সম্প্রতি সিলিকনের অতিক্ষুদ্র ছিদ্রে ডিএনএ অনু প্রবেশ করিয়ে বংশগতির যাবতীয় গোপন তথ্য উদ্ধারের এক পদক্ষেপ গ্রহণ করেছে আইবিএম। খবর বিবিসি অনলাইনের।
বিবিসির বরাতে জানা গেছে, এ ধরনের পদ্ধতিকে বলা হচ্ছে ন্যানো ডিএনএ সিকোয়েন্সিং। এর ফলে ডিএনএ গঠনের অর্থ উদ্ধার প্রক্রিয়া আগের তুলনায় সহজ হবে। আইবিএম সিইও স্যাম পালমিসানো সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মেডিক্যাল ইনোভেশন সম্মেলনে এ ধরনের পরিকল্পনার কথা প্রকাশ করেছেন।
বর্তমানে মানুষ ও অন্যান্য উদ্ভিদ, প্রাণীর জিনোম পাঠোদ্ধারের কাজে জটিল সব যন্ত্রপাতি এবং গবেষণাগারে ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করার প্রয়োজন হয়। ব্যক্তিগত পর্যায়ে দ্রুত ও কম খরচে এ ধরনের পাঠোদ্ধার পদ্ধতি এখনো সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে।
বংশগতির তথ্যসমূহকে সহজলভ্য করে তোলার মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে অনেক বেশি ব্যক্তি কেন্দ্রীক করে তোলা সম্ভব। এর ফলে নির্দিষ্ট বংশ গতির গঠন বৈচিত্র্য অনুসারে ব্যক্তি পর্যায়ে রোগের প্রতিরোধ বা চিকিৎসা দেয়াও সম্ভব হবে।
বিবিসি জানিয়েছে, প্রচলিত পদ্ধতিতে মানব জিনোমের সম্পুর্ণ পাঠোদ্ধারের পর হতে আরো দ্রুত ডিএনএ সিকোয়েন্সিং করার বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়। এতে ডিএনএ কাটা, সংকেত বিবর্ধিত করা, রিভার্স ট্রান্সক্রাইবিং এর মত আরো সব জটিল নমুনা প্রস'তের প্রয়োজন হয়।
আইবিএম-এর জীববিজ্ঞানী গুস্তাভো স্টোলভিটাস্কি এবং তার সহকর্মীরা আগের তুলনায় সহজতর পদ্ধতি প্রচলনের জন্য কাজ করছিলেন। বর্তমানে তারা এমন সহজ একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। সিলিকনের মধ্যে মানুষের চুলের ব্যাসের বিশ হাজার ভাগের এক ভাগ আকারের গর্ত তৈরি করা হয়। এ ধরনের একটি ছিদ্রে কেবল ডিএনএ অনুর দুটি সূত্রের একটি প্রবেশ করানো সম্ভব।
বেশ কয়েক বছর ধরে বিজ্ঞানীরা এমন ন্যানো আকৃতির ছিদ্রের ব্যবহারিক গুরুত্ব নিয়ে চিন্তা ভাবনা করে আসছিলেন। বিজ্ঞানীরা বলছেন, কোনো প্রকার নমুনা তৈরি বা জটিল আলোক কৌশল ব্যবহারের বদলে এখন কেবল ইলেকট্রনিক পদ্ধতিতেই ডিএনএর পাঠোদ্ধার সম্ভব।
জানা গেছে, ইলেকট্রনিক পদ্ধতিতে ডিএনএ ন্যানো পোর সিকোয়েন্সিং-এর মাধ্যমে অনেক কম খরচে অতি দ্রুত এই কাজটি করা যাবে। পাশাপাশি একই সঙ্গে হাজার হাজার ডিএনএ অনুকে একটি মাত্র চিপের ছিদ্রের মধ্যে দিয়ে বাহিত করে একের পর এক এই কাজটি করা যাবে।
তবে, আইবিএম এর জীববিজ্ঞানী স্টোলভিটাস্কি জানিয়েছেন, বুঝতে যতটা সহজ বিষয়টি কাজে পরিণত করা কিন্তু ঠিক ততোটাই কঠিন।
সূত্রঃ বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....