সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের এই টিউন। এবং সবার জন্য রইল পবিএ মাহে রমজানের আগাম শুভেচ্ছা।
জানি না এই সাইটে আমার এই লিখাটি প্রকাশ করা ঠিক হয়েছে কি না, কারণ এটা একটা তথ্য প্রযোক্তির সাইট। তবে আমার এই লেখাটি এই সাইটে প্রকাশ করার কারণ হচ্ছে এই সাইট টা (টেকটিউনস) একটি জনপ্রিয় ওয়েব সাইট এবং এখানে অনেক মুসলিম বাঙ্গালীরা আসে যারা অনেক কিছু জানতে এবং শিখতে চাই, আর আমরা মুসলীম হিসাবে ইসলামের কিছু নিয়ম কানুন মেনে চলা আমাদের অত্যান্ত জরুরী।
আজ আপনাদের সাথে কিছু লিংক শেয়ার করব যেগুলো থেকে জানতে পারবেন ইসলামের আলোকে আমাদের জীবনকে কিভাবে সুন্দর করে সাজানো যাই।
সামনে রমজান আর রমজান মাসে আমরা সবাই কিছু না কিছু কোর-আন হাদীস পড়ে থাকি। আশা করি এগুলো আপনাদের উপকারে আসবে।
(১) এখানে যে লিংক টা দিয়েছি সেটা পৃথিবীর বিভিন্ন ভাষায় তৈয়ারী করা হয়েছে এর মধ্যে আমাদের প্রিয় মাতৃ ভাষা বাংলা ও আছে।
এখানে রয়েছেঃ-
পবিএ কোর-আন শরীফ এর সব গুলো সুরা শোনার এবং ডাউনলোড এর ব্যবস্তা (MP-3) বিভিন্ন ভাষায় তরজমা সহ।
আরো পাবেন বিভিন্ন শিক্ষনীয় বিষয়ক বই,প্রবন্ধ, ফতোয়া, ভিডিও,অডিও ইত্যাদি।
(২) সত্যের পথ নামে অরেকটি জনপ্রিয় সাইট আছে যেখানে পাবেন ইসলামের আলোকে আপনার জীবনকে সুন্দর করে সাজানোর মত অনেক গুলো লেখা।
আরো রয়েছে ঃ-
* ইসলামিক ই-বুক
* বোখারী শরীফ প্রথম খন্ড থেকে সপ্তম খন্ড PDF ফাইলে
* সহীহ্ ভাবে নামাজ শিক্ষা বই
* সহীহ্ ভাবে নামাজ শিক্ষা (ভিডিও)
* পবিএ কোর-আন শরীফ সহীহ্ ভাবে শেখার মত সফটওয়ার
* ভিবিন্ন ধরনের হাদীস হমদ-নাআত ইত্যাদি ।
***এখানে একটা সাইট আছে যার নাম “বাংলা কিতাব ডট কম” এখানেও আপানি পাবেন অনেক রকম বাংলা কোর-আন হাদীস এর বই।
***এখানে আরেকটা সাইট আছে যার নাম “সহীহ্ ইসলামিক পোর্টাল” লিংক
***এখানে পাবেন অনেক গুলো লিংক এক পেইজে
***এখানে একটা সাইট আছে যার নাম "সালাফি বিডি"
***আপনাদেরকে একটা সফটওয়ার দিতে চাই যার মাধ্যমে বিশ্বের যে কোন শহরের পাঁচ ওয়াক্ত নামাজ এর সময় সুচী জানতে পারবেন, আরো আছে ইফতার এবং সেহরীর সময় সুচী। এই সফটওয়ারটি মোবাইল এবং কম্পিউটারের জন্য আলাধা ভাবে তৈয়ারী করা হয়েছে রয়েছে। এটা প্রত্যেক ওয়াক্ত নামাজ এর সময় আযান দিয়ে শোনাবে আপনার কম্পিউটারে বা মোবাইলে। এতে রয়েছে ৬ মিলিয়ন শহরের তালিকা। আপনি চাইলে আপনার শহরের নামাজ এবং সেহরী ও ইফতার এর সময় জেনে নিতে পারেন এই সফটওয়ারটির মাধ্যমে।
প্রথমে সফটওয়ারটি ডাউনলোড করে ইন্সটল করুন
ভাষা সিলেক্ট করে করুন
তার পর নিছে থেকে আপনার দেশ এবং শহর সিলেক্ট করে সেভ দিন।
আপনি চাইলে নিছে থেকে আযান সিলেক্ট করে দিতে পারেন
ডাউনলোড করোন এখান থেকে।
এই লিংক থেকে নিতে পারে নামাজের সময় সূচীর একটি ক্যালেন্ডার
নিছে থেকে ডাউনলোড করে নিতে পারেন পবিএ কোর-আন শরীফ এর সব গুলো সুরা।
(১)সব ফাইল mediafire.com থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
(২)আর সব ফাইল একসাথে জিপ করা ডাউনলোড করুন এখান থেকে QuranRecitation.zip (576 MB)
*এখান থেকে থেকে ডাউনলোড করে নিতে পারেন নামাজ শিক্ষার একটি বই PDF ফরমেটে।
*** নামাজ বিষয়ক একটি ভিডিও দেখেনিন এখান http://www.youtube.com/watch?v=eoSxT7oxu9E&feature=player_detailpage থেকে
*****প্রয়োজনীয় ছোট কয়েকটা টিপস *****
(১)আমি অনেক কে দেখেছি গোসল করার পর ওজু করে নামাজের জন্য। আমার মনে হয় সেটার প্রয়োজন পড়ে না যদি আপনি গোসলের আগে গোসলের ফরজ গুলো পালন করেন। গোসলের ফরজ হল তিন টিঃ-
১ কুলি করা
২ নাকে কানে পনি দেওয়া
৩ সমস্ত শরীর দৌত করা
*(২) নামাজের যে কোনো রাকাআতের কত ঠুকু অংশ পেলে ওই রাকাআত সঠিক ভাবে গণ্য করা হবে (জামাতের সাথে )
উওরঃ- আপনি যদি ইমাম রুকু থাকা অবস্তায় আপানার রুকু শেষ করতে পারেন তাহলে ওই রাকাআত সঠিক ভাবে গণ্য করা হবে আর যদি আপনি রুকুতে যাওয়ার আগে ইমাম দাঁড়িয়ে যাই তাহলে ওই রাকাআত গণ্য হবে না।
(৩) ঈমামের পিছনে নামাজ পড়লে কি সুরা ফাতিহা পড়া লাগে নাকি শুধু দাঁড়িয়ে থাকলে ই চলবে?
উওরঃ- অনেকে বলে ইমাম যখন উচ্চ স্বরে নামাজ পড়াই তখন পড়া লাগে না আর যদি নিরবে পড়ে তাহলে পড়া লাগে। কিন্তু সঠিক নিয়ম হল ইমাম যে ভাবে-ই নামাজ পড়ায় না কেন আপনাকে অবশ্যই নিরবে সুরা ফাতিহা পড়া লাগবে।
**** উপরে যত ঠুকু লিখেছি যদি কোনো ভুল হয়ে থাকে তাকে ক্ষমা করবেন। আর একটি বিশেষ অনুরো সবার প্রতি "আসুন আমরা সাবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি"""
***ফেসবুকে আমাকে পাবেন>>>>>
http://www.facebook.com/hossain.ahmed.79
আমি হোসাইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
great