নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ বিষয়ে জানানোর জন্য একাত্তর (Ekattor) নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোকিয়া।
অ্যাপ্লিকেশনটি সাজানো হয়েছে ছয়টি গ্যালারি দিয়ে। মুক্তিযুদ্ধের আগের প্রস্তুতি বা যুদ্ধ শুরুর প্রাক-কাল, ৭১ এর মার্চ মাস, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, বিজয়ের ইতিহাস ইত্যাদি উঠে এসেছে অনেকটা ভার্চুয়াল জাদুঘরের মতো। এ ছাড়াও অ্যাপ্লিকেশনটি থেকে যুদ্ধকালীন পোস্টার, লিফলেট এবং মিত্র বাহিনীর ভূমিকা সম্পর্কে জানা যাবে।
অ্যাপ্লিকেশনটিতে দুই শতাধিক ছবি এবং বর্ণনা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সৌজন্যে।
নোকিয়া থেকে জানানো হয়েছে, কাজটি সম্পন্ন করার পেছনে প্রধান সহযোগী ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং কারিগরী দিক পরিচালনা করেছে দেশীয় মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি লিমিটেড।
নির্মাতারা জানিয়েছেন, অ্যাপ্লিকেশনটির নতুন সংযোজনে যুক্ত হবে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত মুক্তিযুদ্ধের বিখ্যাত অডিওগুলো এবং মুক্তিযুদ্ধকালীন ধারণ করা বিভিন্ন ভিডিও।
মোবাইল অ্যাপ্লিকেশনটি নকিয়া স্টোর থেকে নকিয়া ফোন ব্যবহারকারীরা বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। নকিয়া স্টোরের ওয়েবসাইট হচ্ছে- store.ovi.com.
- বিডিনিউজ২৪.কম থেকে সংগৃহীত।
আমি শামীম রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিষন্নতা এক নীরব ঘাতক।
অনেক ধন্যবাদ