বাজারে এলো দেশের একমাত্র নিয়মিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মাসিক ম্যাগাজিন ‘সায়েন্সটেক’-এর দ্বিতীয় সংখ্যা । ম্যাগাজিনটি ঢাকাসহ সারাদেশে পাওয়া যাচ্ছে । তবে ঢাকাস্থ নিউমার্কেট, আসাদগেট, কলেজগেট, শঙ্কর, ফার্মগেট, বণানী, গুলশান, শুক্রাবাদ, পল্টন, মতিঝিল, মিরপুর, উত্তরা ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থানে খুব সহজেই পাওয়া যাবে । এছাড়া চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর ও দিনাজপুরে ম্যাগাজিনটি সহজেই পেয়ে যাবেন। দেশের অন্যান্য জেলাগুলোতে ম্যাগাজিনটি পাঠানোর যথাসাধ্য চেষ্টা অব্যাহত আছে।
পূর্বে আইসিটি ম্যাগাজিন ‘আইটি রিভিউ’ শুধুমাত্র অনলাইনেই প্রকাশ করা হলেও। গত কয়েক মাস আগে ‘আইটি রিভিউ’-র অনলাইন প্রকাশনা বন্ধ করে দেয়া হয়েছে। তাই গতমাস (মার্চ-২০১২) থেকে ‘আইটি রিভিউ’-র পরিবর্তে ‘সায়েন্সটেক’ নামে পত্রিকাটি হার্ডকপি হিসেবে বাজারে প্রকাশ করা হবে। এক্ষেত্রে পত্রিকাটির মূল টার্গেট বিজ্ঞান ও প্রযুক্তি উভয়ই। পাশাপাশি আইসিটি তো থাকছেই। পত্রিকাটি কয়েক পৃষ্ঠা (৮ পৃষ্ঠা) চাররঙ্গা করা হয়েছে। এছাড়া অচিরেই কয়েকটি আকর্ষণীয় নতুন বিভাগ সংযোজন সহ পৃষ্ঠা সংখ্যা বাড়ানো হবে। খুব শীঘ্রই এটি আন্তর্জাতিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে। তবে আন্তর্জাতিক সংখ্যাটি শুধুমাত্র অনলাইনেই (পিডিএফ) কেনা যাবে। ম্যাগাজিনটির সার্বিক উন্নয়নে সবার মতামত ও সহযোগিতা কাম্য। ম্যাগাজিনটি সম্বন্ধে আপনার গঠণমূলক মতামত জানাতে পারেন ‘সায়েন্সটেক’-এর ফেসবুক ফ্যান পেজ-এ। ধন্যবাদ।
আমি এন.সি.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 208 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডাউনলোড অপশন কই ?