২ টেরাবাইট হার্ড ড্রাইভ না দেখলেই নয়!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

নামকরা হার্ড ডিস্ক নির্মাতা ওয়েস্টার্ন ডিজিটাল ২ টেরাবাইট হার্ড ড্রাইভ বের করেছে। এতে চারটি ডিস্ক আছে, প্রতিটি ৫০০ গিগাবাইট তথ্য ধারন করে। বর্তমানে এর চেয়ে বড় কোন সিঙ্গেল হার্ড ড্রাইভ নেই। জোড়া দিয়ে রেইড সেটাপ করে যদিও কয়েকটি হার্ড ড্রাইভ যোগ করে একটি হিসেবে ব্যবহার করা যায় কিন্তু সে ধরনের ঝামেলা ছাড়াই এই ড্রাইভ ব্যবহার করা অনেক সহজ হবে। এর সাইজ সাড়ে তিন ইঞ্চি, ৩২ মেগাবাইট ক্যশ।

wd20eads-2tb-hd-fro

দাম পড়বে - ৩০০ মার্কিন ডলার (৳ ২১,০০০)

Level 2

আমি BABU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপাতত লাগবেনা! ধন্যবাদ

    টিনটিন আমার তো ভাই দররকার। movie রাখব। দাম টা বেশি লাগে জেনও

    Level 0

    ভাই আমি সফটয়ার আর উইন্ডোস রখতেই জায়গা পাইনা……
    আমার সত্যি ১ হালি ২ টেরা ফুল করতে ৬ মাস লাগব…।।হাছাই কইতাছি

Level 0

**ধন্যবাদ**
খুব ভাল। পরে কাজে লাগতে পারে।
দামটা একটু কম হলে ভাল হতো।

Level 0

আমার একটা লাগবে।

ভাই আমার এত টাকা হলে আরকিছু টাকা যোগ করে আমি একটি লেপটপ কিনব তাই এটা কেনার জন্য ভবিষ্যতের আসায় থাকি যেদিন দাম কমবে সেদিন কিনব।

    Level 0

    যেদিন দাম কমবে সেদিন কিনব কিন্তু সে দিন লেপটপ আর চালাতে পারবেন না।

    ভাই লেপটপ চালাতে পারব না কেন।

Level 0

এই জীবনে আমার আর লাগব না….
৮০ গিগা বাইট ই শেষ হয় না৷ আবার ২০২৪ গিগা৷ খাইছেরে….
দাম নাকি আবার ২১,০০০ টাকা, আমি তো শেষ৷

ধন্যবাদ বাবু ভাই আপনাকে এরকম তথ্য দেয়ার জন্য৷ ভবিষ্যতে এরকম তথ্য দিয়ে আমাদের মত লোককে কৃতার্থ করবেন৷

    Level 0

    কি ভাই অনেক দিন ফর হাপনারে দেখলাম……

আমার একটা লাগবে। বাবু ভাই আপনাকে ধন্যবাদ।

সাম্য ভাই, আমি ছবি ডাইনলোড করতে চাই। ভালো প্রিন্ট ও লেটেস্ট হলিউড ছবি কয়েকটি সাইটের নাম আমাকে মেইলে উপকূত হতাম। ধান্যবাদ। email: [email protected]

Level 2

Amar ekta doekar. Price R ektu komle kinbo.