মন্তব্য নিষ্প্রয়োজন : এক কোম্পানীর প্রোডাক্ট কিনলে আরেক কোম্পানি ওয়ারেন্টি দেবে !!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

palo

দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় এ কি ধরনের ভুল। পণ্য কিনবেন একজনের কাছ থেকে, আর বিক্রয়োত্তর সেবা দেবে আরেক জন, এটা কী কখনো হয় !!! তাই এই পণ্যটি কেনার আগেই নিশ্চিত হয়ে নিন বিক্রেতার কাছ থেকে।
আর যদি এটি হয়ে থাকে প্রথমআলো'র ভুল, তাহলে দুটি কোম্পানিই আজ বিপাকে পড়বে প্রশ্নের উত্তরে।

কম্পিউটার সোর্স লিমিটেড (সিএসএল) বাংলাদেশে স্যামসাং আইসিটি পণ্যের ডিস্ট্রিবিউটর। আর স্যামসাং আইসিটি পণ্য সিএসএল ছাড়াও বাজারজাত করে থাকে স্মার্ট টেকনোলজিস, ইনডেক্স আইটি সহ অনেকেই। তাই যার যা পণ্য, সেই সে পণ্যের ওয়ারেন্টি তারাই দেয়/দেবে। অন্যরা নয়।

বি:দ্র: কম্পিউটার সোর্স এই পণ্যটি বাংলাদেশে বাজারজাত করছে না।

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এ আর নতুন না ………. ওদের কাছে এ্যাড মানেই অনেক কিছু ,…….. কোন বিষয়ে এ্যাড হচ্ছে তা মুখ তুলে দেখার সময়টাও ওদের নাই।

    আমি টিনটিন ভাইয়ের সাথে একমত।

Level 0

মন্তব্য করার আগে আরেকটু চিন্তা করে নেয়া উচিত। আপনিইতো বল্লেন সিএসএল এটা বাজারজাত করে না আর স্মার্ট টেকনোলজিস বাজারজাত করে। সিএসএল এটা আমদানি করে। এমনতো হতে পারে স্মার্ট টেকনোলজিস বাজারজাত করে বিধায় তারা তাদের ব্যানারে এ্যাড দিয়েছে। কি হতে পারে না? আমার কিছু পরিচিত লোক আছে যারা আইডিবিতে ব্যাবসা করে, তাদের কাছ থেকে জানা যাবে। আপনাদেরও জানাবো।

    আপনি মনে হয় বিষয়টি বুঝতে পারেননি। বিষয়টি এমন- স্মার্ট টেকনোলজিস এই পণ্যটি বাজারজাত করছে। সে হিসেবে তারাই ওয়ারেন্টি দেবে। কারণ তারা মাষ্টার রিসেলার বা অথোরাইজড ডিস্ট্রিবিউটর। স্যামসাং থেকে যারা প্রোডাক্ট আমদানী করবে, তারাই নিজেদের বিজ্ঞাপন দেবে পণ্য বিক্রয়ের জন্য।
    আর “কম্পিউটার সোর্স এই পণ্যটি বাংলাদেশে বাজারজাত করছে না।” এর মানে হলো স্যামসাং-এর এই পণ্যটি কম্পিউটার সোর্স আমদানীই তো করে নাই। তো ওয়ারেন্টি দেবে কোথা থেকে ? যতটুকু বুঝতে পেরেছি, এটা হয়তো প্রথমআলো’র ভুল।