সময় এসেছে 400/500 টাকায় 2 জিবির বদলে Unlimited ব্যবহার করার Radio Link Broadband- অথবা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ 1 বছর 7 মাস 13 দিন পরে টিটি তে আসলাম। এই টিটি আর সেই টিটি নাই।সময়টা 2010 শুধু টিটি তে আসার জন্য পকেট মানি বাচিয়ে 1 জিবি নেট কিনতাম। সরকারি ভাবে দাম কমলেও আমাদের দেশের হারামি কম্পানি গুলু এখনও দাম কমায়নি এখনও 1 জিবি নেট কিনতে গেলে 337 টাকা দিতে হয়। আজ আপনাদের সাথে আলচনা করব Radio link, বা Point to Point ব্রডব্যান্ড নিয়ে। যারা সহরে থাকেন তারা ত এমনিতেই ব্রডব্যান্ড এর উপর থাকেন। আমি মুলত তাদের জন্য টিউন টি করতেছি যাদে আশে পাশে 5/10 কিলোমিটার এর মধ্যে ব্রডব্যান্ড নাই। প্রথমে আপনার লাগবে রেডিও লিঙ্ক ডিভাইস

এমন অনেক কম্পানির ডিভাইস পাবেন যে গুলু 0-50 কিলোমিটার পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে। দাম পরবে 10-15 হাজার টাকার মধ্যে উপরে আমি যেই ডিভাইস টার ছবি দিয়েছি এটার দাম স্থান ভেদে 9-12 হাজার টাকার মধ্যে। এটি দিয়ে আপনি 0-15 এর মধ্যে সরবচ্ছ 300 MBPS পর্যন্ত। স্পিড এ ডাটা ট্রান্সফার করতে পারবেন. এবার যেটা দরকার তা হল সর্ব নিম্ন তলা টা দালান যেটার ছাদে আপনি এঈ ডিভাইস টা সেট করবেন। আর যদি আপনার আশে পাশে দালান না থাকে তাহলে আপনি লোহার পাইপ জোরা দিয়ে Tower বানিয়ে নিতে পারেন। এর জন্য টিউব ওয়েল বসানুর জন্য যে পাইপ ব্যবহার করা হয় তা দিয়ে করতে পারেন তবে পাইপ টা কম পক্ষে 2.5/3.0 আরাই থেকে তিন ইঞ্ছি মোটা হতে হবে। আর উচ্চতা হতে হবে 35-40 ফুট আর পাইপটা অবশ্যই মজবুত হতে হবে কারণ এই পাইপ দিয়ে জন মানুষ উপরে উঠে ডিভাইস টা সেটাপ করে আসতে হবে। চলুন দেখি রেডিও লিঙ্ক কিভাবে কাজ করে।

এটা অনেকটা মবাইল Network এর মত কাজ করে ছবিতে দেখানু বড় টাওয়ার টা ধরেন মোবাইল network tower আর বাকি গুলু মোবাইল। যখন মেইন টাওয়ার থেকে ইন্টারনেট ছাড়া হয় তখন বাকি ছোট টাওয়ার এ বসানু ডিভাইস গুলু সেই ইন্টারনেট রিসিব করে। আপনার পিসি অথবা রাউটার এ পাঠায়। এতাকে পয়েন্ট টু পয়েন্ট - পয়েন্ট টু মাল্টি পয়েন্ট বলা হয়। অ আর একটা কথা বলতে ভুলে গেছি 50-60 সিঙ্গেল পাইপ এর টাওয়ার বানাতে আপনার খরছ হতে পারে 6-7হাজার টাকা
এবার আসি লাইন কোথা থেকে নিবেন ? আপনার আশে পাশে যেখানে ব্রডব্যান্ড ক্যবল লাইন আছে তাদের ISP এর সাথে কথা বলে তাদের কাছ থেকে আপনাকে লাইন নিতে হবে। খরছটা জায়গা ভেদে আলাদা হতে পারে আমার এখনে যে লাইন চলে 1 MBPS Shared Bandwith er জন্য আমি 900 টাকা দেই।
আরেকটা ব্যপার আপনার কন্ট্রোল রুম অর্থাৎ যেখানে আপনি টাওয়ার বসাবেন এর 300 ফিটের মধ্যে আপনার অই ডিভাইস এর পাওয়ার সাপ্লাই থাকতে হবে। নাহলে কাজ হবেনা। কারন পাওার সাপ্লাই থেকে ডিভাইস এ যে লাইনটা যাবে সেটা UTP ক্যবল (অর্থাৎ আমরা পিসি টু পিসি ফাইল শেয়ার এর জন্য যে ক্যবল ব্যবহার করি সেটা) দিয়ে যায় যার ফলে 100 ফিট এর বেশি কাজ করেনা। আবার আপনি যদি দূরে লাইন নিতে চান তাহলে আপনাকে ওপ্টিক্যল ফাইবার এ নিতে হবে যার দাম পরবে প্রতি গজ 9-15 টাকার মধ্যে যায়গা ভেদে দাম ভিন্ন। আপনি যদি দূরে লাইন নিতে চান তাহলে আপনাকে UTP থেকে Optical fiber এ কনভার্ট করে নিতে হবে এর জন্য নিচের এই ডিভাইস টা লাগবে।

এই সকল কাজের জন্য আপনার খরছ হতে পারে 15-25 হাজার টাকা। যেখানে আপনার ক্যবল এর লাইন আনতে গেলে খরছ হবে 10 হাজার টাকা প্রতি কিলোমিটার এর জনয তার উপর আবার তার ছিড়ে যাবার ভয়। আর যারা এই পদ্ধতিতে ব্যবসা করতে চান তারা অনায়াসেই করতে পারে শুধু Networking এর উপর আপনার অভিজ্ঞতা থাকতে হবে।
কানেকশন সেটাপ এর জন্য নিচের এই ভিডিও টাআ দেখতে পারেন

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি NanoStation5 – Ubiquiti Networks ডিভাইস ব্যাবহার করি ১৬২ এম বি ইস্পিইড পাই ১.৮ কিমিঃ দূরত্ব থেকে তার কাটা কাটির ঝামেলা বিহিন

TP Link ডিভাইস কোথায় পাওয়া যায় ? আমাকে একটু জানাবেন ?

thankyou foe share

আপনার ফোন নম্বার টা দিবেন একটু কথা বলতাম। বিষয়টা বোঝার জন্য

01732197767
01825564686

রাশেদুল ইসলাম রাকিব আপনার কোন কন্ট্রাক্ট নাম্বার দেয়া যাবে কি ? কথা বলতাম। অথবা আমার আইডি তে একটু নক করতে পারেন। aney massanger sumonvp

WiFi এর বাপ হল MikroTik , এটা আমার website http://www.happynet.in যে কোনও সাহায্যের জন্য আমার ফেসবুক https://www.facebook.com/mdikhtiar.happy