বিসমিল্লাহির রাহমানির রাহিম
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছে। টেকটিউনসে এটি আমার দ্বিতীয় পোষ্ট। অবান্তর ভূলের জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের সাথে একটি খবর শেয়ার করতে যাচ্ছি। মুলত আমি খবরটি পত্রিকাতে দেখেছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখন মুল কথায় আসা যাক।
এলিয়েন কি আসলেই আছে? মানুষের মতো বোধসম্পন্ন প্রাণী অন্য গ্রহে আছে কি নেই এ নিয়ে বিজ্ঞানের গবেষণার অন্ত নেই। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে- বোধসম্পন্ন প্রাণী শুধুই মানুষ, এলিয়েন বা অন্য কিছু নেই বা তারা আছে তবে মানুষকে অবজ্ঞা করে দুরে সরে থাকছে। মানুষকে একা থাকার সুযোগ দিচ্ছে। ডিসকভারি নিউজকে এসব কথা বলেছেন, ফ্লোরিডা গালফ বোস্ট বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ থমাস হেয়ার। এলিয়েনের পৃথিবীতে না আসার কারণ- সম্পদ জমা করা ও প্রযুক্তি না জানা। এ কারণে তারা নিজেদের দেশ ত্যাগ করার ও অন্যগ্রহে ভ্রমণ করার নিয়ম জানে না। তবে তাদের গতি অনুযায়ী ৫০০ বছরের মধ্যে এলিয়েন তাদের পার্শ্ববর্তী কোন গ্রহে এসে বসতি গড়বে বলে মনে করেন থমাস হেয়ার। তিনি মনে করেন, হতে পারে এলিয়েন মানুষকে অতিক্রম করে চলে গেছে, অথবা তারা তাদের গ্রহকে নিজেদের প্রকৃত আবাসস্থল মনে করে। যার বাইরে তাদের কোন প্রয়োজন নেই। পৃথিবী তাদের দরকারি নক্ষত্রপুঞ্জের ভেতরে না হওয়ার একটি কারণ হতে পারে, তাদের যা দরকার তা আমাদের কাছে নেই। সম্ভবত প্রাচীন সভ্যতা বায়োলজিক্যাল নয়। পৃথিবীর মতো স্থান হয়তো তাদের প্রয়োজন নেই। এখানে আসা ও আমাদের পানির প্রয়োজন তাদের নেই। তাদের গ্রহ সম্ভবত সৌরজগতের বাইরে। যেখানে অভিকর্ষ ও আকর্ষণ শক্তি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তারা যা চায় তাই পায়। এ জন্যই এলিয়েনের পদচারণা হচ্ছে না পৃথিবীতে।
আমি একটি ছোট্ট ওয়েবসাইট বানাচ্ছি। কাজ চলতেছে। সেখানেও এই পোষ্টটি আমি করেছিলাম। আপনারা দয়া করে আমার ওয়েবসাইটে একটু ভিজিট করবেন এবং আমাকে পরামর্শ দিবেন।
আমার ওয়েবসাইট http://www.techtutorial.tk
ফেসবুকে আমি http://www.facebook.com/salimrana24
ইমেইল [email protected]
আজ এ পর্যন্তই আগামীতে যেন আপনাদেরকে আরও সুন্দর টিউন উপহার দিতে পারি তার জন্য আমাকে আপনারা দোয়া করবেন। সে পর্যন্ত সবাই সুস্থ্য থাকুন ভাল থাকুন। আল্লাহ হাফেজ।
আমি রানা সেলিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.youtube.com/mvideosr24
খবরটা দারুন আগে জানতাম না