গত ৮ জুন ২০১২ শুক্রবার,
বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত সেবা দানের অঙ্গীকার নিয়ে বাংলাদেশের নতুন প্রযুক্তি জগতে অনুস্থানিক ভাবে যাত্রা শুরু করলো পার্পল আইটি লিমিটেড। এর মধ্যে দিয়ে আরও উন্নত সেবা দানের লক্ষ্য নিয়ে একত্রিত হোল স্কাইহোস্টবিডিডটকম ও সোচিপহোস্টডটকম ওয়েব সাইট দুইটি।এদিনে রাজধানির মহাখালি ডিওআইচএসে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসএ এক অপূর্ব আয়োজনের মধ্যে দিয়েই আত্মপ্রকাশ করলো পার্পল আইটি লিমিটেড । এতে দেশের সুনামধন্ন আবৃতি জগতের আরও অনেক গণ্যমান্য বাক্তিবর্গ উপস্থিত ছিলেন । প্রতিষ্ঠানটির ডোমেইন হোস্টিং ওয়েব ডেভেলপমেন্ট, আউটসসিং, নেটওয়ার্ক সলিউসন, সফটওয়্যার ডেভেলপমেন্ট তথ্য ও প্রযুক্তিখাতে নানা ধরনের সেবা প্রদান করতে দৃঢ় প্রতিজ্ঞ পালন করবে পার্পল আইটি ।
নিজের ওয়েব সাইট ডিজাইন করা ও ভালো উন্নত মানের ডোমেইন হোস্টিং এর জন্য আমি আপনাকে বলবো পার্পল আইটি এর কথা মনে রাখতে, কারন আমি আমার ওয়েব সাইট ও ডিজাইন এর জন্য পার্পল আইটি ব্যবহার করে তার সঠিক ফলাফল পেয়েছি তাছাড়া তাদের কাছে থেকে আউটসসিং, নেটওয়ার্ক সলিউসন এর সুবিধাও আপনি পাচ্ছেন। পার্পল আইটি আপনার সাথে বন্ধু এর মতো থাকবে যেমন আপনি তাদের যেকোনো সুবিধা ভোগ করার সমায় কোন সমস্যা পরলে যে কোন সমায় পার্পল আইটি আপাকে সাহায্য এর জন্য তাদের সাহায্য এর হাত বারিয়ে দিবে।
আমি অন্য ওয়েব হোস্টিং কোম্পানি দের খারাপ বলবো না কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যারা এমন কিছু ওয়েব হোস্টিং , ডোমেইন বিক্রয় করে তা আমি ব্যাবহার করে বুঝেছি, পার্পল আইটি একটি সুনামধন্ন কোম্পানি এর নতুন প্রতিষ্ঠান যা আমি আপনি সবায় জানি কারন, এই কোম্পানি এর সাথে আমার অ হয়তোবা আপনারও লেনদেন অনেক দিনের, আমার যতো ওয়েব সাইট করেছি সব কিছু তাদের কাছে থেকে করা অ পরে তাদের ২৪ ঘণ্টা হেল্পে। সবথেকে বেশি ভাল লাগে তাদের হেল্প সিস্টেম, তাদের দেওয়া সুবিদা ভোগ করতে আপনার বিন্দু মাত্র সমস্যা হলে আমি যে কোন সমায় হেল্প পাচ্ছেন।
[email protected] মেইল করতে পারেন।
আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...
good luck