“মিনারেল ওয়াটার” এর নামে আমরা কি খাচ্ছি! সাবধান হোন ভাল থাকুন।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। খবরটি হয়ত অনেকেই জানেন। শুধু যারা জানেন না তাদের কে বিষয়টি জানানোর জন্য আমার আজকের এই টিউন। এ বিষয় নিয়ে আগে টিউন হলে ক্ষমা করবেন।

**মিনারেল ওয়াটারের প্রায় সব বোতলেই ওয়াসার পানি**

পানির অপর নাম জীবন। আর সেই জীবন নিয়েই চলছে প্রতারণা। দেশে উৎপাদিত বোতলজাত মিনারেল ওয়াটার কতটা বিশুদ্ধ? তৃষ্ণার্তের এ উত্তর, বাজারের বেশির ভাগ মিনারেল ওয়াটারে পাওয়া যাচ্ছে মাত্রাতিরিক্ত জীবাণু। এসব পানিতে লেড, ক্যাডমিয়াম, কলিফরম ও জিংক উপাদানের অস্তিত্ব রয়েছে, যা মানিব দেহের জন্য মারাত্বক ক্ষতিকর।

বোতল জার ও প্লাস্টিক প্যাকেটের পানিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত আয়রন, পিএইচ, ক্লোরিন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম নেই বললেই চলে। অভিযোগ রয়েছে, কথিত এসব 'মিনারেল ওয়াটার' এর যথাযথভাবে ফিলট্রেশনও ( ছাকন প্রক্রিয়া) করা হচ্ছে না।

অনেক কম্পানি ওয়াসার পানি গামছায় ছেকে বোতলে ভরে দীর্ঘদিন থেকে রমরমা বাণিজ্য করে যাচ্ছে।জারের পানির ক্ষেত্রে নিম্নমানের চিত্র আরো প্রকট। পানির অপর নাম জীবন হলেও এ জীবন নিয়েই চলছে জমজমাট ব্যবসা।

কনজুমারস আসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পরিচালিত এক রাসায়নিক পরীক্ষায় কয়েকটি ব্র্যান্ডের বোতল পানি সম্পর্কে ভয়াভহ তথ্য পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ তাদের নিজস্ব পরীক্ষাগারে এসব বোতলের পানি পরীক্ষা-নিরীক্ষায় অতি নিম্নমানের হিসেবে চিহ্নিত করা হয়। ওই গবেষণায় বহুজাতিক একটি কম্পানির উৎপাদিত একটি ব্র্যান্ডের পানি ছাড়া বাকি সব ব্র্যান্ডের পানিতে ত্রুটি ধরা পরে।

গবেষণায় ৯টি ব্র্যান্ডের পানিতে দ্রবণীয় লবণ, সীসা, লোহার পরিমাণ বেশি পাওয়া যায়। কোন কোন পানিতে পাওয়া যায় শরীরের জন্য  ক্ষতিকারক পদার্থ ক্যাডমিয়াম। পানি বিশেষজ্ঞরা বলেছেন, ক্যাডমিয়ামযুক্ত নির্দিষ্ট ব্র্যান্ডের পানি নিয়মিত আপ্ন করেন এবং তা অভ্যাসে পরিণত হয় তাহলে তার শরীরে পুষ্টির অসমতা দেখা দিতে পারে। এর প্রতিক্রিয়ায় ক্যান্সারও হতে পারে।

সুতরাং, এসব পানি খাওয়া ছারুন এবং ভাল থাকুন।

****************************************আল্লাহ হাফেজ************************************

Level 0

আমি Logical Network। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজে কিছু জানতে চাই,অপরকেও জানাতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবাই কে সচেতন করার একটা পোস্ট, সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ,

Level 0

এইসব কোম্পানির কি সরকারী অনুমোদন আছে ?

Level 0

আমার বাসার সাথে একটা জারের পানির কারখানা আছে। একবার সেখানে দেখেছিলাম যে ,তারা ওয়াসার পানিকে কয়েকটা বড় বড় বোতলের ভিতর দিয়ে পাস করে, সেই প্লাস্টিকের বোতল গুলোতে ভরে। আর তারপর প্লাস্টিকের বোতলে ভরা পানিতে একটা পাইপ দিয়ে কিছুক্ষণ একটা বাতাস দেয়।
তারপর প্লাস্টিকের বোতলে ছিপি আটকে বাজারে পাঠিয়ে দেয় ।

Level 0

আমি ব্যক্তিগতভাবে সবাইকে Unilever এর Pure it ব্যবহার করার পরামর্শ দেই । কারণ আমাদের বাসায় একটা Unilever এর Pure it আছে আর আমি এর মান নিয়ে সন্তুষ্ট ।
দয়া করে কেউ এটাকে Unilever এর Pure it এর বিজ্ঞাপন মনে করবেননা ।

    Level 0

    @newboy: OOOOOOOkkkkkkkk. টিউন পড়ার জন্য ধন্যবাদ।

Level 0

মিনারেল ওয়াটার ও পরিত্যাজ্য? সমাধান কি? Pure it ভালো। তবে দীর্ঘমেয়াদী ও সর্বজনীন সমাধান নয়।

আমাদের বাসাতে পানি ফুটিয়ে সেটাকে আবার ফিল্টারে রাখা হয় তারপরেও কিছুদিন পর হয়তবা তাতেও পানি বিশুদ্ধ করা যাবেনা।বাইরের মিনারেল ওয়াটারের মাঝ্যে একমাত্র মাম কে মানসম্মত মনে হয়।একমি থেকে কেন যেন নারিকেলের পানির ঘ্রাণ পাওয়া যায়

একমির এটা নারিকেলের ফ্লেভার যুক্ত।বোতলের গায়ে লেখা আছে।তবে একমির মান সম্পর্কে বলতে পারিনা ।
ভেজালের ভিড়ে খাটি মানের নিশ্চয়তা ” এটি কি শুধু বিজ্ঞাপনেই পাব , বাস্তবে কি পাব না ??
মানুষের বিশ্বাস নিয়েও ছিনিমিনি খেলে এইসব কোম্পানি ।
আমরা কাউকে প্রতারিত করছি , আবার নিজেরাও কোথাও না কোথাও প্রতারিত হচ্ছি ।
সবাই সবাইকে ঠকাতে চায় !!!

    Level 0

    @আরিফ: আমি চাই না।।!!

    @আরিফ: নতুন একটা তথ্য জানলাম,ধন্যবাদ।তবে একমির প্রথম দিকের পানি ভাল ছিল বলেই মনে হয়,মিনারেল বলেই মনে হত।

Level 0

vai ar thake pukur ar pani pan kora valo.

    Level 0

    @nabil: আসলেই, পুকুরের পানিতেও এত ভেজাল নেই!

যারা এই সব করছে তাদের উপযুক্ত শাস্তি হওয় উচিত।