আমরা গুগলের অনেক সেবা সম্পর্কেই জানি। গুগল তার সার্ভিসের জন্য বিশ্ব বিখ্যাত। বর্তমানে গুগলে অনেক সার্ভিসই চালু রয়েছে। সম্প্রতি গুগল নিয়ে এসেছে নতুন এক সার্ভিস। নতুন এই সার্ভিসটি হল গুগল কমার্স সার্চ। এর মাধ্যমে ভোক্তারা অনেক সহজেই শপিং করতে পারবে। গুগুল কমার্স সার্চ টুলস রিটেইলার্সদের জন্য এক নতুন দ্বার উন্মোচন করবে। গুগলের মতে ওয়েব ইউজাররা গড়ে আট মিনিট ব্যয় করে একটি রিটেইলার্স সাইটে কিছু চিন্তা-ভাবনা করার পূর্বে যে কোথায় যাবে। এটি মাথায় রেখে কমার্স সার্চ প্রতিটি রিটেইলস সাইট উন্নয়নের লক্ষ্যে কাজ করবে।
কমার্স সার্চের মাধ্যমে ক্রেতা ক্যাটাগরি, দর-দাম, ব্রান্ড এবং অন্যান্য বিষয়ের উপরও সার্চ করতে পারবে। গুগল বলেছে যে রিটেইলার্স ক্রেতাদের দৃষ্টি আকর্ষনের জন্য বিশেষ অফার দিতে পারবে। এই টুলসে বিল্ট-ইন-স্পেল-চেক এবং সিনোনিমস যুক্ত করা হয়েছে যার মাধ্যমে জন সাধারণ সহজে পণ্য খুঁজে পাবে। এর মাধ্যমে ভোক্তারা নির্দিষ্ট পণ্য খুব সহজেই খুঁজে পাবে। রিটেইলার্সের ব্যয় নির্ভর করবে প্রডাক্টের উপর এবং সার্চের বার্ষিক পরিচালনার উপর। গুগল কমার্চ সার্চ এই টুলসের মাধ্যমে অন লাইন শপিং আরও গতিময় হবে।
আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..
ধন্যবাদ শেয়ার করার জন্য।