মডারেশনের কাছে অনুরুধ করছি দয়া করে পোষ্টটি পেন্ডিং করে দিবেন না।
টেকটিউন্সে আমি লিখছি অনেকদিন হল, যদিও অনেক কম লিখি। কিন্তু কখনো এমন হবে ভাবিনি। আজ যা দেখলাম তাতে চোখ কপালে উঠে গেল, কিভাবে নির্লজ্জের মত আমার নিম্নোক্ত টিউনটি
ছাড়তে চান দীর্ঘসূত্রিতা আর আলস্য? মনযোগ দিয়ে লিখাটি দেখুন,আপনিও পারবেন(মেগা টিউন)
কপি করা হয়েছে
http://www.amarblog.com/apurbo12/posts/132401 এ ।
টেকটিউন্সে আমার মূল লেখাটি দীর্ঘসূত্রিতা নিয়ে, এটি আমি পোষ্ট করেছি জুনে।
আর ঐ নির্লজ্জ নকলবাজ তা হুবুহু কপি পেষ্ট করেছে।
একটা হলেও বুঝতাম কিন্তু আরো দেখুন-
http://www.amarblog.com/apurbo12/posts/132401
http://www.somewhereinblog.net/blog/anamul20/29399309
http://www.amarputhia.com/blog/index.php?s=12&user_id=1&post_id=654
http://www.somewhereinblog.net/blog/amanullah/29407925
আপনারাই বলুন, এদের কে কি বলে ধিক্কার দেয়া যায়?
তাই সবার কাছে অনুরোধ,যাদের একাউন্ট আছে তারা, এর সমুচিত মন্তুব্য করবেন.
আর যাদের একাউন্ট নেই, তারাও পারলে একটু কষ্ট করে এই উপকারটা করবেন।
আমি নীলাকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, আপনি একটা বোকা। এরা যা করছে করতে দেন। বাপ-মা চুরি করতে শিখিয়েছে, আপনি হইচই করে লাভ আছে? কয়েকদিন আগে আমি একটি পোষ্ট লিখছিলাম (লিংকঃ http://www.muktokontho.com/796) সেটি এখন পর্যন্ত ২৮টি ব্লগে নকল করে প্রকাশ করেছে, এর মধ্যে আমাকে জানিয়েছেন মাত্র ২ জন। অযথা এসব নিয়ে মাথা না ঘামিয়ে নিজের কাজ করে যান। শুভকামনা।