আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করে থাকি, কত কাজ করেই থাকি। এবং প্রয়োজনীয় ফাইল গুলোকে পেনড্রাইভ, মেমরি কার্ড, সিডি, ডিভিডি ও ফ্লপির মধ্যে সংরক্ষণ করে থাকি, যাতে আমাদের প্রয়োজনীয় ফাইল গুলো সযত্নে থাকে আর হারিয়ে না যায়। কিন্তু মাঝে মাঝে তারপরেও অনেক অঘটন ঘটেই যায়। তাই প্রয়োজনীয় ফাইল গুলোকে হারিয়েই ফেলি।
তবে আজ থেকে আপনাদের ফাইল এত সহজেই হারাবেনা। কারণ আমি আপনাদের দেখিয়ে/শিখিয়ে দেবো কিভাবে আপনার ফাইলগুলোকে আপনার ওয়েব সার্ভার (ওয়েব হস্টিং) এ সংরক্ষণ রাখবেন।
আজকাল ওয়েব সাইট নাই এই রকম মানুষ কমিই আছে, তবে সবার সমার্থ নাই একটি ওয়েব সাইট পরিচালনা করার জন্য। তবে যারা ইতিমধ্যেই ওয়েবসাইট বানিয়ে ফেলেছেন তাদের জন্যই আজকের আমার এই পোস্ট।
অনেক বকবকানির পর শুরু করলাম আজকের টিউটোরিয়াল। আমি আপনাদের যে পদ্ধতিতে আপনার ওয়েব হস্টিং কে একটি ড্রাইভ হিসেবে রূপান্তর করার জন্য যে টিউটোরিয়াল লিখছি তার জন্য আপনার ওয়েব হস্টিং অবশ্যই সিপানেল (cPanel) এর হতে হবে।
০১) এবার আপনি যদি চান ওয়েবডিস্ক ব্যবহারের জন্য নতুন একটি একাউন্ট বানাবেন তাহলে বানাতে পারেন।
০২) যদি আপনি আপনার রুট (হস্টিং এর মেইন ফোল্ডার) কেই ব্যবহার করবেন তাহলে “Access Web Disk” এ ক্লিক করুন।
এবার আপনি ম্যাক, উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেম এর ছবি দেখতে পাবেন। যেহেতু আমি উইন্ডোজ ব্যবহারকারি তাই আপনাদের উইন্ডোজ এ ওয়েব ডিস্ক তৈরি করার পদ্ধতি দেখিয়ে দেবো।
উইন্ডোজ এর আইকন এর নিচের ড্রপ-ডাউন মেন্যু থেকে আপনার পছন্দের অপারেটিং সিস্টেমটি পছন্দ করুন।
যদি আপনি উইন্ডোজ এক্সপি ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে উইন্ডোজ এক্সপি নির্বাচন করা মাত্রই আপনার জন্য স্ক্রিনশট সহ পুর্নাঙ্গ একটি টিউটোরিয়াল আপনার সামনে এসে হাজির হবে ও সেই সাথে “.vbs” টাইপের ফাইল ডাউনলোড হতে চাইবে সেই ফাইল টি ডাউনলোড করুন। এবং সেই ডাউনলোডকৃত ফাইল টি ডবল ক্লিক দিয়ে ওপেন করুন। এবং সেইখানে স্ক্রিনশট সহ টিউটোরিয়াল অনুযায়ী কাজ করুন। তাহলেই মাই কম্পিউটার (My Computer) ওপেন করলেই দেখতে পাবেন একটি নতুন ফোল্ডার।
আপনি যদি উইন্ডোজ ভিস্তা, সেভেন অথবা এইট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে Windows Vista নির্বাচন করুন। তাহলে একটা “.vbs” টাইপের ফাইল ডাউনলোড হতে চাইবে সেই ফাইলটি ডাউনলোড করে ডবল ক্লিক করে ওপেন করুন, Yes আর No চাইবে সেখানে Yes বাটনে ক্লিক দিন অবশেষে OK বাটনে ক্লিক দিন।
এবার আপনার মাই কম্পিউটার (My Computer) ওপেন করুন। এখন টুলবার থেকে “Map Network Drive” এ ক্লিক করুন।
এবার নিচের ছবির মত আসবে সেখানে ”Connect to a Web site that you can use to store your documents and pictures” লিংকে ক্লিক করুন তারপর “Next” বাটনে ক্লিক করুন।
এবার “Choose a custom network location” নির্বাচন করে আবার “Next” বাটনে ক্লিক করুন। এবার “Internet or network address”স্থানে আপনার ডোমেইন টি লিখুন ঠিক এই ভাবে: http://yourdomain.com:2077 অথবা https://yourdomain.com:2078 তারপর আবার “Next” বাটনে ক্লিক করুন।
নোটঃ বেশ কয়েকবার (প্রায় ৩-৪বার) লগইন ইনফো চাইবে তখন অবশ্যই একই ও সঠিক লগইন ইনফো দিবেন।
ব্যাস পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ওয়েব ফোল্ডার আপনার কম্পিউটার ড্রাইভ গুলোর পাসেই। তারপর ইচ্ছামতো ফাইল ডাউনলোড, আপলোড, সম্পাদনা ও অপসারণ করতে পারবেন খুব সহজেই।
লেখাটির মুল লিঙ্কঃ http://bdrong.com/aminul/others/2059/
সবাইকে ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য, আর সবাইকে আমন্ত্রণ রইল বিডিরঙ.কম পরিবারে।
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবি ভালো হয়েছে পোস্ট টা আমিনুল ভাই। ধন্যবাদ শেয়ার করার জন্য
টাইটেলে একটু বানান ভুল আছে একটু ঠিক করে দিন…