এলিয়েন যে কারণে পৃথিবীতে আসেনি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বিসমিল্লাহির রাহমানির রাহিম

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছে। টেকটিউনসে এটি আমার দ্বিতীয় পোষ্ট। অবান্তর ভূলের জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের সাথে একটি খবর শেয়ার করতে যাচ্ছি। মুলত আমি খবরটি পত্রিকাতে দেখেছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখন মুল কথায় আসা যাক।

এলিয়েন কি আসলেই আছে? মানুষের মতো বোধসম্পন্ন প্রাণী অন্য গ্রহে আছে কি নেই এ নিয়ে বিজ্ঞানের গবেষণার অন্ত নেই। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে- বোধসম্পন্ন প্রাণী শুধুই মানুষ, এলিয়েন বা অন্য কিছু নেই বা তারা আছে তবে মানুষকে অবজ্ঞা করে দুরে সরে থাকছে। মানুষকে একা থাকার সুযোগ দিচ্ছে। ডিসকভারি নিউজকে এসব কথা বলেছেন, ফ্লোরিডা গালফ বোস্ট বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ থমাস হেয়ার। এলিয়েনের পৃথিবীতে না আসার কারণ- সম্পদ জমা করা ও প্রযুক্তি না জানা। এ কারণে তারা নিজেদের দেশ ত্যাগ করার ও অন্যগ্রহে ভ্রমণ করার নিয়ম জানে না। তবে তাদের গতি অনুযায়ী ৫০০ বছরের মধ্যে এলিয়েন তাদের পার্শ্ববর্তী কোন গ্রহে এসে বসতি গড়বে বলে মনে করেন থমাস হেয়ার। তিনি মনে করেন, হতে পারে এলিয়েন মানুষকে অতিক্রম করে চলে গেছে, অথবা তারা তাদের গ্রহকে নিজেদের প্রকৃত আবাসস্থল মনে করে। যার বাইরে তাদের কোন প্রয়োজন নেই। পৃথিবী তাদের দরকারি নক্ষত্রপুঞ্জের ভেতরে না হওয়ার একটি কারণ হতে পারে, তাদের যা দরকার তা আমাদের কাছে নেই। সম্ভবত প্রাচীন সভ্যতা বায়োলজিক্যাল নয়। পৃথিবীর মতো স্থান হয়তো তাদের প্রয়োজন নেই। এখানে আসা ও আমাদের পানির প্রয়োজন তাদের নেই। তাদের গ্রহ সম্ভবত সৌরজগতের বাইরে। যেখানে অভিকর্ষ ও আকর্ষণ শক্তি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তারা যা চায় তাই পায়। এ জন্যই এলিয়েনের পদচারণা হচ্ছে না পৃথিবীতে।

আমি একটি ছোট্ট ওয়েবসাইট বানাচ্ছি। কাজ চলতেছে। সেখানেও এই পোষ্টটি আমি করেছিলাম। আপনারা দয়া করে আমার ওয়েবসাইটে একটু ভিজিট করবেন এবং আমাকে পরামর্শ দিবেন।

আমার ওয়েবসাইট http://www.techtutorial.tk
ফেসবুকে আমি http://www.facebook.com/salimrana24

ইমেইল [email protected]

আজ এ পর্যন্তই আগামীতে যেন আপনাদেরকে আরও সুন্দর টিউন উপহার দিতে পারি তার জন্য আমাকে আপনারা দোয়া করবেন। সে পর্যন্ত সবাই সুস্থ্য থাকুন ভাল থাকুন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি রানা সেলিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.youtube.com/mvideosr24


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খবরটা দারুন আগে জানতাম না

Level 0

Stephen Hawking er lekha The Grand Design porlam. TT thekei banglay payechilam. Jaihok okhane bola hoyeche kano prithibi unique. amon kichu chul-chera niomer modhe prithibi ache bolei jonmo somvob hoyeche.
er kokhopoth, size, ghorar speed, surjoke prodokhin korar speed, surjer vor o alo nirgomoner khomota …… sob kichur mail-bondhon.
temni abar akjaygay dekhlam 10 to the power 500 naki mohabisso ache jekhane million million galaxy ache, chayapoth ache, tar vitor abar koto nokhottro ache ke jane.
amar boktobbo nodir kinaray joto nuri pore thake, tar aktar sathe ki prithibir ar onno nurir akdom mile jaoar kotha ki ossikar kora jay? amar to mone hoy na, to nuri jodi milte pare to ditiyo prithibio milte pare. ebong melar chance -e besi. 🙂

Level 0

ভাই আপনি যা জানেন সব ভুয়া । আসল কারণটা হল যে , এই এলেয়েন হল খ্রিস্টান এর বানানো কাহিনী । তারা শয়তান এর পূজা করে । এই শয়তান দের কে পৃথিবীতে প্রতিষ্ঠা করে দেয়ার জন্যে তারা আমন প্রচার চালাইতাসে । বুঝতে পারসেন ।গভীর ভাবে ভাবলে বুঝতে পারবেন । তারা এখনও এর কোন প্রমাণ দিতে পারে নাই ? আর ইসলাম কে ধ্বংস করার যত রকমের কাজ আছে তা তারা করছে । উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে – ইরাক , আফগানিস্থান সিরিয়া এখন আবার ইরান কেউ ধরার চেষ্টা করছে । আর এই সব শয়তান দের কে দিয়ে মুসলিম দের কে বিপদগামী করবে। ধন্যবাদ । আল্লাহ সকলের মঙ্গল করুক

FG Yeard ভাই। আসলে খবরটা সমন্ধে আমি অতটা নিশ্চিত না। তবে পত্রিকায় দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম সত্য মিথ্যা যাচাই করার জন্য। যাহোক আপনার ধারাণা সঠিক হওয়ার সম্ভবনা প্রচুর। আমিও আপনার সাথে একমতই।
আপনারা দয়া করে আমার ওয়েবসাইটটা একবার করে ভিজিট করবেন প্লিজ। http://www.techtutorial.tk
ফেসবুকে আমি http://www.facebook.com/salimrana24
আপনারা আমার পাশে থাকলে আমি অত্যান্ত বাধিত হব

পাগোল

ম্যাকসন ভাই হাসলাম আপনার কমেন্ট দেখে , হ্যাঁ ভাই পাগল নয় পা গোল , আসলে একসময় এলিয়েন এর গল্প খুব ভাল লাগত বিভিন্ন পত্রিকায় এলিয়েন লিখা দেখলেই হুমড়ি খেয়ে পরতাম আর রহস্য পত্রিকা প্রতি মাস এ পরার জন্য পাগল হয়ে থাকতাম , কিন্তু যুক্তি খুঁজার পর অকাট্য যুক্তি পাইনি, প্রমান শুধু ইতিহাস দেখানোতেই থাকে কিন্তু বিগত ২৪ বৎসর যাবত একটা প্রমান পেলাম না , কোন বাস্তব প্রমান কেউ দেখাতে পারে নি , কোন পত্রিকাতেও পাই নি, এখন ভাবছি এর ধারনা কেন আমাদের দেয়া হল ? আসুন আমাদের এই প্রিয় টেকটিউনস এ আমরা বিজ্ঞ জনদের কাছে এর বাস্তব প্রমান এর তথ্য চাই , আমি জানি এখানে অনেক বড় জ্ঞানী গুনি ভিসিটর আসেন তারাই আমাদের সঠিক প্রমান দেখাবেন , আর আমরা বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারব , সেই আশায় রইলাম …………………

Level 0

FG Yeard ভাই, আপনার ধারাণা সঠিক হওয়ার সম্ভবনা প্রচুর না ছাই ? আমি আপ্নার সাথে একমত হতে পারলাম না। পবিত্র কোরআন মাজিদ এবং হাদিস শরিফে ও প্রিথিবির মত নানা ভূমণ্ডল থাকার বেপারে এবং শেগুলুতে প্রাণী নয় বরুং বুদ্দিমান প্রাণী থাকার বেপারে ইঙ্গিত রয়েছে।
“ইরাক , আফগানিস্থান সিরিয়া এখন আবার ইরান কেউ ধরার চেষ্টা করছে” এর প্রেক্ষিতে —
আমি মনে করি মুসলমানদের শত্রু মুসলমানরাই (?) এবং ঐ সব মুসলমানরাই (?) ইসলামকে পূর্বেও ধ্বংস করেছে এবং এখনও করতেসে। এই প্রথা টা সেই কারবালা থেকে হজরত এমাম হাসান (রা) কে কতল করানুর মাধ্যমে উমাইয়ার পুত্র পাপাচারী এজিদ শুরু করে। এবং আজও এজিদের অনুসারিরা ইরাক, আফগানিস্থান, লিবিয়া, সিরিয়া সহ নানা দেশে তাদের পশ্চিমা বাপদের দাওয়াত করে নিয়ে আসছে শুধুমাত্র ক্ষমতার লোভে। এইসব ক্ষমতা লোভী এজিদের দুসর ভণ্ড মোনাফেকদের থেকে সাবধান থেকে তাদের কে প্রতিহত করতে হবে তবেই ইসলাম এবং মুসলমানরা ভাল থাকবে।
বিদ্রঃ আমি ভাল বাংলা লিখতে এবং টিউন করতে পারি না, পারলে আজকের টপিকের বিষয়ে কিছু লিখতাম।

Level New

????

Level 0

kiser moddhe ki ??………..alochona onnodike mor na niley valo ……..ki bolen…….??

এলিঅ্যানরা আমাদের পছন্দ করে নাই,ভালই।

Level 0

ami jani je alien bolte kisu ney.

Level 0

Tobuo beparti tule dhorar jonno THANKS

যে যাই বলুক না কেন উনারা আসবেন না !!!

আমারও এইরকমটা মনে হয় 🙂
ধন্যবাদ

english e bole alien r banglay bole ইয়াজুজ মাজুজ

ami ek huzurer kach theke shunechi ইয়াজুজ মাজুজ hosse chotush podi prani. ora naki keamoter age prithibite manusher cheye o besy gono akare ashbe. [ onek kahini silo bule gesi ]. . .tarpor Ibrahim (A:) unar soho pathider ke niye ইয়াজুজ মাজুজ der ke ek bishal paharer guhay, allahr kase pratthona kore dukiye raklen. erpor shisha goliye oi guhar muk bondo kore dilen. tarpor ইয়াজুজ মাজুজ ra protidin tader daralo dat na jani ki diye shishar doroja katte thaken. surjo uthar shate shate tara katte suru kore…. r jokhn katte katte olpo ektu baki thake tokhn magriber azan dey r sathe shate tara bole aj aar katbo na….. amra abar agami kal baki tuku katbo…. den beriye jabo. kintu Allahr lil khelay porer din ora sokale uthe dekhe jotuku katse thik toto tuku abar afer moto puro {pil up] hoye gese. ey bhabe tara protidin ey eki kaj kore. ja tara Qayamoter age jokhn ber hoye jabe toto din porjonto kore jabe.

r nicher tuku http://www.somewhereinblog.net/blog/riadrocks/29081210 theke neoa.

পূর্ব প্রকাশের পর….
অতঃপর আল্লাহ তা’য়ালা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে প্রেরন করবেন।
তারা সারা পৃথিবীর প্রত্যেক উচ্চ স্থান হতে নিম্মস্থানের দিকে অত্যন্ত দ্রুত বিচরণ করবে। তাদের প্রথম দল সিরিয়ার তাবারিয়া নদী অতিক্রম করবে। এবং তার সম্পূর্ণ পানি পান করে শেষ করে ফেলবে। পরক্ষনেই
তাদের সর্বশেষ দল সে স্থান অতিক্রম করার সময় বলবে,হয়তো কোন এক সময় এ স্থানে পানি ছিল। অতঃপর তারা সামনে অগ্রবর্তী হয়ে , “খামার ” নামক পাহাড় পর্যন্ত পৌছাবে। এ পাহাড় বায়তুল মুকাদ্দাসের নিকট অবস্থিত।উক্ত পাহাড়ে উপস্থিত হয়ে তারা বলবে,এই
পৃথিবীতে যারা অবস্থান করত তাদের সমূলে হত্যা করেছি,সুতরাং আস!
আমরা এবার আসমানের অধিবাসীদের হত্যাকার্য সম্পন্ন করি।অতঃপর তারা আকাশকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করলে আল্লাহ তাদের তীরগুলিকে রক্তমাখা অবস্থায় তাদের নিকট ফিরত পাঠাবেন। এসময়
ঈসা(আঃ) ও তাঁর সাথীদেরকে চরম দুর্ভিক্ষজনিত অবস্থায় “তুর” পাহাড়ে
অবরোধ করা হবে। তাঁরা ভীষন খাদ্য সংকটে পড়ার ফলে তাদের একটি গরুর মাথা এ যুগের একশ দীনার স্বর্ণমূদ্রা অপেক্ষা বেশী মূল্যবান মনে হবে। এ সময় ঈসা(আঃ) ও তাঁর সাথীগণ আল্লাহর কাছে ইয়াজুজ মাজুজ এর ধ্বংসের প্রার্থনা করবেন। ফলে আল্লাহ তা’য়ালা তাদের গর্দানের উপর
বিষাক্ত কীটের মর্মান্তিক শাস্তি অবতরন করবেন। যাতে করে তারা মুহুর্তের মধ্যে সমূলে ধ্বংস হয়ে যায়।

অতঃপর ঈসা (আঃ) তাঁর সঙ্গী সাথীসহ পাহাড় হতে নীচে নেমে আসবেন।কিন্তু পৃথিবীর কোন স্থান ইয়াজুজ মাজুজের মরা দেহের চর্বি ও দুর্গন্ধ হতে মুক্ত এমন কোন স্থান একবিঘাত সমপরিমানও পাওয়া যাবে না।তখন তিনি তাঁর সাথীসহ এই দূরাবস্থা হতে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ফলে আল্লাহ তা’য়ালা বখতী উটের গর্দানের ন্যায় বৃহদাকার গর্দানবিশিষ্ট পাখির ঝাক প্রেরন করবেন। সেই পাখির দল তাদের মরদেহগুলি নিয়ে আল্লাহর ইচ্ছানুযায়ী কোন স্থানে নিক্ষেপ করবে।
অপর এক বর্ণনায় আছে, “নহবল” নামক স্থানে নিক্ষেপ করা হবে। মুসলমানগণ তাদের ছেড়ে যাওয়া যুদ্ধাস্ত তীর , ধনুক, তীর ও তরবারির কোষ সমূহ সাতবছর যাবত জ্বালানী কার্যে ব্যবহার করবে।

অতঃপর আল্লাহ তা’য়ালা পৃথিবীতে প্রচন্ড বৃষ্টি বর্ষন করবেন।ফলে জনবসতির সকল স্থান ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে।যদিও তা মাটির নির্মিত হোক বা পশমের হোক।অবশেষে যমীন আয়নার মত স্বচ্ছ ও পরিষ্কার হয়ে যাবে। অতঃপর ভূ-পৃষ্ঠকে নির্দেশ দেয়া হবে এ মর্মে যে,
তোমার ফল-ফলাদি বের করে দাও এবং তোমার অভ্যন্তরে রক্ষিত কল্যান ও বরকত সমূহ ফিরিয়ে দাও। ফলে (এমন কল্যান সমৃদ্ধ হবে) সে সময়
একদল লোক একটি ডালিম পরিতৃপ্ত সহকারে খাবে এবং তার খোসা দ্বারা লোকেরা ছায়া গ্রহণ করবে। দুগ্ধের মধ্যে এমন কল্যান দান করা হবে যে, একটি উষ্ট্রির দুগ্ধ একটি সম্প্রদায়ের জন্য , একটি গাভীর দুধ এক গোত্রের লোকের জন্য এবং একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে।

এমনি এক সময় হঠাৎ একদিন আল্লাহ তা’য়ালা স্নিগ্ধ বাতাস প্রবাহিত করবেন। ফলে সেই বাতাস তাদের হৃদয় স্পর্শ করবে এবং উক্ত বায়ু প্রতিটি মু’মিন-মুসলিমের প্রাণ নাশ করবে। অতঃপর পৃথিবীতে অবশিস্ট
থাকবে পাপিষ্ঠ ও মন্দ লোকেরা। তারা পরস্পরে গাধার ন্যায় দ্বন্দ-কলহে
লিপ্ত হবে। তখন তাদের উপরই কিয়ামত অনুষ্ঠিত হবে।”

সহীহ মুসলিম ৪র্থ খন্ড হা/২৯৩৭, ২২৫০-৫৫পৃঃ , ফিতনা ও ক্বিয়ামত
সংঘটিত হওয়ার অধ্যায় ও তিরমিযী ৬ষ্ঠ খন্ড হা/২৩৩৫, পৃঃ৪০৬ ।