আসসালামুলাইকুম, সবাই কেমন আছেন ? আজকে আরেকটি নতুন টিউন নিয়ে হাজির হলাম। আমরা সবাই কমবেশি TP-Link ব্যবহার করে থাকি। অনেক সময় কাউকে নেট পাসওয়ার্ড দিয়ে পরতে হয় বিপদে। দেখা যাই যে আপনার নেট ব্যবহার করছে, আনলিমিটেড ডাউনলোড করে যাচ্ছে। এতে আপনার স্পীড কমে নেট ই ব্রাউজ করতে পারছেন না। এজন্য আপনি যে কাজটি করতে পারেন তা হল যাকেই ওয়াইফাই পাসওয়ার্ড দিবেন উনার নেট স্পীড ফিক্স করে দিন। আপনি যতটুকু স্পীড সেট করে দিবেন ঠিক ততটুকু নেট ব্যবহার করতে পারবেন। যাকে বলা হয় bandwidth Control . এর দারা ডাউনলোড ও আপলোড এই দুই স্পীড ই কন্ট্রোল করতে পারবেন। আজ আমি দেখাব কিভাবে ওয়াইফাই এর নেট স্পীড আপনার কন্ট্রোল এ রাখবেন।
এই টিউনটি পূর্বে প্রকাশিত আমার সাইটে- English Version এ - ভিজিট করুন
কাজের ধারাবাহিকতাঃ
ধাপ ১ ঃ প্রথমে আপনার TP-LINK রাউটার এ লগিন করুন . কিভাবে লগিন করবেন না জানলে এখানে দেখুন
ধাপ ২ ঃ লগিন হবার পর Bandwidth Control এ ক্লিক করুন
ধাপ ৩ঃ এবার Enble Bandwidth Control এ মার্ক করুন ও ঠিক নিচে Other এ মার্ক করে সেভ করুন।
ধাপ ৪ঃ এবার Bandwidth Control এর নিচে Rule এ ক্লিক করুন।
ধাপ ৫ ঃ এবার Add new এ ক্লিক করুন।
ধাপ ৬ঃ এবার নিচের ছবি দেখুন -
IP Range -এ আপনার কম্পিউটার বা মোবাইল এর IP এড্রেস দিন (যেমনঃ 192.168.0.100 বা 192.168.0.102)
Port Range - এ 1-1000 দিন
Protocal - এ ALL দিন
Egress - এ সর্বনিম্ন ও সর্বোচ আপলোড স্পীড সেট করুন
Ingress - এ সর্বনিম্ন ও সর্বোচ ডাউনলোড স্পীড সেট করুন
এবার সেভ করুন
ফাইনাল ধাপ ঃ আমি জানি এটা করতে অনেকের অসুবিধা হতে পারে . এজন্য আমি একটা ভিডিও তৈরি করেছি যেটা দেখে আপনি সহজে বুঝতে পারবেন।
আমি বিপ্লব আল মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো , আমি বিপ্লব আল মাসুম । টুকটাক ব্লগ নিয়ে লিখালিখি করি । নিজে জানার চেষ্টা করি ও অন্যকে জাননুর চেষ্টা চালিয়ে যাই । আপনাদের মত বড় বড় টিউনারদের সাথে কাজ করতে পারলে নিজেকে বড় করে তুলতে পারব ।
ভাই, অনেক ধন্যবাদ। আপনার সাইটাও সুন্দর। টিপি লিংকের কোন রাউটার আছে যেটা সিম সাপোর্ট করে ? প্লিজ জানাবেন । আর থাকলে লিংক সহ প্রাইজ জানাবেন কি?