ফেসবুক নিয়ে দুনিয়া জোড়া উন্মাদনার শেষ নেই। ফেসবুকে নিজের একটা পেজ না থাকলে মান-সম্মান বুঝি আর থাকে না। ফেসবুক নিয়ে এই বিশ্বজোড়া উন্মাদনার মধ্যে নতুন আর একটি খবর শুনে পিলে চমকে যাবার জোগাড়। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্যালাফোর্ডের ছাত্র-ছাত্রীরা এখন থেকে ফেসবুকের মত সামাজিক জোগাযোগ মাধ্যমের উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করতে পারবে। এই এমএ কোর্সে জোর দেয়া হবে সামাজিক যোগাযোগের বাস্তব দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের উপর। টুইটার বা ফেসবুকেও এমএ ডিগ্রি নেয়া সম্ভব এটা শুনে অনেকে অবাক মানলেও ইউনিভার্সিটি অব স্যালাফোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, ফেসবুক বা টুইটার আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের গণযোগাযোগ ও বিপণন বিজ্ঞানের ছাত্রছাত্রী তৈরি। কোর্স লিডার প্রফেসর বেন এর বক্তব্য হচ্ছে, ফেসবুক এখন সামাজিক মাধ্যমের প্রতীকি রূপ হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু ফেসবুকের আরো যে একটা দিক আমরা খেয়াল করি নি তা হচ্ছে, এক জনসমাজকে অন্য জনসমাজের কাছাকাছি নিয়ে আসার ব্যাপারে এর বিশাল ভূমিকা রয়েছে। তিনি বলেন, আমরা মনে করি সামাজিক গণমাধ্যম জনকল্যানে ভূমিকা রাখতে পারে। কাজেই ছাত্রছাত্রীরা যাতে সামাজিক যোগাযোগ তথা সামাজিক গণমাধ্যম ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে সেটাই কোর্স চালু করার পেছনে আমাদের প্রধান উদ্দেশ্য।
সূত্রঃ সি-নিউজ।
আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....
ওহ!!! ভালই মনে হচ্ছে এদেশে থাকলে আমি করতাম। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য