্গাপুর থেকে ৫৬ কিলোমিটার দূরে সাবমেরিন ক্যাবলের এ সংযোগে সমস্যা দেখা দেয়। ফলে বর্তমানে ক্যাবলের মাধ্যমে শুধু ইউরোপ প্রান্ত দিয়ে ডাটা আদান-প্রদান চলছে। এতে ধীর হয়ে পড়ে দেশে ইন্টারনেট সংযোগের গতি। ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখতে ১০ জুন থেকে বিকল্প ব্যবস্থায় অতিরিক্ত ১০ গিগাবাইট পার সেকেন্ড (জিবিপিএস) ব্যান্ডউইডথ কেনার ব্যবস্থা করে বিএসসিসিএল। এতে অনেকটাই স্বাভাবিক হয়ে আসে ইন্টারনেটের গতি। তার পরও বর্তমানে প্রায় ৮ জিবিপিএস ব্যান্ডউইডথের ঘাটতি রয়েছে। এছাড়া একমাত্র সাবমেরিন ক্যাবল সংযোগ হওয়ার কারণে এটি বিছিন্ন হলে সমস্যায় পড়ে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা।  বিএসসিসিএলের অনুরোধে গভীর রাতে মেরামত কাজ করায় প্রাতিষ্ঠানিক ইন্টারনেট ব্যবহারকারীদের সমস্যা কিছুটা কম অনুভূত হয়। তবে রাতে আউটসোর্সিং করা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এতে ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্যাবল কাটা পড়ার পর পরই ইতালির পালেরমো থেকে অতিরিক্ত ব্যান্ডউইডথ সরবরাহ করা হচ্ছে। তথ্য প্রযুক্তিতে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান প্রাণন লি: এর সিইও, নাহিদুল ইসলাম রুমেল বলেন ব্যান্ডউইডথকে বাংলাদেশে সহজলভ্য করতে হবে এ ছাড়া প্রযুক্তিগত ভাবে আমাদের অগ্রগতির বিকল্প নেই। তবে আগামীতে ২০১৪ সালের মধ্যে সি-মি-উই ফাইভ নামের ক্যাবল কনসোর্টিয়ামের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হবে। ফলে দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Level 0

আমি kazi Kowshik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 281 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tahole to valo e hoy tx share korar jonno

Level 0

vai gp te phn dile koi spnar speed ki 4kb er niche? Ajob deshe. 4kbps dia kemne digital bd gore aitai to bujlam na

খুব ভাল খবর …

wow!! khub valo news

৫১২ স্পীড এ ডাউনলোড ৫ kbps আসে । 🙁 আশা করি সমাধান হয়ে যাবে।

http://www.somewhereinblog.net/blog/rafins3/29523047

এইখানে দেখেন তাইলে বুঝতে পারবেন আসলে সাবমেরিন ক্যাবল দিয়ে আমরা কতটা উপকৃত হচ্ছি।

আচ্ছা আমি আমার নেট এ download speed 150+kbps পায় এটা কি বেশি ? উল্লেখ্য আমি দুবাই থাকি

ধন্যবাদ

Techno Sabbir খুশ হুয়া!!!

Level 0

samsr po ra vason chodaya dgital bangladesh gorbe……………… net speed 30kbps ar bashe pai na…….. abar dgital bangldesh gorbe????

নায্য ব্যান্ডউইডথ পাওয়ার জন্যে আমারা ঐক্যবদ্ধ হই । মাথা মোটা আর লেংড়াগুলো ক্ষমতায় যায় । কি করি বলুন তো

Level 0

valo khobor. thnx.