ভোগান্তি কমাতে চালু হবে ডিজিটাল সই

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ফরম জমা দেওয়া, টেন্ডারবাজি বা স্তূপাকৃতিতে জমা হওয়া ফাইল—কোনোটাই ডিজিটাল বাংলাদেশে কাম্য নয়। ইন্টারনেটের মাধ্যমে অফিস-আদালতের এসব কাজ সারা গেলে মানুষের এ ভোগান্তিগুলো এড়ানো যায় সহজেই। তবে এ ক্ষেত্রে প্রয়োজন এমন ব্যবস্থা, যাতে অনলাইনে তথ্য প্রদানকারীর বা আবেদনকারীর পরিচয় প্রমাণযোগ্য এবং নিশ্চিত হওয়া যাবে। আর ডিজিটাল সই ব্যবস্থায় এ কাজটি করা যাবে সহজেই।

digital signature

গত বৃহস্পতিবার এই ডিজিটাল সই-ব্যবস্থা নিয়েই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সম্মেলনকক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) আইন-২০০৯ এর আলোকে ডিজিটাল স্বাক্ষর প্রবর্তন’ শীর্ষক এ সেমিনারে বক্তৃতা করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার, বিসিসির কার্যনির্বাহী পরিচালক মো. মাহ্ফুজুর রহমানসহ অনেকে।
ইয়াফেস ওসমান বলেন, ডিজিটাল বাংলাদেশ মানে, মানুষের নষ্ট সময়গুলোকে কাজের সময়ে রূপান্তর করা। মানুষকে ভোগান্তি ও প্রতারণার হাত থেকে মুক্তি দিতেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তিনি এ ব্যাপারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সেমিনারে বক্তারা বলেন, জীবনকে সহজ করতে ও কাজে স্বচ্ছতা আনতে ডিজিটাল বাংলাদেশের বিকল্প নেই। এ ক্ষেত্রে আমরা নিজেরাই ছোট ছোট কাজ ইন্টারনেটের মাধ্যমে করে তথ্যপ্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠতে পারি। তবে ডিজিটাল স্বাক্ষরতার মতো ব্যবস্থা চালু করার আগে এ ব্যাপারে মানুষের সচেতনতা বাড়াতে হবে।
সেমিনারের মূল প্রবন্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরামর্শক মুনির হাসান ডিজিটাল স্বাক্ষর-ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সাধারণত অনলাইনে আর্থিক বা বিভিন্ন গোপনীয় লেনদেনের সঙ্গে ডিজিটাল স্বাক্ষর জুড়ে দেওয়া হয়। এ ব্যবস্থা চালু হলে আয়কর রিটার্ন দাখিল বা টেন্ডার জমা দেওয়ার মতো কাজগুলো ইন্টারনেটের মাধ্যমেই স্বচ্ছ প্রক্রিয়ায় করা যাবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) আইন-২০০৯-এ ডিজিটাল স্বাক্ষর-ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে। আইনটি পড়া যাবে http://www.bdlows.com.bd ঠিকানার ওয়েবসাইটে। এ ছাড়া ডিজিটাল স্বাক্ষর-ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যবে বিসিসির http://www.bcc.net.bd ঠিকানার ওয়েবসাইটে।

সূত্র: প্রথম আলো

Level 0

আমি Esshan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই ব্যবস্থা চালু করার আগে সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে ।

———————-@ ধন্যবাদ @———————