যাত্রা শুরু করলো পার্পল আইটি লিমিটেড

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গত ৮ জুন ২০১২ শুক্রবার,

বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত সেবা দানের অঙ্গীকার নিয়ে বাংলাদেশের নতুন প্রযুক্তি জগতে অনুস্থানিক ভাবে যাত্রা শুরু করলো পার্পল আইটি লিমিটেড। এর মধ্যে দিয়ে আরও উন্নত সেবা দানের লক্ষ্য নিয়ে একত্রিত হোল স্কাইহোস্টবিডিডটকম ও সোচিপহোস্টডটকম ওয়েব সাইট দুইটি।এদিনে রাজধানির মহাখালি ডিওআইচএসে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসএ এক অপূর্ব আয়োজনের মধ্যে দিয়েই আত্মপ্রকাশ করলো পার্পল আইটি লিমিটেড । এতে দেশের সুনামধন্ন আবৃতি জগতের আরও অনেক গণ্যমান্য বাক্তিবর্গ উপস্থিত ছিলেন । প্রতিষ্ঠানটির ডোমেইন হোস্টিং ওয়েব ডেভেলপমেন্ট, আউটসসিং, নেটওয়ার্ক সলিউসন, সফটওয়্যার ডেভেলপমেন্ট তথ্য ও প্রযুক্তিখাতে নানা ধরনের সেবা প্রদান করতে দৃঢ় প্রতিজ্ঞ পালন করবে পার্পল আইটি ।

নিজের ওয়েব সাইট ডিজাইন করা ও ভালো উন্নত মানের ডোমেইন হোস্টিং এর জন্য আমি আপনাকে বলবো পার্পল আইটি এর কথা মনে রাখতে, কারন আমি আমার ওয়েব সাইট ও ডিজাইন এর জন্য পার্পল আইটি ব্যবহার করে তার সঠিক ফলাফল পেয়েছি তাছাড়া তাদের কাছে থেকে আউটসসিং, নেটওয়ার্ক সলিউসন এর সুবিধাও আপনি পাচ্ছেন। পার্পল আইটি আপনার সাথে বন্ধু এর মতো থাকবে যেমন আপনি তাদের যেকোনো সুবিধা ভোগ করার সমায় কোন সমস্যা পরলে যে কোন সমায় পার্পল আইটি আপাকে সাহায্য এর জন্য তাদের সাহায্য এর হাত বারিয়ে দিবে।

আমি অন্য ওয়েব হোস্টিং কোম্পানি দের খারাপ বলবো না কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যারা এমন কিছু ওয়েব হোস্টিং , ডোমেইন বিক্রয় করে তা আমি ব্যাবহার করে বুঝেছি, পার্পল আইটি একটি সুনামধন্ন কোম্পানি এর নতুন প্রতিষ্ঠান যা আমি আপনি সবায় জানি কারন, এই কোম্পানি এর সাথে আমার অ হয়তোবা আপনারও লেনদেন অনেক দিনের, আমার যতো ওয়েব সাইট করেছি সব কিছু তাদের কাছে থেকে করা অ পরে তাদের ২৪ ঘণ্টা হেল্পে। সবথেকে বেশি ভাল লাগে তাদের হেল্প সিস্টেম, তাদের দেওয়া সুবিদা ভোগ করতে আপনার বিন্দু মাত্র সমস্যা হলে আমি যে কোন সমায় হেল্প পাচ্ছেন।

[email protected] মেইল করতে পারেন।

Level 0

আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

good luck

Level 0

have a nice journey……

So Cheap Hosting দিচ্ছে সব ধরণের হোস্টিংয়ে অভাবনীয় মুল্য ছাড় !!!
দুঃখিত পোস্টটি করতে দেড়ি হওয়ায়। দেরি করার পিছনে সময় একটু লেগেছে আপনার অভাবনীয় মূল্য ছাড়কৃত ওয়েব সাইটটি ভিজিট করতে।

টেকনোলজি নিউজ পাগল ভাই, আসলে আপনি কি বুঝাচ্ছেন তা আমি বুঝি নাই। আপনি বুঝেছেন কি? আপনি লিখেছেন- “বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত সেবা দানের অঙ্গীকার নিয়ে বাংলাদেশের নতুন প্রযুক্তি জগতে অনুস্থানিক ভাবে যাত্রা শুরু করলো …”। কিন্তু আপনার নি উজটা যে কোনভাবেই শুদ্ধ নয় তা কি আপনি ভেবেছিলেন কখনো?
প্রমাণ করবেন?
তাহলে আসুন, শুধু বিশ্ব নয় আপনার বাংলাদেশের হোস্টিং কোম্পানিগুলোর সাথেই হিসাব মিলাই?
আপনার এ্যাডভাটাজকৃত সাইটে হোস্টিং এর মূল্য-
০১ জিবি হোস্টিং প্রাইজ মাসিক 1.28 = (ডলার কিনতে গেলে বর্তমান বাজারে ৮০ টাকার নিজে পাবেন না সে হিসেবে) 80টাকা *১.২৮=১০২.৪ টাকা মাসিক চার্জ। বছরের আসেতেছে- ১০২.৪*১২=১২২৮.৮০ টাকা।
অর্থাৎ ০১ জিবি হোস্টিং = ১২২৮ টাকা এক বছরে।
অথচ বাংলাদেশী বাজারে তথা হোস্টিং জগতে ভুরি ভুড়ি আপনি ১ জিপি হোস্টিং পাবেন ৫০০ থেকে ৭০০ টাকায়।
এর পর রিসেলার হোস্টিং এ আসেন:
১০ জিবি রিসেলার হোস্টিং এর প্রাইজ আপনার অভাবনীয় মূল্য ছাড় কৃত সাইটে মাসিক ৫.৯৫ ডলাল= বাংলাদেশী টাকা প্রায় ৮০*৫.৯৫=৪৭৬ টাকা। আর ১ বছরে আসবে- ৪৭৬*১২=৫৭১২ টাকা।
অর্থাৎ ১০ জিপি হোস্টিং প্রাইজ হচ্ছে- ৫৭১২ টাকা। অথচ বাংলাদেশী হোস্টিং কোম্পানীতে আপনি রিসেলার ১০ জিপি পাবেন ৪০০০/৫০০০ টাকায়।
আর ডোমেইন প্রাইজও আপনার ওই সাইটে বেশি। অথচ বাংলাদেশী ডোমেইন ৭০০/৮০০ টাকায় পাবেন।

আমার কথা হলো তাহলে আপনি কেন বাংলাদেশী হোস্টং প্রাইজগুলো সব যাচাই না করে এই সাইটের হোস্টিং এর প্রাইজকে অভাবনীয় মূল্য ছাড়া দিয়ে এডভাটেজ করতেছেন? আদৌ কি আপনি বাংলাদেশের সব হোস্টিং সাইটগুলোর প্রাইজ দেখছিলেন? আপনাকে একটি সাইটের লিংক দিচ্ছি আপনি বাস্তব প্রাইজ দেখে নেন-
http://bdwebs.org অফ-সাইট ব্যাকআপ প্রতিদিন এবং প্রতি সপ্তাহ।
এর হোস্টিং প্রাইজটা একটু দিচ্ছি তাহলে আর ওই সাইটে ঢুকতে হবে না।
০১ জিবি হোস্টিং ২৯৯ টাকা,
০৫ জিবি- ১৫০০ টাকা,
১০ জিবি- ২৫০০ টাকা
২০ জিবি- ৩৫০০ টাকা
অর্থাৎ প্রাইজ আকাশ-পাতাল পার্থক্য।

বিশ্বের সাথে পড়ে তাল মিলাবো যদি মিলাতে চান।
ধন্যবাদ, এই সাইটে নির্ভরযোগ্য পোস্ট না দেওয়ার পরেও।

    @akhtarujjaman:
    প্রতিদিন ব্যাক-আপ দিলেই হয়ে যায় না। কমদামি সার্ভার আর কমদামী রিসেলার কিনে অনেক কম প্রাইসে বিক্রি করা যায়। কিন্তু কোয়ালিটি দেয়া সম্ভব হয় না। আমরা আমাদের সার্ভারে ডেস্কটপ হার্ডওয়ার ব্যবহার করি না, করি সার্ভারের জন্য যে হার্ডওয়্যার তৈরি হয় তা। হার্ডডিস্ক হিসেবে ব্যবহার করি SAS ড্রাইভ সাথে রেইড -১০, SATA ব্যবহার করি না। আপটাইম ৯৯.৯% এবং সাথে ২৪ ঘন্টা সাপোর্ট। কথায় না আমরা কাজেই এসব ইতোমধ্যে প্রমাণ করেছি।