উত্তর দিন:প্রসঙ্গ,বাংলাদেশ ভারত সাইবার ওয়ার

টিউন বিভাগ খবর
প্রকাশিত

চরম উত্তেজনা, ব্রেকিং নিউজ,তাজা খবর

অনলাইনে পেইজ গুলোতে সবই এখন সাইবার ওয়ার নিয়ে মাতামাতি,তাই প্রয়োজন জনমতের,কে কিভাবে দেখছেন এই আন অফিসিয়াল সাইবার ওয়ার কে ।

১। বাংলাদেশ ও ভারতের হ্যাকার রা শুরু করেছে সাইবার ওয়ার,এটা কি এই সময়ে বা এই মুহুর্তে ঠিক ?

২। এই ওয়ারে যদি বাংলাদেশের ক্ষতির পরিমান বেশি হয় ,তবে আপনি কি বলবেন ?

৩।বাংলাদেশ কি অতটা মজবুত এই মুহুর্তে এত বড় ঘোষনা দেবার জন্য ?

৫।ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান বলেছেন সিমান্তে গুলি বন্ধ হবে না, আমাদের অফিসার চুপ,আপনি আমাদের দূর্বলতা কোথায় বলে মনে করেন ?

এই হোগামারা ঘোষনা শুনে আমার মাথা ঠিক নেই, আপনি কি বলবেন ?

৬। সাইবার ওয়ারে যদি দামী দামী প্রতিষ্ঠানের সাইটের সাথে কিছু অলাভজনক প্রতিষ্ঠানের সাইট আক্রান্ত হয় তবে তার দায় ভার কে নিবে ?

৭।সরকার অবশ্যই এই খরব পেয়ে গেছেন,তারা এখনো কোন ব্রিফিং দিচ্ছে না,তবে কি এই ওয়ারে যোগ দিবে আশপাশের আরো কয়েকটা দল ?

৮।সাইবার যুদ্ধে আপনি যোদ্ধা তবে আপনি ধরা খেলে অপরাধী হবেন তাকি আপনি জানেন ?

৯। এই ওয়ারে বাংলাদেশ জিতবে এটাই আমরা চাই তবে এটার কি কোন স্থায়ী সমাধান হবে ?

১০।যুদ্ধ কারো কাম্য নয় তবে এই যুদ্ধের প্রধান কারন বাংলাদেশ সরকারের নীরবতা বলে আমি মনে করি । সরকার যদি সঠিক কাজটি করতো বা যা করা দরকার তাই করতো তবে সোনার দেশের ছেলেদের কি সরকার ছাড়াই যুদ্ধে নামতে হতো ?

১১। সরাষ্ট্র মন্ত্রনালয় যদি চায় তবেই এই ওয়ার শেষ হবে,কেননা চাই দু’দেশের একটা সমঝোতা ।

১২।যারা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করতে চায় এবং ভারতের নাগরিক এই দেশে আসতে চায় তাদের জন্য স্থায়ী কি ব্যাবস্থা নেয়া দরকার বলে আপনি মনে করেন ?

১৩।সম্প্রতি ভারত নিষ্ঠুরভাবে কিছু নিরীহ বাংলাদেশীকে হত্যা  করেছে, সরকার এখনো তার উত্তর দিতে পারে নি,কেন এই লাশ ?

মানবাধীকার সংগঠন বারবার সমালোচনা করেও এই হত্যা বন্ধ করতে পারে নি,সাইবার ওয়ার কি পারবে ?

** ব্যাক্তিগত ভাবে যা বলতে চাই, মার খেয়ে কাঁদার মত মানুষ আমরা নই, মার যদি খেতে হয় তবে আগে তাদের খাওয়া দরকার যারা নিজেদের দেশের মানুষকে মার খেতে দেখে এখনো কিছু করতে পারছে না, সাইবার ওয়ারে জড়িত ভাইয়েরা , আপনারা যারা করতেছেন আমরা কেউ তা নিয়ে নেগেটিভ চিন্তা করছি না তবে নিজেদের দিকে একটু খেয়াল রাখুন।

*** আমি অলাভজনক সাইট চালাই,আমার সাইট যদি আক্রান্ত হয় তবে আমি কোনদিন কাউকে ক্ষমা করবো না, আমার সাইটের কোডিং ভুল থাকলেও আমার মত মানুষদের ছাড় দেওয়া উচিত ,কেননা নিজের টাকা দিয়ে সেবামূলক কাজ করি,বারবার টাকা খরচ করার  সামর্থ আমার নেই ।

“ বাংলাদেশ সাইবার যোদ্ধাদের জয় হোক,সরকারের হুশ হোক আর সীমান্ত ঠান্ডা হোক এই কামনা করি ”

[আমি শুধু প্রশ্ন করেছি,কিন্তু কোন তর্কে যাচ্ছি না,যার যা ভাবনা এই যুদ্ধ নিয়ে বলতে পারেন,দয়াকরে কেউ আমাকে নিয়ে মন্তব্য করবেন না,কারন আমি আপনাদেরই লোক আর  চাই  আপনাদের মতই নিজেদের সোনার ছেলেদের জয় হোক]

সরকার আর বিরোধী দলের ভুমিকা যদি সমান হতো তবে আমাদের আর কচি বয়সে যুদ্ধে নামতে হতো না।

Level 0

আমি সিএক্স রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

WordPress Developer, Visual Composer and Recurring Payments Expert.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনের কথাগুলো ভালো লাগলো

বাংলাদেশি হ্যাকারদের জয় হবেই।

বাংলাদেশি হ্যাকারদের জয় হবেই। Insha Allah…

Level 3

যুদ্ধের ঘোষনাটা শুনুন।নিচের লিংকে

http://www.youtube.com/watch?v=eAyx6V5JHi8&feature=player_embedded

যুদ্ধ করতে গেলে ২ পক্ষেরই লোক শহীদ হয়।

Ami already affected. Amar server theke amar client der soho pray 40 ta site hacked hoyese. Tobe Bangladeshi hacker der suvessa janai. Joy amader i hobe.

Level 0

আসলে যুদ্ধ যখন শুরু হয় তখন পাইকারি চুক্তিতেই শুরু হয়.. কে ভাল কে মন্দ কোন বাচ বিচারের কোন সুযোগ থাকে না। আপনার অলাভজন সাইটটি যদি সত্যিই হ্যাক হয়ে যায় তহলে মন খারপ কইরেন না .. নিজেকে একজন শহিদ মুক্তিযোদ্ধা হিসেবে ভেবে নিয়েন। 🙂

সাইবার যুদ্ধ ভালই জমছে মনে হয়।… এই যুদ্ধের মধ্যে আমি একটা পজেটিভ দিক খুজে পেলাম সেটা হল এখন থেকে সব ওয়েবমাস্টারই সতর্ক হয়ে যাবে.. তারা আরও আপগ্রেড হবে, নিরাপত্তা ব্যবস্থা আরো শক্ত করবে, জ্ঞানের চর্চা হবে জ্ঞান বাড়বে। যে সাইট হ্যাক হাবার তা হবেই, ভাল সাইট হ্যাক করা অত সহজ না।
হ্যাকারদের কাজই হচ্ছে সাইটের দুর্বল পয়েন্ট বের করা.. কাজেই সকলের প্রতি অনুরোধ সাইটের নিরাপত্তা ব্যাবস্থা আরো শক্তিশালি করুন.. দেখবেন কেউ কিছু করতে পারবে না।
বাস্তব জীবনেও তাই, অপ্রিয় হলেও সত্য যে…. দুর্বলের কোন স্থান নেই।
আসলে আমি এই যুদ্ধের পক্ষে 😀 যুদ্ধ চলতে থাকুক.. হ্যাকার ভাইদের বলছি যে সকল সাইট হ্যকিংয়ের যোগ্য জাষ্ট হ্যাকিয়ে দাও ডোন্ট লেট। 🙂

খুবই সুন্দর করে গুছিয়ে কথাগুলো উপস্থাপন করেছেন। আসুন উত্তরের দিকে যাইঃ-
১> সময়টা ঠিক নয় আমি মনে করছি কেননা এই মুহূর্তে ভারতের প্রযুক্তিগত দিক আমাদের থেকে উন্নত অনেক।তবে চুপ থাকার চেয়ে না থাকাই শ্রেয়
২> ক্ষতি হওয়া দরকার না হয় বুঝব কেমনে ফেলনিরা মরলে তাদের পরিবারের কেমন খারাপ লাগে।
৩> মোটেও না।
৪> প্রশ্ন নাই।
৫> এতে বুঝে নেওয়া দরকার আমরা যাদের ভোট দেই তাদের কেউ কোন কাজের না,সীমান্তে যাতে গিয়ে কাজ করা না লাগে সেই ব্যবস্থা করুক সরকার তাহলে বিএসএফ বসে বসে পাখি মারতে পারবে।
৬> দায়ভার আমাদের সবার নিতে হবে,কেননা এটা আমরাই উৎসাহ দিচ্ছি আবার আমরা অনেকেই এসব কাজ জানিনা।সুতরাং দায়ভার আমাদের।
৭> সরকার কি বলবে?উনারা দেখতে ব্যস্ত পর্যবেক্ষনে আছেন! সময় হলে যারা করছেন তাদের ধরে ধরে উল্টা করে ঝুলানোর প্রস্তুতি নিচ্ছেন।যোগ দিবেন মানে এরই মাঝে নানা সাইটে দেখা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান এক হইসে! লুল এটা মানতে কষ্ট লাগছে।
৮> যোদ্ধা তো হইতে পারলাম না। তাহলে নিজেরে অনেক বড় ভাবতাম তবে যারা নেমেছেন তাদের স্যালুট।
৯> স্থায়ী সমাধান? এটা কি?
১০>বাংলার ছেলেরা দামাল এটা নিশ্চয়ই জানেন! কারো অপেক্ষায় বসে থাকলে আমরা বাঙালি থাকতাম না ফাকিস্থানি থাকতাম।আর সরকার বলতেই ভুই লাগছে।
১১>স্বরাষ্ট্র মন্ত্রনালয়? কি বলব ভেবে কুল পাই না! আর কতো সমঝোতা করলে সমাধান হবে?
১২>কেউ শখ করে নিজ দেশ ছাইড়া অন্য দেশে কুলির বেগার খাটতে যায়?ভারত থেকে কে আসে জানা নাই আমার।
১৩>সম্প্রতি? ভাই ছুটু ছিলাম তখনো শুনতাম বর্ডারে বাঙালি মরতেছে
মানবাধিকার চলে টাকা দিয়ে সুতরাং বাকিটা বুঝে নিন!
**যারা নেমেছেন এই যুদ্ধে তাদের সাফল্য কামনা করি তবে সেই সাথে একটা কথা বলে রাখি ভারত সরকার তাদের যোদ্ধাদের সরাসরি না হলেও পিছনে সহযোগিতা দিবেই কিন্তু আমাদের সরকার আপনাদের কি দিবে?
যোদ্ধাদের বলছি যা করবেন নিজেরাই করবেন দয়া করে অন্য কোন রাষ্ট্রের সাহায্য নিবেন না তাহলে কিন্তু ‘৭১ এর মতোই খোঁটার নিচে থাকবেন।
জয় হোক সাইবার যোদ্ধার।

    @সুমিত: খুব সুন্দর উত্তর ধন্যবাদ

    Level 0

    @সুমিত: আমাদের সরকার কি দেবে জানেন? এদেরকে গ্রেপ্তার করে ডিমান্ডে নেবে, কেননা এরা দেশের জন্য কাজ করছে!!!!!

Sobbai Ei Juddhe Uttsaho Jogachhe, Kintu eto to chirosthayee samadhan na, Asun sobai mile boncho ei judhho bondho kore,mul somosya r samadhan ki kore kora jay…..tar jonyo socheshto hoi.
Mone rakhben, Juddho ,Hingsha ,Jed kokhono kichhu Srishti korte pare na, Sudhu i Dhwangsho korte pare.

Asun, sobai ek sathe boli…

”Juddho noy,Shanti chai.
Dhwangsho noy, Srishti chai”

Sobbai Ei Juddhe Uttsaho Jogachhe, Kintu eta to chirosthayee samadhan na, Asun sobai mile boroncho ei judhho bondho kore,mul somosya r samadhan ki kore kora jay…..tar jonyo socheshto hoi.
Mone rakhben, Juddho ,Hingsha ,Jed kokhono kichhu Srishti korte pare na, Sudhu i Dhwangsho korte pare.

Asun, sobai ek sathe boli…

”Juddho noy,Shanti chai.
Dhwangsho noy, Srishti chai”

Level 0

আসলে যুদ্ধ যখন শুরু হয় তখন পাইকারি চুক্তিতেই শুরু হয়.. কে ভাল কে মন্দ কোন বাচ বিচারের কোন সুযোগ থাকে না। আপনার অলাভজন সাইটটি যদি সত্যিই হ্যাক হয়ে যায় তহলে মন খারপ কইরেন না .. নিজেকে একজন শহিদ মুক্তিযোদ্ধা হিসেবে ভেবে নিয়েন। 🙂

amar 12/13 site cholse, tension asi. tobuo BBHH,BCA er pashe asi

বাংলাদেশী হ্যাকারদের সেলুট, আমরা হয়তো হ্যাক করতে পারবনা, তবে সাথে থাকতে পারব, আমি মনে করি, একটি খেলোয়ার মাঠে থাকলে তাকে উৎসহ দিলে এবং তার নাম ধরে বার বার উৎসহ দিলে সে ভাল খেলতে পারে, সেই রকম আমি বাংলাদেশ হ্যাকারদের সালাম জানাই, এবং আল্লাহর কাজে মোনাজাত করে চাই, বাংলাদেশ হ্যাকারদের জয়। ধন্যবাদ।

Fuck the ICA & INDIA……….Keep battle until death………..no compromise….no forgive……………
if our govt. arrest our army then i think first of all we should fuck our every govt. website specially
stock exchange………[sorry for using slang words ]

Level 0

ভারত তথ্যপ্রযুক্তিতে যতো উন্নত বাংলাদেশ তার ধারেকাছেও না। বাংলাদেশের দু’একশ ওয়েবসাইট বন্ধ হয়ে গেলে কিছুই হবেনা। কিন্তু ভারতের অনেক ওয়েবসাইটই খুব গুরুত্বপুর্ণ। তাই এই যুদ্ধে বাংলাদেশ হারলেও ক্ষতির পরিমান ভারতের চেয়ে বাংলাদেশের কম হবে। সুতরাং যার কিছুই নাই তার হারানোর ভয় নাই।
এগিয়ে যাও “ব্ল্যাক হ্যাট হ্যাকার”। তোমরা জয়ি হবেই।

যখন ইন্ডিয়ার হ্যাকাররা বাংলাদেশের সব জেলার পোর্টাল হ্যাক করল, সাইট হ্যাক করল- তখন কই ছিলেন? আর কোন কিছুরই, বিশেষ করে এসব রাজনৈতিক বিষয়ের কোন স্থায়ী সমাধান নাই, থাকবেও না।
বাংলাদেশের হ্যাকারদের জয় হোক।

Level 0

ভাই যুদ্ধ করতে গেলে ক্ষয় ক্ষতি একটু হবেই ।কিন্তু আমরা তো ভয় পাওয়া জাতি না সমস্যাটা এই জায়গায় । বুলেটের ভয়ে তো আমাদের বুক কাঁপেনা । জয় আমাদেরই হবে ।
আমরা আঁচল দিয়েও দূর্গঘাঁটি গড়তে জানি….জয়হোক বাংলাদেশি হ্যাকারদের ।

এখন এসব ভাবলে হবে না………… যুদ্ধে যখন শুরু হয়েছে আমরা জিতবই……।।…………..।জিতবই…………ইনশাল্লাহ

Level 0

All Brothers And Sisters , Amra Amader Plan e Change Ansi, HTML App Ta Jai server ei Load Dai Na Keno , Ta Overload Hoia Jaitase, Tai Akhon Amra Standalone App E Jabo. shobai Ai Soft Ta Download Kore Open Korun : http://www.mediafire.com/​download.php?famiivi799a9459 . Open er Por : Url=http://bsf.nic.in/ Diben Than Lock ON Button Press korben , Aiber Status e IP Show Korbe. Mane Terget Locked. Methos=HTTP Select Korben Thn Threads e 1000 Type Korben. erpor EMMA CHARGIN MAH LAZER e Click Korlei Attack Start Hoia Jabe…… Keep It Until The bsf Is DOWN……..

[[Bangladesh Black HAT Hackers]]

ভাই এই যুদ্ধ অবশ্যম্ভাবী ছিল, কারন ভারত আমাদের প্রতি গত কয়েক বছর যাবত যে আচরন করছে, সরকার তাদের প্রতিহত করতে কোন উদ্দেগ তো নিচ্ছেইনা, বরং কিছু অসৎ ভারতের দালাল পারলে দেশটাকে ভারতের কাছে বেচে দেয়। উপরন্তু এই হ্যাকিং এর কাহিনী কিন্তু বদমাইশ ভারতীয়রাই প্রথমে শুরু করেছিল, আমাদের হ্যাকাররা এখন উপযুক্ত জবাব দিচ্ছে। আরেকটা জিনিষ খেয়াল করেছেন, ভারতীয় বদমাইশগুলা সবসময় আমাদের প্রতি অত্যন্ত বাজে ভাষা ইউজ করে।
তবে আমাদের অবশ্যই সাবধানে থাকতে হবে যেন আমাদের নিজেদেরই যেন অপূরণীয় কোন ক্ষতি না হয়ে যায়।

আমি জানি আমার কমেন্ট পড়ে কিছু “হৃদয়ে ভারত” টাইপের নামে বাংলাদেশী কামে ভারতের চামচা মার্কা পাবলিকের গায়ে রীতিমতো আগুন লেগে গেসে!!

আমি জানিনা দিবালকের মতো স্পষ্ট একটি কথা আমাদের অনেকে কেন বুঝতে চায়না যে ভারত কোনদিন আমাদের বন্ধু ছিলনা, বন্ধু নয়, সুদূর ভবিষ্যতেও ভারত আমাদের সাথে বন্ধুত্তের সম্পর্ক গড়ে তুলতে চায় বলে মনে হয়না, ভারত আমাদের কেবল ক্ষতিই করতে চায়।