মজিলা ফায়ার ফক্সের সর্বশেষ ভার্সন যার কোড নেম-Namoroka Alpha 1(Gecko 1.9.2 platform এর প্রিরিলিজ ভারশন) ব্যবহারের জন্য অবমুক্ত করে দেওয়া হচ্ছে আগামী ২১শে অক্টোবর, মাইক্রোসফটের উইন্ডোজ ৭ এর অফিশিয়াল রিলিজের একদিন আগে। নামগুলো যেন কেমন তাই না? আপনাদের অবগতির জন্য জানাতে চাই Namoroka হচ্ছে মাদাগাস্কারের ন্যাশনাল পার্ক (Tsingy de Namoroka National Park)। আর Gecko হচ্ছে খাঁটি বাংলায় যাকে বলে ‘তক্ষক’। কেন মজিলা ফায়ার ফক্সের নির্মাতারা এই তক্ষক এবং মাদাগাস্কারের ন্যাশনাল পার্ক এর পেছনে লাগল সেই প্রসঙ্গে যাব না। বরং আসুন দেখা যাক তারা আমাদের কী দিতে যাচ্ছে।
আপনি যদি মজিলা ফায়ার ফক্স এর ব্যবহারের লোভ আর এক সপ্তাহের জন্য আটকে রাখতে না পারেন তাহলে টেস্টিং এর জন্য মজিলা ফায়ার ফক্স ৩.৬ এর প্রি-বেটা (পোর্টেবল চাইলে এখানে) ব্যবহার করতে পারেন, যার সাথে উইন্ডোজ ৭ এর বেশ কিছু ফিচার যুক্ত হয়েছে ।
মজিলা ফায়ারফক্সের এই লেটেস্ট ভার্সন আরো আগে মুক্তির কথা থাকলেও, এটির মুক্তির বিলম্বের কারণ হিসেবে এর অফিসিয়াল সাইট থেকে জানানো হয়েছে “মজিলা ফায়ারফক্স ৩.৬ কে উইন্ডোজ ৭ এর জন্য উপযোগী করে তুলছে।“
আসুন দেখে নেই এর উল্লেখযোগ্য ফিচার সমূহঃ
আগ্রহীগণদের এই আর্টিকেলটি দেখতে অনুরোধ করা হচ্ছে।
এছেড়াও এই ভিডিওটি দেখতে পারেন।
উল্লেখ্য, এটা শুধুমাত্র ডেভলপার এবং ব্যবহারের স্বাদ গ্রহন করার জন্য।
(একটি ইংরেজি পোস্টের ছায়া অবলম্বনে)
আমি samehood। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আজও রাখি মানুষের ভালোবাসায় বিtশ্বাস চেপে যাই বুক চীরে আশা কোন দীর্ঘশ্বাস বাস্তবতা করে নিয়ে আমায় পরিহাস, সহস্র ব্যস্ততার মাঝেই খুঁজি একবিন্দু অবকাশ......
আমি মজিলার খুবই ভক্ত। ফায়ারফক্সের নতুন ভার্সনের অপেক্ষায় রইলাম।