ফেব্রুয়ারিতে ঢাকায় বেসিস সফট এক্সপো

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ফেব্রুয়ারিতে ঢাকায় শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় সফটওয়্যার ও আইটিইএস প্রদর্শনী 'বেসিস সফটএঙ্পো-২০১২'। ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গতকাল বেসিস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসিস সফটএঙ্পো-২০১২-এর সাংগঠনিক কমিটির আহ্বায়ক ও বেসিসের যুগ্ম মহাসচিব তামজিদ সিদ্দিক স্পন্দন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি ফাহিম মাশরুর, পরিচালক এ কে সাবি্বর মাহবুব এবং মেলার প্লাটিনাম স্পন্সর জিপি আইটির মার্কেটিং ও কমিউনিকেশন কনসালট্যান্ট মিস বিরগিট হোলসকগ।
বক্তারা জানান, এবারের সফটএঙ্পো অন্যান্য বছরের তুলনায় বড় পরিসরে আয়োজন করা হবে এবং এতে দেড় শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। একই সঙ্গে নেদারল্যান্ডস, ডেনমার্ক ও যুক্তরাজ্যের ৩০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও প্রদর্শনীতে অংশ নেবেন। সফটওয়্যার প্রদর্শনীর পাশাপাশি সফটএঙ্পোতে 'কোড ওয়ারিয়রস চ্যালেঞ্জ', 'আবিষ্কারের খোঁজে', 'বেসিস ফ্রি ল্যান্সার অব দ্য ইয়ার', 'আইটি জব ফেয়ার এবং অ্যাওয়ার্ড নাইট' ইভেন্টও অনুষ্ঠিত হবে। প্রদর্শনী এলাকাকে বিজনেস সফটওয়্যার, আইটিইএস অ্যান্ড বিপিও, আইটি এডুকেশন, কমিউনিকেশন অ্যান্ড ক্লাউড, মোবাইল কনটেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন এবং আউটসোর্সিং_এই ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। থাকছে নেটওয়ার্কিং সেশন, সেমিনার, মুক্ত আলোচনা ইত্যাদি।(by-kalerkantho)

Level 0

আমি Enamul Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘুমাতে যাওয়ার আগে দেখে নিন যেন অপ্রয়োজনীয় কোন লাইট, ফ্যান, টেলিভিশন, গ্যাসের চুলা, পানির কল অথবা কোন ইলিকট্রিক যন্ত্রপাতি যেন জ্বালানো না থাকে। আসুন সবাই মিলে দেশের সম্পদ অপচয় রোধে এগিয়ে আসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks bro for this tune

thanks comments @resellervoip.org

thanks for comments @resellervoip.org