এখন TP-LINK রাউটারে ইচ্ছে মত নেট স্পীড সেট করে দিন। Bandwidth Control

আসসালামুলাইকুম, সবাই কেমন আছেন ? আজকে আরেকটি নতুন টিউন নিয়ে হাজির হলাম। আমরা সবাই কমবেশি TP-Link ব্যবহার করে থাকি। অনেক সময় কাউকে নেট পাসওয়ার্ড দিয়ে পরতে হয় বিপদে। দেখা যাই যে আপনার নেট ব্যবহার করছে, আনলিমিটেড ডাউনলোড করে যাচ্ছে। এতে আপনার স্পীড কমে নেট  ই ব্রাউজ করতে পারছেন না। এজন্য আপনি যে কাজটি করতে পারেন তা হল যাকেই ওয়াইফাই পাসওয়ার্ড দিবেন উনার নেট স্পীড ফিক্স করে দিন। আপনি যতটুকু স্পীড সেট করে দিবেন ঠিক ততটুকু নেট ব্যবহার করতে পারবেন। যাকে বলা হয় bandwidth Control . এর দারা ডাউনলোড ও আপলোড এই দুই স্পীড ই কন্ট্রোল করতে পারবেন। আজ আমি দেখাব কিভাবে ওয়াইফাই এর নেট স্পীড আপনার কন্ট্রোল এ রাখবেন।

এই টিউনটি পূর্বে প্রকাশিত আমার সাইটে- English Version এ -  ভিজিট করুন 

কাজের ধারাবাহিকতাঃ

ধাপ ১ ঃ প্রথমে আপনার TP-LINK রাউটার এ লগিন করুন . কিভাবে লগিন করবেন না জানলে এখানে দেখুন 

ধাপ ২ ঃ লগিন হবার পর Bandwidth Control এ ক্লিক করুন

ধাপ ৩ঃ এবার Enble Bandwidth Control এ মার্ক করুন ও ঠিক নিচে Other এ মার্ক করে সেভ করুন।

ধাপ ৪ঃ এবার Bandwidth Control এর নিচে Rule এ ক্লিক করুন।

ধাপ ৫ ঃ এবার Add new এ ক্লিক করুন।

ধাপ ৬ঃ এবার নিচের ছবি দেখুন -

IP Range -এ আপনার কম্পিউটার বা মোবাইল এর IP এড্রেস দিন (যেমনঃ 192.168.0.100 বা 192.168.0.102)

Port Range - এ 1-1000 দিন

Protocal - এ ALL দিন

Egress - এ সর্বনিম্ন ও সর্বোচ আপলোড স্পীড সেট করুন

Ingress - এ সর্বনিম্ন ও সর্বোচ ডাউনলোড  স্পীড সেট করুন

এবার সেভ করুন

ফাইনাল ধাপ ঃ আমি জানি এটা করতে অনেকের অসুবিধা হতে পারে . এজন্য আমি একটা ভিডিও তৈরি করেছি যেটা দেখে আপনি সহজে বুঝতে পারবেন।

এই বিষয়ে যদি আরও কারও কোন প্রশ্ন থাকে তবে প্রশ্ন করুন এখান থেকে 

 

ইউটিউব এ আমার চ্যানেল রাউটার নিয়ে SUBSCRIBE করুন 

 

আমার সাইট এ ভিজিট করে আমাকে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল - আমার সাইট ভিজিট করুন 

 

ফেসবুক এ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন - ফেসবুক পেজ 

 

নামাজ পড়ুন - অন্যকে পড়তে বলুন  <> বাবা-মায়ের সেবা করুন <> ধূমপান থেকে নিজে দূরে থাকুন <> 

Level New

আমি বিপ্লব আল মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো , আমি বিপ্লব আল মাসুম । টুকটাক ব্লগ নিয়ে লিখালিখি করি । নিজে জানার চেষ্টা করি ও অন্যকে জাননুর চেষ্টা চালিয়ে যাই । আপনাদের মত বড় বড় টিউনারদের সাথে কাজ করতে পারলে নিজেকে বড় করে তুলতে পারব ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই, অনেক ধন্যবাদ। আপনার সাইটাও সুন্দর। টিপি লিংকের কোন রাউটার আছে যেটা সিম সাপোর্ট করে ? প্লিজ জানাবেন । আর থাকলে লিংক সহ প্রাইজ জানাবেন কি?

আশা করি কালকে জানাতে পারব দামসহ । তবে আমি এখন পর্যন্ত জানি না যে কোন রাউটার সিম সাপোর্ট করে ! তবে মডেম সাপোর্ট করে এমন রাউটার আছে TP-Link এর ।

3 no part e other e click korar karon ki r 512 o 2048 deoar karon ki? ekhane both 100000 deoa uchit.

জি ভাই সিম সাপোর্ট করে এমন রাউটার আছে এর মডেল হল ঃ TL-MR6400, বিস্তারিত এই লিঙ্ক থেকে দেখে নিন- http://www.tp-link.com/en/products/details/cat-5032_TL-MR6400.html
। দাম প্রায়ঃ ১০,০০০/= টাকা

TP Link sara onno brand er ase j gulor dam onek kom but segulote bandwith control kora jay na.

TP-LINK TL-WR720N রাউটারে কিভাবে Bandwidth Control করব ?

Your Wifi-tip-link story is very good, If you have better Wifi click: Ma electric & online zone, https://cutt.ly/RVsXtym