শুরু হচ্ছে IUT 4th NATIONAL ICT FEST 2012

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আগামী ২১-২২ জুন Islamic University of Technology(IUT) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে IUT 4th National ICT FEST 2012. IUT Computer Society(IUTCS) এর সার্বিক তত্বাবধানে চতুর্থ বারের মত এই ফেস্ট অনুষ্ঠিত হবে। ২০০৮ সালে প্রাইম ব্যাংক 1st National ICT fest অনুষ্ঠিত হয়, যা সারাদেশের ICT প্রিয় তরুন-তরুণীদের মাঝে ব্যাপক সাড়া জাগায়। তারই ধারাবাহিকতায় ২০০৯ সালে অনুষ্ঠিত হয় AB ব্যাংক 2nd National ICT fest এবং ২০১১ সালে অনুষ্ঠিত হয় IBBL 3rd National ICT fest. এই ধারাবাহিকতা বজায় রাখতে এবার চতুর্থ বারের মত হতে যাচ্ছে এই ফেস্ট।

এই ফেস্টে বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় এবং কলেজের প্রতিযোগীরা অংশগ্রহন করতে পারবে। মোট ৭ টি ইভেন্ট থাকছে এই ফেস্টে-
১. প্রোগ্রামিং প্রতিযোগিতা
২. 'গেট রুট' সাইবার সিকুরিটি চ্যালেঞ্জ
৩. সাধারন জ্ঞান প্রতিযোগিতা
৪. প্রোজেক্ট সোকেসিং (সফটওয়্যার/হার্ডওয়্যার)
৫. ICT অলিম্পিয়াড
৬. ফিফা ২০১২
৭. কাউন্টার স্ট্রাইক

ভেন্যুঃ IUT ক্যাম্পাস
বোর্ডবাজার, গাজীপুর

* ঢাকা থেকে IUT এর তত্বাবধানে সরাসরি বাসের ব্যবস্থা রয়েছে।

ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফেস্ট নিয়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে। অনলাইনে রেজিস্ট্রেশন চলছে
রেজিস্ট্রেশন করতে আপনাকে যেতে হবে http://www.iutoic-dhaka.edu/ictfest সাইটে। এছাড়া সাইটে ফেস্ট সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যাবে।

রেজিস্ট্রেশনের সময়সীমাঃ
১২ জুন ২০১২ (প্রোগ্রামিং প্রতিযোগিতা)
১৫ জুন ২০১২ (অন্যান্য ইভেন্ট)

এছাড়া আপনার কোনো জিজ্ঞাসা থাকলে টা ফেসবুক ইভেন্ট পেজে লিখতে পারেন অথবা আমাদের মেইল করুন [email protected] এই ঠিকানায়।

আপনার অংশগ্রহণ আমাদের একান্ত কাম্য।

Level New

আমি মুন্তাসির আর রাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাসার কাছে কিন্তু ভর্তি হতে পারি নাই এই দঃখে একবারও যাই নাই।এইবার চেষ্টা করমু যাইতে ।

চলে আসেন… You are most welcome…