http://www.facebook.com/marifuzzaman.cseকেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশঃ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ (সিপিইউ) কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি কম্পিউটারের মস্তিস্কস্বরূপ। নিয়ন্ত্রক, গাণিতিক ও যৌক্তিক অংশ এবং মেমোরী- কম্পিউটারের এ তিনটি অংশকে একত্রে বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ।
ইনপুট ইউনিটঃ ইনপুট বলতে সেই সকল ডিভাইসের সমষ্টিকে বোঝায়। যার মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন ডাটা প্রয়োগ করে কাঙ্খিত ফলাফল পাওয়া যায়। এই ইনপুট ডিভাইসের বর্ণনা দেওয়া হল।
আউটপুট ডিভাইসঃ আউটপুট বলতে সেই সকল ডিভাইসের সমষ্টিকে বোঝায়। যার মাধ্যমে কম্পিউটারে ফলাফলকৃত ডাটাকে আমরা দেখতে পারি। এই আউপপুট ডিভাইসের বর্ণনা দেওয়া হল।
নিয়ন্ত্রন অংশঃ প্রোগ্রামের নির্দেশনা অনুযায়ী কম্পিউটারের অন্যন্য অংশে নির্দেশ প্রেরণ করা এবং হার্ডওয়্যার পেরিফেরালগুলোকে কর্মক্ষম রাখা ও নিয়ন্ত্রণ করা।
মেমোরীঃ মেমোরী হচ্ছে কম্পিউটারের স্মৃতি ভান্ডার। কম্পিউটারের সকল তথ্য বা ডাটা এতে জমা রাখা যায়। মেমোরীর ক্ষুদ্রতম একক বিট। আটটি বিট দিয়ে একটি সংখ্যা, অক্ষর বা প্রতীক চিহ্ন প্রকাশ করা হয়ে থাকে। এ আট বিটের শব্দকে এক বাইট বলে।
Arithmetic & Logic Unit: এ অংশকে Arithmetic & Logic Unit সংক্ষেপে এ এল ইউ(ALU) বলা হয়। এ অংশ ডাটার উপর যাবতীয় গণনার কাজ; যেমনঃ যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে। কার্য সম্পাদন শেষে ফলাফলসমূহ প্রধান মেমোরীতে জমা হয় এবং পরে তা আউটপুট ইউনিটে প্রেরণ করে।
আমি মোঃ আরিফুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a professional graphics designer. I love to design website template PSD, Logo, Banner, Flyer, Brochure, Business Card, Book Cover, Social media kit and any kind of image editing ( Photo Background Removal, Neck join , Shadow effect, Light correction, Image ready for (shopify, amazon, ebay etc), Photo retouch,...