শুনে আশ্চর্য হবেন, কিন্তু আসলেই তাই। বাংলাদেশেই এখন তৈরি হচ্ছে অত্যাধুনিক মডেলের পাজেরো জিপ গাড়ি, তাও ব্যক্তি মালিকানায় (যদিও নকল)। গতকালের একটি পত্রিকা থেকে এ সংবাদটি জানতে পারলাম। ঢাকার মিরপুরের একটি অটোমবিল কারখানায় এই গাড়ি তৈরি হতো। এই কারখানার মালিক গত ১০ বছর যাবত এই নকল গাড়ি তৈরি করে বিক্রি করছিলেন। মাত্র ২৮ লাখ টাকায় সম্পূর্ণ অটোমেটিক এই পাজেরো জিপ তিনি তৈরি করতেন চট্টগ্রাম থেকে যন্ত্রাংশ কিনে এনে। এই পাজেরো দেখে কেউ বুঝতে পারতনা যে এটি একটি নকল গাড়ি। দেখে মনে হত যেন এই মাত্র জাপান থেকে এটি আমদানি করা হয়েছে। যদিও বেরসিক পুলিশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় তার এই সল্পমূল্যে পাজেরো গাড়ি তৈরি মেনে নিতে না পেরে গতকাল তাকে গ্রেফতার করেছে। বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি ঘুরে আসতে পারেন।
আমার মনে হয় বাংলাদেশে এরকম অনেকেই আছেন যারা সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দেশেই সুধুমাত্র গাড়ি কেন, উড়োজাহাজও তৈরি করতে পারবেন।
আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
jotil…