গত বছরের প্রথম দিকে ২০১০ সালে ভর্তি হওয়া দেশের সকল কম্পিউটার বিজ্ঞান শিক্ষার্থীদের একত্রিত করার লক্ষ্য নিয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক-এর মাধ্যমে যাত্রা শুরু করে ▂ ▃ ▅BD CSE'10▅ ▃ ▂ গ্রুপটি। স্বপ্নদ্রষ্টাদের তৎপরতায় অল্প কিছুদিনের মধ্যেই জনপ্রিয়তা লাভ করে এই গ্রুপটি, যার ফলে এর ক্রমবর্ধমান সদস্যসংখ্যা বর্তমানে ৮৯৩-তে গিয়ে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠার শুরুতে নেওয়া ২০১০ ব্যাচের সকল বিশ্ববিদ্যালয়ের CSE শিক্ষার্থীদের এর আওতায় আনার সিদ্ধান্ত বাস্তবায়নের পথে অনেকটাই এগিয়ে গেছে এই গ্রুপটি। যার ফলশ্রুতিতে ▂ ▃ ▅BD CSE'10▅ ▃ ▂এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, আইইউটি, শাহজালাল বিশ্ববিদ্যালয়, কুয়েট, চুয়েট, রুয়েট সহ দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের ২০১০ ব্যাচের শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত থাকে সবসময়।
সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করায় দ্রুত প্রশংসা কুড়োনো এ গ্রুপটি তাই এবার স্বপ্ন দেখছে ফেসবুক-এর বাইরে এসে কাজ করার। এর শুরু হতে যাচ্ছে ২০১০ ব্যাচের CSE শিক্ষার্থীদের এক অনন্যসাধারণ ডিজিটাল মিলনমেলার মাধ্যামে, যার নাম BD CSE'10 Online Carnival 2012 । আগামী ৯-১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এ কার্নিভাল। আর সম্পূর্ণ ভিন্নধর্মী এ আয়োজনে থাকছে প্রোগ্রামিং, ফানি কুইজ, IT কুইজ ও সুডোকু প্রতিযোগিতা যার সবগুলোই অনুষ্ঠিত হবে অনলাইনে। এ ধরনের আয়োজন যেমন শিক্ষণীয় তেমনি সংশ্লিষ্টদের মধ্যে এটি গড়ে তুলবে এক দারুণ মেলবন্ধন। আর তাই এ আয়োজন সফল করতে ও সকল সংশ্লিষ্ট শিক্ষার্থীদের এতে অংশগ্রহণ নিশ্চিত করতে সাহায্য করা আমাদের কাম্য হওয়া উচিত। আসুন আমরা এ মহতী উদ্যোগের কথা সবার মাঝে ছড়িয়ে দিয়ে একে সফল করতে সাহায্য করি।
রেজিস্ট্রেশন ও এর সময়সূচীঃ
ফানি কুইজ, IT কুইজ ও সুডোকু কন্টেস্টঃ ১-৭ ফেব্রুয়ারি ২০১২
প্রোগ্রামিং কন্টেস্টঃ ৩-৭ ফেব্রুয়ারি ২০১২ রেজিস্ট্রেশনের জন্যে ভিজিট করুন BD CSE'10 Online Carnival 2012 এই ঠিকানায়।
ফেসবুক ইভেন্ট লিঙ্কঃ ফেসবুক
এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে সর্বাত্মক সহযোগিতা করছে টেকটুইটস এবং eDoctor Radio ।
আমি মুন্তাসির আর রাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল উদ্দেগ, চালিয়ে যান আমরা আছি আপনাদের সাথে।