ভাই Straight-Through দাও। আরে নাহ, Cross-Over দাও। ভাই আমি তো ভুলে গেসি কোন টাইপের ডিভাইসের জন্য কোন টাইপের ক্যাবল কানেকশন ব্যবহার করতে হবে। কি ঝামেলায় পরলামরে ভাই.
ঠিক এই ধরনের কনফিউশন দূর করতে চলে এলো Auto-MDIX. Auto-MDIX হচ্ছে ডিভাইসের ইন্টারফেসের এমন একটা ফিচার যেটা কিনা অটোমেটিকেলি ডিটেক্ট করে নিবে তার কি ধরনের ক্যাবল কানেকশন (সুইচ-সুইচ, রাউটার-রাউটার, সুইচ-রাউটার) প্রয়োজন এতে আপনার কোন মাথা ঘামাতে হবে না। আপনাকে শুধুমাত্র ১টা লাইন লিখে কনফিগার করে দিতে হবে এবং তা হচ্ছে আপনি আপনার ডিভাইসের যে ইন্টারফেস অন্য ডিভাইসের সাথে সংযুক্ত সেই ইন্টারফেস-কনফিগারেশন মুডে গিয়ে (এখানে সুইচ-১ এর G0/1 সুইচ-২ এর সাথে সংযুক্ত) টাইপ করতে হবে-
S1(config-if)#mdix auto
mdix auto কনফিগার করার সাথে সাথে ২ টা জিনিস মাস্ট কনফিগার করতে দিতে হবে, তা হচ্ছে Duplex এবং Speed. এইগুলো Auto করে দিতে হবে।
S1(config-if)#duplex auto
S1(config-if)#speed auto
শুধু এইটুকু কাজ করে দিলেই কেল্লাফতে, আর আপনাকে ক্যাবল টাইপ নিয়ে চিন্তা করতে হবে না। ভিডিও টা দেখে পুরো বিষয়টা আরেকবার ঝালাই দিয়ে নিতে পারেন।
শুভ কামনা.
আমি জামাল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
This is Jamal Hossain, one of the students of Stamford University Bangladesh in Computer Science & Engineering. I took several professional training like CCNA(R&S), RHCSA, MTCNA & RHCE. I have obtained 2nd position of CCNA(R&S) training at Bangladesh University of Engineering and Technology (BUET) and have become certified. The next...