কিভাবে CCNA “Discount Voucher” এর জন্য request করবেন?

Step 1: প্রথমে আপনি http://www.netacad.comlogin করে My NetAcad এ যাবেন। তারপর একটু ডানেই দেখতে পাবেন আপনার নাম শো করছে। নামের উপর কার্সর রাখলেই নিচে দেখবেন Discount Vouchers লিখা আছে।

Step 2: Discount Vouchers এ ক্লিক করলেই দেখাবে পাবেন যে, আপনি কত Percent (%) ডিস্কাউন্ট পাবেন। এখান থেকে আপনি CCNA Composite নামে একটি অপশন পাবেন। সেই অপশন থেকে Request CCNA Composite এ ক্লিক করবেন।

Step 3: Get Voucher নামে যে উইন্ডো টি আসবে সেখানে আপনাকে বলা হবে যে, CCNA Routing & Switching পরীক্ষা দিলে আপনি কি রকম সার্টিফিকেট অর্জন করবেন। এখান থেকে আপনি Request Voucher এ ক্লিক করবেন।

Step 4: এই ফিল্ডটি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই সাবধানতার সাথে এবং নির্ভুলভাবে পূরণ করতে হবে। এখানে প্রথমে আপনাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন জানানো হবে এবং সার্টিফিকেট কোন ঠিকানায় পৌছবে তার বিস্তারিত জানতে চাইবে। পূরণ করা হয়ে গেলে Submit এ ক্লিক করুন।

Step 5: সফলভাবে Submit করা হয়ে গেলে Cisco আপনার Request প্রসেস করার জন্য দুই সপ্তাহের মত সময় নিবে। এখান থেকে আগের মত My NetAcad > আপনার নাম > Discount Vouchers এ গেলে আপনি আপনার Voucher Information (Pending Voucher) দেখতে পাবেন।

Step 6: Pending Voucher

Step 7: এর প্রায় ১০ দিন পর Cisco আপনাকে E-mail  করে আপনার E-mail address এবং Registration Information কনফার্ম করতে বলবে।

Step 8: তখন আপনার Discount Vouchers Information দেখতে নিচের মত হবে।

Step 9: এবার E-mail থেকে Link এ ক্লিক করে E-mail এবং Registration Information verify করে নিবেন।

Step 10: Link এ ক্লিক করলে আপনি Confirmation দেখতে পাবেন।

Step 11: ২৪ ঘন্টার মধ্যে Cisco আপনাকে CSCO ID & authorization code ও একটি লিঙ্ক দিয়ে E-mail করে Account activate করতে বলবে। লিঙ্ক এ ক্লিক করে  Account activate করবেন।

Step 12:  লিঙ্ক এ ক্লিক করলে আপনাকে নিচের ওয়েব সাইটে নিয়ে আসবে। এবং cisco.com এর একটি Account খুলতে বলবে। যদি Account না থেকে থাকে তাহলে 1 নং লিঙ্ক এ ক্লিক করে Account তৈরি করে নিবেন, আর থেকে থাকলে ২ নং লিঙ্ক এ ক্লিক করবেন। [আমার যেহেতু আগে থেকেই Create করা ছিল তাই আমি 2 নং লিঙ্ক এ ক্লিক করেছি। ]

 

Step 13:  যেহেতু আমি এর আগে কখনই logged in করি নাই সেহেতু আমি আমার E-mail এ পাঠানো CSCO ID & authorization code দিয়ে log in করেছি।

Step 14:  এর পর যে Page টি আসবে। সেখান দেখবেন আপনার যাবতীয় Information ঠিক আছে কিনা। এর পর সেখান থেকে স্ক্রোল করে নিচে গিয়ে Terms & Condision agree করবেন।

Step 15:  তারপর নিচের মত পেজ দেখতে পাবেন।

সম্পূর্ণ ডকুমেন্টটির পি.ডি.এফ ডাউনলোড করুন এখান থেকে।

By

JAMAL HOSSAIN

CCNA Routing and Switching, BUET (19th Batch)

facebook: http://www.facebook.com/jh1337.cse

Level 0

আমি জামাল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

This is Jamal Hossain, one of the students of Stamford University Bangladesh in Computer Science & Engineering. I took several professional training like CCNA(R&S), RHCSA, MTCNA & RHCE. I have obtained 2nd position of CCNA(R&S) training at Bangladesh University of Engineering and Technology (BUET) and have become certified. The next...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস