এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে.... চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কবিতাটি আমরা সবাই পড়েছি, কিন্তু কথাটি বাস্তবে যে কতবার আমাদের জীবনে ঘটে যায় সেটা আমরা অনেকেই জানিনা। চলুন একটা কান নেবার গল্প সংক্ষেপে বলি...
অনেকদিন যাবত ফেসবুকে দেখছি যেসব হট টপিক নিয়ে পেজ এবং গ্রুপে শেয়ার করা হয় তার মধ্যে অন্যতম হল- "এটিএম বুথে আক্রান্ত হলে..... করনীয়" যার সার সংক্ষেপ নিচে তুলে দিলাম,
"আপনারা কেউ যদি কখনো এটিএম বুথে আক্রান্ত হন, কখনই কোন ধরনের প্রতিবাদ করার চেষ্টা করবেন না।কারণ আপনি জানেন না আক্রামণকারী কত টা বেপরোয়া হতে পারে। আপনার যা করতে হবে তা হল, আপনার গোপন পিন নাম্বারটি উলটো করে পাঞ্চ করুন।
উদাঃ যদি আপনার পিন নাম্বার হয় ১২৩৪, পাঞ্চ করুন ৪৩২১।
যেই মুহূর্তে আপনি উলটো পিন পাঞ্চ করবেন, টাকা বের হবে ঠিকই, কিন্তু অর্ধেক বের হয়ে আটকে যাবে এবং আক্রমনকারীর অজান্তেই নিকটস্থ পুলিশ স্টেশানে সতর্কতা পৌছে যাবে।"
তো মূল কথায় আসি, আজ বিকেলবেলা কোন কাজ ছিলোনা,তাই ভাবছিলাম কি করা যায়!!!তখনি ডিবিবিএল এর বুথ দেখে হটাত মাথায় একটা বুদ্ধি চাপলো, যেই ভাবনা সেই কাজ। বুথে ঢুকে কার্ডটা মেশিনে দিয়ে আমার পিনটা উলটো করে দিলাম। দেখি পরের পেজ আসছে, দিলাম টাকা উইদ্রো, দেখি প্রসেসিং চলে। ভাবলাম এইতো হল,কার্ডটা আটকাতে চলেছে। অবসর সময়টা ভালই কাটবে দেখছি 😉
একটু পর দেখায়, আপনার পিন নাম্বারটা ভুল (বল কি হে মমিন)
মনের অজান্তেই এক্কেবারে ভেবাছ্যাকা খাইয়া গেলাম :O
ভেবে দেখুনতো, ডাকাত মহাশয়ের সামনে এমন ট্রিকে ধরা খাইলে কি হইতো? অনেকদিন যাবত দেখি বিভিন্ন গ্রুপ, পেজ এ একটা হট বিষয় নিয়া পরামর্শ দেয়া হয় যে, এটিএম বুথে ডাকাতের খপ্পরে পরলে কি করবেন?
নীতিকথাঃ মানুষের এবং বিভিন্ন পেজের ফাউল কথায় কান দিয়া এইসবই কইরেন... :p
অনেকেই হয়তো ব্যাপারটা না বুঝেই উল্টো আমার উপর চরাও হচ্ছিলেন, তাদের সুবিধার্থে টিউনটা আপডেট করা হল।
আমি নীলাকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tune korai jothesto onoviggoo…………sohoje sobai jeno bujte pare sei vabe tune korun…………..nije nije bujle tune korar dorkar ki?