চরম উত্তেজনা, ব্রেকিং নিউজ,তাজা খবর
অনলাইনে পেইজ গুলোতে সবই এখন সাইবার ওয়ার নিয়ে মাতামাতি,তাই প্রয়োজন জনমতের,কে কিভাবে দেখছেন এই আন অফিসিয়াল সাইবার ওয়ার কে ।
১। বাংলাদেশ ও ভারতের হ্যাকার রা শুরু করেছে সাইবার ওয়ার,এটা কি এই সময়ে বা এই মুহুর্তে ঠিক ?
২। এই ওয়ারে যদি বাংলাদেশের ক্ষতির পরিমান বেশি হয় ,তবে আপনি কি বলবেন ?
৩।বাংলাদেশ কি অতটা মজবুত এই মুহুর্তে এত বড় ঘোষনা দেবার জন্য ?
৫।ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান বলেছেন সিমান্তে গুলি বন্ধ হবে না, আমাদের অফিসার চুপ,আপনি আমাদের দূর্বলতা কোথায় বলে মনে করেন ?
এই হোগামারা ঘোষনা শুনে আমার মাথা ঠিক নেই, আপনি কি বলবেন ?
৬। সাইবার ওয়ারে যদি দামী দামী প্রতিষ্ঠানের সাইটের সাথে কিছু অলাভজনক প্রতিষ্ঠানের সাইট আক্রান্ত হয় তবে তার দায় ভার কে নিবে ?
৭।সরকার অবশ্যই এই খরব পেয়ে গেছেন,তারা এখনো কোন ব্রিফিং দিচ্ছে না,তবে কি এই ওয়ারে যোগ দিবে আশপাশের আরো কয়েকটা দল ?
৮।সাইবার যুদ্ধে আপনি যোদ্ধা তবে আপনি ধরা খেলে অপরাধী হবেন তাকি আপনি জানেন ?
৯। এই ওয়ারে বাংলাদেশ জিতবে এটাই আমরা চাই তবে এটার কি কোন স্থায়ী সমাধান হবে ?
১০।যুদ্ধ কারো কাম্য নয় তবে এই যুদ্ধের প্রধান কারন বাংলাদেশ সরকারের নীরবতা বলে আমি মনে করি । সরকার যদি সঠিক কাজটি করতো বা যা করা দরকার তাই করতো তবে সোনার দেশের ছেলেদের কি সরকার ছাড়াই যুদ্ধে নামতে হতো ?
১১। সরাষ্ট্র মন্ত্রনালয় যদি চায় তবেই এই ওয়ার শেষ হবে,কেননা চাই দু’দেশের একটা সমঝোতা ।
১২।যারা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করতে চায় এবং ভারতের নাগরিক এই দেশে আসতে চায় তাদের জন্য স্থায়ী কি ব্যাবস্থা নেয়া দরকার বলে আপনি মনে করেন ?
১৩।সম্প্রতি ভারত নিষ্ঠুরভাবে কিছু নিরীহ বাংলাদেশীকে হত্যা করেছে, সরকার এখনো তার উত্তর দিতে পারে নি,কেন এই লাশ ?
মানবাধীকার সংগঠন বারবার সমালোচনা করেও এই হত্যা বন্ধ করতে পারে নি,সাইবার ওয়ার কি পারবে ?
** ব্যাক্তিগত ভাবে যা বলতে চাই, মার খেয়ে কাঁদার মত মানুষ আমরা নই, মার যদি খেতে হয় তবে আগে তাদের খাওয়া দরকার যারা নিজেদের দেশের মানুষকে মার খেতে দেখে এখনো কিছু করতে পারছে না, সাইবার ওয়ারে জড়িত ভাইয়েরা , আপনারা যারা করতেছেন আমরা কেউ তা নিয়ে নেগেটিভ চিন্তা করছি না তবে নিজেদের দিকে একটু খেয়াল রাখুন।
*** আমি অলাভজনক সাইট চালাই,আমার সাইট যদি আক্রান্ত হয় তবে আমি কোনদিন কাউকে ক্ষমা করবো না, আমার সাইটের কোডিং ভুল থাকলেও আমার মত মানুষদের ছাড় দেওয়া উচিত ,কেননা নিজের টাকা দিয়ে সেবামূলক কাজ করি,বারবার টাকা খরচ করার সামর্থ আমার নেই ।
“ বাংলাদেশ সাইবার যোদ্ধাদের জয় হোক,সরকারের হুশ হোক আর সীমান্ত ঠান্ডা হোক এই কামনা করি ”
[আমি শুধু প্রশ্ন করেছি,কিন্তু কোন তর্কে যাচ্ছি না,যার যা ভাবনা এই যুদ্ধ নিয়ে বলতে পারেন,দয়াকরে কেউ আমাকে নিয়ে মন্তব্য করবেন না,কারন আমি আপনাদেরই লোক আর চাই আপনাদের মতই নিজেদের সোনার ছেলেদের জয় হোক]
সরকার আর বিরোধী দলের ভুমিকা যদি সমান হতো তবে আমাদের আর কচি বয়সে যুদ্ধে নামতে হতো না।
আমি সিএক্স রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
WordPress Developer, Visual Composer and Recurring Payments Expert.
টিউনের কথাগুলো ভালো লাগলো