একটি সচেতনতামুলক টিউন।সবাই একবার হলেও দয়া করে পড়ুন।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আস-সালামু-আলাইকুম।

প্রিয় টেকটিউনস টিউনার এবং পাঠক ভাইয়েরা।সবাই কেমন আছেন?আজ কোনো প্রযুক্তি নিয়ে টিউন করবো না।নন টেকি বিষয় নিয়ে করবো।

আমরা প্রায় সবাই গন পরিবহনে (বাস) এ প্রতিদিন যাতায়াত করি।ঢাকার রাস্তায় বাস গুলো অনেক খারাপ ভাবে গাড়ি চালায় যে কারনে প্রায় প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে।অনেকের মৃত্যও ঘটছে।এর মুল কারন অনেক ক্ষেত্রে গাড়ি চালকের এবং অনেক ক্ষেত্রে পথচারির দোষ থাকে।

 

 

আমি যে বিষয় টা নিয়ে আলোচনা করবো সেটা হলো অহেতুক বাস ভাঙ্গা নিয়ে।

এই লেখা লিখছি সব ছাত্র দের উদ্দেশ্য করে।এখন  পরিস্থিতি এমন হয়েছে যে কিছু হলেই গাড়ি ভাঙ্গো।গাড়ি/বাস এর ভিতরে যে মানুষ গুলো রয়েছে সেদিকে কেউ খেয়াল রাখছেনা।

কিছু দিন আগে (৩য় রোযায়)অফিস এ যাওয়ার সময় রাম্পুরা ব্রীজ এর উপর বাস ট্রাফিক জ্যাম এ পড়েছে।তুরাগ এর সিটিং বাস।সিটিং বাস এ অতিরিক্ত যাত্রি নেয়া হয়না।গুলশান কমার্স কলেজের ২টা মেয়ে বাস এ উঠতে চাইলো।কিন্তু বাস এর গেট লাগানো।উঠতে দেয়া হয়নি বলে একটা ১০" ইট নিয়ে পিছনের গ্লাস বেঙ্গে ফেলা হলো।এ কি অবস্থা।সাথে সাথে কয়েক জনের হাত পিঠ কেটে রক্তারক্তি অবস্থা।মেয়ে ২টা কে আটক করা হলো।অনেক বকাবকি করা হলো।সামনে ইম্পেরিয়াল কলেজ এবং EWU থাকায় কেউ আর ঝামেলা করেনাই।কারন পড়ে আরো বড় ঝামেলা হয়ে যেতে পারে।

এই যদি হয় অবস্থা তাহলে  মানুষ কিভাবে যাতায়াত করবে??এখন ছাত্র রা এতোটাই বেপোরোয়া হয়ে গেছে যে কিছু হলেই রাস্তা বন্ধ করে গাড়ী ভাংবে।গাড়ির ভিতরে মানুষ গুলো কি করছে সেটার খবর নাই।আমি এরকম কয়েকবার এমন পরিস্থিতি তে পড়েছি।ভাগ্য ভালো একবার ও আল্লাহ তায়ালার রহমতে বিপদ হয়নাই।

আসুন আমরা নিজে সচেতন হই,অপরকে সচেতন করি।জনগনের এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করি।

ঠিক মত গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাঙলা কলেজ, কমার্স কলেজ, ঢাকা কলেজ এর অবস্ততা এর চাইতেও খারাপ, হেল পার ভাড়া চাইলেও বাস ভাঙ্গে

Level 0

ekd0n thik…. Kisu h0lei bas vangar ki d0rkar? 0i base t0 amader ma,baba0 thakte pare.

    @murgi89.6: শুধু মা,বোন না।ভাই,বাবা ও থাকতে পারে।

Level New

vaire ei kothata amaro.aktu kichu hoilei bass vanga hoi bt eita cinta kora hoina je ki hoilo kn hoilo kar oporadh asob na bujhei age bas vange.majhe majhe mone hoi odar hat pa vanga dei baser moto kore.akhon amon obostha hoice je kaw kaore sala koilei bass vanga hoi.ar prosason pura hindi nayak sinemar moto cup kore thake.

সত্যি খুব দুঃখজনক। আমরা পড়ালেখা করে শিক্ষিত হই কিন্তু আমাদের ব্যাবহার মন মানশিগতা অনেক খারাপ হয়েজাচ্ছে । আল্লাহ আমাদের সবাইকে উত্তম ব্যাবহার করার তওফিক দান করুন।

ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, তারা যদি এমন করে তাহলে তো মুশকিল। আশা করবো তারা আরো সচেতন হবে।

আসলেই খুব খারাপ একটা ব্যাপার।মুষ্টিমেয় কিছু খারাপ ছাত্রের জন্য আমাদের সবার মাথা হেট হয়। 🙁

Level 0

মাঝে মাঝে নিজকে বাসে ছাত্র হিসাবে পরিচয় দিতে লজ্জা লাগে। আমার কয়কজন পরিচিত আছেন যারা সরকারী বিজ্ঞান আর ঢাকা কলেজ এ পড়ে। তাঁদের একজনের মতে এই পর্যন্ত সে একটা গাড়ি ভাংতে পারল না, তাঁর কলেজ জীবন অসুম্পুরন থেকে যাবে। আরেক জনের কথা গাড়ি না ভাংতে পারলে নাকি ছাত্র হউয়া জায় না। কি ভয়াবহ, চাত্র না মাস্তান মাঝে মাঝে সন্দেহ লাগে

পলাপাইন এর রক্ত গরম!! 😀

এখানে আপনারা ঢালাওভাবে দেখা যাচ্ছে কলেজকে দোষারুপ করছেন যা দেখে সত্যিই খারাপ লাগছে। আমার তো মনে হচ্ছে আপনাদের যুক্তিতে অনেকটা ভুল রয়েছে। দোষ দিবেন তাদের ব্যক্তিত্বকে, তাদের পরিবারের শিক্ষাকে, মা-বাবার অজ্ঞতাকে।

    @মানজুরুল হক:

    কলেজকে কে দোষারোপ করলো?ছাত্রদের কথা বলা হয়েছে।কেউ কলেজের নাম করে গাড়ি ভাংচুর করে।
    ঢাকা কলেজ,মিরপুর বাংলা কলেজ,পলিটেকনিক কলেজ এর ছাত্রদের নাম শুনলে বাস এর চালক আতংকের মধ্যে থাকে।

    আপনি ঠিক বলেছেন।অনেকে কলেজ এ উঠে নিজেকে খুব বড় ভাবা শুরু করে। সংগ দোষ এ নিজের বারোটা বাজায়।

Level 0

এ সব সেখানোর মাধ্যোমে যে সব লোক রাজনীতির নাম নস্টো করে, তাদের ……, ………, ……, …………, ………, …………, ………, …………, ……… গালি দিলাম ।

অনেক ধন্যবাদ সচেতনতা মুলক টিউনটির জন্য, কিছুদিন আগে আমাদের ভার্সিটির সামনেও ঢাকা পরিবহনের গাড়ির কর্মচারীদের সাথে হাফ ভাড়া নিয়ে ভার্সিটির কিছু ছেলের বাক বিতণ্ডা হয়, তারপর ওরা বাসে ভাংচুর করে, পরে বিতিকিচ্ছি অবস্থা। এটা মোটেও কাম্য নয়।

হানিফ সংকেত ভবিষৎ বাণী করেছিলেন যে অলিম্পিকে যদি গাড়ী ভাংগার কোন ইভেন্ট যুক্ত করা হয় তাহলে বাংলাদেশ নিশ্চিত স্বর্ণ পদক পাবে। আর সোনার ছেলেরা সে লক্ষ্যেই এগুচ্ছে।