BASIS SOFT EXPO 2012-এর প্রথম দিন চালু হল ল্যাপটপ এর উপর ওয়েব পোর্টাল BDLaptops.com. এখানে বাংলাদেশের সব ধরনের ল্যাপটপ ব্র্যান্ডের সব ধরনের মডেলের দাম, কোথায় পাওয়া যাবে এসব তথ্যসহ আরও রয়েছে ল্যাপটপ এক্সেসরিজ, পুরনো ল্যাপটপ এবং বিভিন্ন সার্ভিসিং সেন্টারসমুহের তথ্য ও ঠিকানা। ল্যাপটপ শপ মালিকরা এই সাইটে একটি ফ্রি একাউন্ট খুলে তাদের ল্যাপটপগুলো প্রদর্শন করতে পারবেন।
ওয়েবসিটটি ভিসিটরদের জন্য অনেক ইউজার ফ্রেন্ডলি। বিভিন্ন সার্চ অপশন এর মাধ্যমে ভিসিটররা সহজেই তাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি খুঁজে বের করতে পারবেন। এতে রয়েছে বিভিন্ন মডেলের সর্বোচ্চ ৫ টি ল্যাপটপ একসাথে কম্প্যায়ার করার সুবিদা। এর মাধ্যমে ভিসিটরেরা জানতে পারবে একটি নির্দিষ্ট মডেলের ল্যাপটপের দাম কোন দোকানে কত। আরও জানতে পারবেন বিভিন্ন ল্যাপটপের নিউজ এবং ইভেন্টস, পড়তে পারবেন ল্যাপটপ নিয়ে নানা প্রয়োজনীয় আর্টিকেল। এছাড়া রয়েছে ল্যাপটপ এর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ল্যাপটপ সার্ভিসিং সেন্টারসমুহের ঠিকানা। ল্যাপটপের উপর কোন পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল বাংলাদেশে এই প্রথম। BDLaptops.com তৈরী করেছে SourceCode Solutions BD (www.sourcecodebd.com)।
আপনার পছন্দের ল্যাপটপটি কেনার আগে ওয়েবসাইটটি ঘুরে আসুন এবং সাইটটি নিয়ে আপনাদের যেকোনো সাজেশান আমাদের সাথে শেয়ার করুন।
ওয়েবসাইটটি ভিসিট করতে ক্লিক করুন http://www.bdlaptops.com
আমি mahrupnsu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub vhalo