অবশেষে দেশের তফসিলি ব্যাংকগুলোকে অনলাইনে অর্থ লেনদেন করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাংলাদেশে ইলেকট্রনিক বাণিজ্য বা ই-কমার্সের সূচনা হলো।
নতুন ব্যবস্থায় ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার বা মুঠোফোন থেকে অনলাইনেই ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা এবং বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা যাবে। পাশাপাশি অনলাইনে বসেই এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা স্থানান্তর করা যাবে।
ই-কমার্স কার্যক্রমের অনুমতিসংক্রান্ত একটি প্রজ্ঞাপন গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক দেবাশীষ চক্রবর্তীর সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলো চার রকমের ই-কমার্স সেবা দিতে পারবে। এসব সেবা হলো: অনলাইনে গ্রাহকের নিজ হিসাব থেকে প্রাপক পক্ষের হিসাবে সেবাসমূহ বা ইউটিলিটি বিল পরিশোধ, গ্রাহকের এক ব্যাংক হিসাব থেকে একই ব্যাংকের অন্য গ্রাহকের হিসাবে অনলাইনে অর্থ স্থানান্তর, ক্রেতার ব্যাংক হিসাব থেকে বিক্রেতার ব্যাংকে মূল্য পরিশোধ এবং স্থানীয় মুদ্রায় ইন্টারনেটে ক্রেডিট কার্ডে লেনদেন করা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অনলাইন লেনদেনগুলো নগদ লেনদেনের সমতুল্য হবে এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং সে জন্য জারি করা বিভিন্ন নির্দেশ অনুসৃরণ করা হবে। মানি লন্ডারিং প্রতিরোধে প্রচলিত লেনদেনের মতো একই নিয়ম অনলাইন লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংকের অনুমতির পর ই-কমার্স-ব্যবস্থা চালু হলেও এখন শুধু একটি ব্যাংকের হিসাবের মধ্যেই লেনদেন করা যাবে। ব্যাংকগুলোর মধ্যে আন্তব্যাংক স্বয়ংক্রিয় লেনদেনব্যবস্থা (ই-পেমেন্ট গেটওয়ে) চালু করা হলে তবেই কেবল এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের হিসাবে টাকা লেনদেন করা যাবে। জানা গেছে, ই-পেমেন্ট গেটওয়ে তৈরির কাজ শুরু হয়ে গেছে। তবে তা সম্পন্ন হতে আরও মাস ছয়েক বা তারও বেশি সময় লাগতে পারে।
সূত্র: পথম আল্রো। ০৩/১১/২০০৯
আমি অলোক মিস্ত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
hmm,eta ekta valo uddog, thanks to Olok vai ei subjekt ta niye tune korar jonno.
http://techpark.webnode.com/
All kinds of laptops@Affordable price