এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে(এটিএম বুথের তথ্য ফাস, আপনিও ছুটছেন না তো?)….

টিউন বিভাগ খবর
প্রকাশিত

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে.... চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কবিতাটি আমরা সবাই পড়েছি, কিন্তু কথাটি বাস্তবে যে কতবার আমাদের জীবনে ঘটে যায় সেটা আমরা অনেকেই জানিনা। চলুন একটা কান নেবার গল্প সংক্ষেপে বলি...

অনেকদিন যাবত ফেসবুকে দেখছি যেসব হট টপিক নিয়ে পেজ এবং গ্রুপে শেয়ার করা হয় তার মধ্যে অন্যতম হল- "এটিএম বুথে আক্রান্ত হলে..... করনীয়"  যার সার সংক্ষেপ নিচে তুলে দিলাম,
"আপনারা কেউ যদি কখনো এটিএম বুথে আক্রান্ত হন, কখনই কোন ধরনের প্রতিবাদ করার চেষ্টা করবেন না।কারণ আপনি জানেন না আক্রামণকারী কত টা বেপরোয়া হতে পারে। আপনার যা করতে হবে তা হল, আপনার গোপন পিন নাম্বারটি উলটো করে পাঞ্চ করুন।
উদাঃ যদি আপনার পিন নাম্বার হয় ১২৩৪, পাঞ্চ করুন ৪৩২১।
যেই মুহূর্তে আপনি উলটো পিন পাঞ্চ করবেন, টাকা বের হবে ঠিকই, কিন্তু অর্ধেক বের হয়ে আটকে যাবে এবং আক্রমনকারীর অজান্তেই নিকটস্থ পুলিশ স্টেশানে সতর্কতা পৌছে যাবে।"

তো মূল কথায় আসি, আজ বিকেলবেলা কোন কাজ ছিলোনা,তাই ভাবছিলাম কি করা যায়!!!তখনি ডিবিবিএল এর বুথ দেখে হটাত মাথায় একটা বুদ্ধি চাপলো, যেই ভাবনা সেই কাজ। বুথে ঢুকে কার্ডটা মেশিনে দিয়ে আমার পিনটা উলটো করে দিলাম। দেখি পরের পেজ আসছে, দিলাম টাকা উইদ্রো, দেখি প্রসেসিং চলে।  ভাবলাম এইতো হল,কার্ডটা আটকাতে চলেছে। অবসর সময়টা ভালই কাটবে দেখছি 😉
একটু পর দেখায়, আপনার পিন নাম্বারটা ভুল (বল কি হে মমিন)
মনের অজান্তেই এক্কেবারে ভেবাছ্যাকা খাইয়া গেলাম :O
ভেবে দেখুনতো, ডাকাত মহাশয়ের সামনে এমন ট্রিকে ধরা খাইলে কি হইতো? অনেকদিন যাবত দেখি বিভিন্ন গ্রুপ, পেজ এ একটা হট বিষয় নিয়া পরামর্শ দেয়া হয় যে, এটিএম বুথে ডাকাতের খপ্পরে পরলে কি করবেন?

নীতিকথাঃ মানুষের এবং বিভিন্ন পেজের ফাউল কথায় কান দিয়া এইসবই কইরেন... :p

অনেকেই হয়তো ব্যাপারটা না বুঝেই উল্টো আমার উপর চরাও হচ্ছিলেন, তাদের সুবিধার্থে টিউনটা আপডেট করা হল।

Level 0

আমি নীলাকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tune korai jothesto onoviggoo…………sohoje sobai jeno bujte pare sei vabe tune korun…………..nije nije bujle tune korar dorkar ki?

    @Snow Tushar: আপনি কি বুঝেন নাই, দয়া করে বলবেন কি?
    পাঠকের সুবিধার্থে এমন ছোট করে লিখা…

আপনি কি ব্লগ সাইট টা নষ্ট করার জন্য এসেছেন? যদি তাই হই তাহলে দয়া করে আর আসবেন না।
এত নিম্ন মানের অযৌক্তিক এবং ভিজিটর ঠকানো পোষ্ট এখানে কেউ করে না। আর ভাই সবাই দয়া করে মায়ের ভাষায় লিখার চেষ্টা করবেন।

    @হুমায়ুন কবির: এটা ভিজিটর ঠকানো পোষ্ট হবে কেন? দয়া করে খুলে বলবেন কি?
    আর আমার তো মনে হচ্ছে আমি যে পোষ্টটা করলাম সেটা বোঝার আগেই এমন বকছেন 🙁

ami bujhte pereci “nilakash” ki bujhate cheacen..FB Post a dekhecilam ATM booth a dakater hate porle pin number ulta kore bolle taka thiki asbe but taka machine a atke jabe..ei tottho ti je vul ta uni bastobe proiog kore dekhecen…Sorry Banglish lekhar jonno..ki karone jani avro thaka sotteo Bangla likhte parcina but Bangla porte parci

    @বাধন৮৬১: বাধন ভাই, না বুঝতে পেরে মানুষ ভুল বুঝলে খুব খারাপ লাগে। কই তাদের উপকার এর জন্যে লিখলাম আর তারাই কিনা এমন আক্রমনাত্মক কমেন্ট করে,না লিখলে বা না জানালে আমার এমন কি ক্ষতি হত? বরঞ্চ মানুষ এমন ভুল তথ্য জেনেই বসে থাকতো, কে জানে বিপদে পড়লে হয়তো এমনভাবে বুথে উলটো করে পিন দিয়ে গিয়ে আরো বড় বিপদ ডেকে আনতো।
    এখনতো মনে হচ্ছে টিউন করাটাই আসলে ভুল হয়েছে।
    এতে করেই মানুষ টিউন করার মানসিকতা হারিয়ে ফেলে 🙁
    আপনাকে ধন্যবাদ।

চিলে বুঝি আপনার কানটাই নিল?

Level 0

বুঝলাম না সবাই এত ক্ষেপল ক্যান :O আমার কাছে তো ভালই লাগল টিউনটা। কারন, কয়েকদিন আগেই ফেসবুকে এগুলো নিয়ে পোস্ট দেখতাম যে, এটিএম বুথে ডাকাতের খপ্পরে পড়লে উলটা পিন নাম্বার বলতে হবে, তাতে ইমারজেন্সি কল হবে-হেন তেন। আজকে উনি টিউন দিয়েছে বলেই তো বুঝলাম ওগুলা আসলে ভুয়া কথা! তবে, নীলাকাশ ভাই, কেউ কেউ হয়ত ব্যস্ততার জন্য ফেসবুকে বা অন্য কোথাও ঐ স্ট্যাটাসগুলো/পোস্টগুলো দেখেনাই বা চোখে পড়েনাই। তারা আপনার এই টিউন দেখে হয়ত কিছুই বুঝবে না। তাই, ওগুলা একটু বলে নিয়ে তারপর আপনার অভিজ্ঞতা বললে হয়ত ভাল হত।

    @dolar: আপনার কথাটা বুঝতে পেরেছি, ঠিক আছে ওটা সহ টিউনটা আপডেট করে দিচ্ছি।

    @dolar: তাই করলাম। 🙂

হি হি হি ব্যাপক মজা পাইলাম 🙂

টিউনটা ভালো।ফেবুতে আসলে অযথা লাফালাফি একটু বেশীই হয়,ফেবুর সব কথায় কান দেবার মানে নেই

যাক, চিলে কান নেয়ার আগে আপনার লেখাটি পড়ে উপকার হল। আর কানটাও জায়গা মত আছে। 😀

Level 0

তথ্যটি জানা থাকা ভালো। ধন্যবাদ।

ভাল একটা পোস্ট নিয়া জনগণ এতো চেতল কেন বুজলাম না? আমার তো ভালই লাগলো ।

    @রাব্বি: ভাই উনারা হয়তো ব্যাপারটা বুঝতে পারেননি, হয়তো এমন কোন কিছু আছে সে সম্পর্কে আগে অবগত ছিলেন না, তাই ভুল বুঝেছেন 🙁
    আপনাদের ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো।
    মন্তব্য করার জন্যে ধন্যবাদ।

Level 0

টেকটিউন এ এমন অনেকেই আছে জারা না বুঝে কমেন্ট করে বসে ……তাই তাদের জন্য বলছি …এতই যদি পারেন তাহলে পোস্ট করে দেখান না……আর নীলআকাশ ভাইকে এই তথ্যটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ …যদিও এর সত্যতা যাচাই করে দেখা হয় নি :p

    @power24: ভাই ১০০ ভাগ হাচা সইত্য কথা কইলাম কিন্তু, পারলে টেরাই মাইরা দেইক্ষেন; কোন রিস্ক নাই কইলাম।
    চুন্দর কমেন্ট করার জইন্য দইন্যাবাদ 😀

Level 0

খ্যাক খ্যাক…ভাই এ্তো জনপ্রিয় ইনফোটারে আকাশে তুইলা কেউ এতো জোরে আছার মারে !!!!!….ধন্যবাদ।

Level 0

br0, apni et0din p0r eta janlen?? Eta t0 vuya agei jana uchit sil0. Amar pin j0di 1111 h0y tah0le ulta k0rle ki h0be?? L0l

    @murgi89.6: আমার জানা মতে এটিএম বুথ এ সিকিউরিটি পারপাসে কিছু পিন বাই ডিফল্ট ডিজেবল করা থাকে তার মধ্যে ১১১১ একটা।

ভাই আপনের মত আমিও Standard Chartered bank এ দেখছিলাম হুদাই, পিন কোড ভুল দেখায়

Level New

টিউনটাতো ভালই. অন্তত আমার দৃষ্টিতে।এ তো উল্টা পাল্টা বলার কি আছে বুঝলাম না!!!!!!!!!!!!!!!!

সঠিক তথ্য টা জানতে পেরে বেস উপকার হল ভাই। ধন্যবাদ আপনাকে।