বিশ্বের জনসংখ্যা এখন ৭০০ কোটি ছাড়িয়ে। তবে প্রতিমুহূর্তেই র্যাপিড রেশিও চক্রাকারে এ জনসংখ্যা বাড়ছে দ্রুতই। আর এ নিয়ে দারুণ এক অনলাইন Software তৈরি করেছে BBC । এ Software আপনার জন্ম তারিখের ভিত্তিতে বলে দেবে ৭০০ কোটির জনসংখ্যার বিশ্বে আপনার জন্ম আবস্থান কততম। তবে জন্ম বছর ১৯১০ সালের আগে হলে এ নিরীক্ষা আপনাকে গুণতে সামর্থ্য হবেনা। BBC (http://www.bbc.co.uk/news/world-15391515) এ লিঙ্ক আপনার জন্মতারিখ নিবন্ধন করে Next বাটনে Click করলে মুহূর্তই মিলবে আপনার জন্মসংখ্যা কততম। এছাড়াও দেশভিতিতে আবস্থান জানতে পারেন Next Click করে Country Options এ দেশের নাম লিপিবদ্ধ করে Enter বাটন চাপলেই পেয়ে যাবেন দেশের জনসংখ্যায় আপনি কততম।
আমি Enamul Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘুমাতে যাওয়ার আগে দেখে নিন যেন অপ্রয়োজনীয় কোন লাইট, ফ্যান, টেলিভিশন, গ্যাসের চুলা, পানির কল অথবা কোন ইলিকট্রিক যন্ত্রপাতি যেন জ্বালানো না থাকে। আসুন সবাই মিলে দেশের সম্পদ অপচয় রোধে এগিয়ে আসি।
Error 500 – Internal Error