দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় এ কি ধরনের ভুল। পণ্য কিনবেন একজনের কাছ থেকে, আর বিক্রয়োত্তর সেবা দেবে আরেক জন, এটা কী কখনো হয় !!! তাই এই পণ্যটি কেনার আগেই নিশ্চিত হয়ে নিন বিক্রেতার কাছ থেকে।
আর যদি এটি হয়ে থাকে প্রথমআলো'র ভুল, তাহলে দুটি কোম্পানিই আজ বিপাকে পড়বে প্রশ্নের উত্তরে।
কম্পিউটার সোর্স লিমিটেড (সিএসএল) বাংলাদেশে স্যামসাং আইসিটি পণ্যের ডিস্ট্রিবিউটর। আর স্যামসাং আইসিটি পণ্য সিএসএল ছাড়াও বাজারজাত করে থাকে স্মার্ট টেকনোলজিস, ইনডেক্স আইটি সহ অনেকেই। তাই যার যা পণ্য, সেই সে পণ্যের ওয়ারেন্টি তারাই দেয়/দেবে। অন্যরা নয়।
বি:দ্র: কম্পিউটার সোর্স এই পণ্যটি বাংলাদেশে বাজারজাত করছে না।
আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এ আর নতুন না ………. ওদের কাছে এ্যাড মানেই অনেক কিছু ,…….. কোন বিষয়ে এ্যাড হচ্ছে তা মুখ তুলে দেখার সময়টাও ওদের নাই।