কেমন আছেন
ভাল থাকেন দোয়া করি আমার জন্য ও দোয়া করবেন। আমি আমার বাসায় 3g নেট connection পাই না। কিন্তু আমার ওপর তলায় 3g net পাই। এখন কি করি । তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি । এখন আমি খুব আরামে নেট চালই । তবে আর জন্য আপনাকে কিছু পয়সা খরচ করতে হবে । আমার মোট ১০০০০ টাকা লাগছে।
প্রথমে আপনাকে একটি TP LInk (TL-MR3040) এই মডেলের একটি Router কিনতে হবে।এটার দাম হবে ৩২০০-৩৮০০ টাকা। এটা ব্যাটারি সাপোর্ট করে তাই বিদ্যুৎ চলে গেলে ও ৩ ঘণ্টা Backup পাবেন। এটা Wifi এর কাজ ও করে।
আপনি ইচ্ছা করলে Rg45 connector ব্যাবহার করতে পারবেন। আমি ৫ তলা থেকে ১৩০ মিটার কেব্ল দিয়ে নিচ তলায় ব্যাবহার করছি কোন প্রব্লেম হচ্ছে না।
প্রবলেম একটি package শেষ হলে ছাদে যেয়ে router খুলে সিম বের করে package কিনতে হয়। তাছাড়া এর কোন প্রবলেম হয় না। এর মধ্যে ২ টা অপশন আছে
০১. কেবল লাগানোর জন্য একটা পোর্ট ০২. মডেম লাগানোর জন্য একটা পোর্ট
যদি কক্ষনও এই Router টি নেট কানেকশন না পায় তখন আপনি নিচে বসেই Router Restart দিতে পারবেন। ঠিক এভাবে
ওপরে ডান পাশে Reboot নামে একটি অপশন আছে ওইটা টিপ দিলেই Reboot হবে
Reboot দিলে মাত্র ২-৩ মিনিট সময় নিবে ।
এর USUAL GUIDE দিয়ে দিলাম DOWNLOAD করে নিন।
ভাল থাকেন সময় পেলে আমার সাইট টি দেখে আসবেন এখানে
আমি জুয়েল 96। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনার যৌক্তির পরামর্শের জন্য।