করুন সহজ উপায়ে রাউটার সেট আপ – নন-ট্যাকনিক্যাল ইউজার হলেও!

ইন্টারনেট জ্ঞানের অবিরাম উৎস। ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে ইন্টারনেট ব্যবহারযোগ্য ডিভাইস সমূহ যেমন ট্যাবলেট পিসি, স্মার্ট ফোন, নেটবুক এবং কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ডিভাসেইর ব্যবহার ৪০০% পর্যন্ত ব্যবহার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন মার্কেট গাবেষনা পরিসখ্যানে প্রকাশ করা হয়েছে। বর্তমানে উন্নত বিশ্বে গৃহস্থালি পন্যেও ইন্টারনেট এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে।

ইন্টারনেট দ্বারা নিয়ন্ত্রনযোগ্য এসব ডিভাইসগুলো বেশ কিছু কারনেই ভীষন জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্ববাজারে এখন এমন অনেক ওয়াইফাই কিচেন এপ্লায়ান্স রয়েছে যেগুলো ইন্টারনেটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কিচেন এর বিভিন্ন দ্রব্যসামগ্রীর হিসাব নিকাশ রাখতে সক্ষম। যেমন: ইন্টারনেটে নিয়ন্ত্রনযোগ্য রেফ্রিজারেটর, ইন্টারনেট-রেডি ওভেন ও মাইক্রোওয়েভ। এসব এপ্ল্যায়ান্স সমূহ দূর থেকে সয়ংক্রিয়ভাবে পরিচালনা করা যায়। এসব সামগ্রীর সবচেয়ে বড় সুবিধা হল, এগুলোর মাধ্যমে অনেক ক্ষেত্রেই বিদ্যুত কিংবা জালানি শক্তির সাশ্রয় করা সম্ভব হয়। এই যে ধরা যাক, আপনি অফিস থেকে বাসায় ফিরবেন আধা ঘন্টা পরে। আপনার মনে হল, আপনি বাসায় যাওয়ার আগেই আপনার বাসার এয়ার কন্ডিশনটা ছেড়ে দিয়ে রুমটা একটু ঠান্ডা করে নেয়া দরকার। আপনার বাসার এয়ার কন্ডিশনটা যদি ইন্টারনেট ইনেবলড হয়, তাহলে আপনি বাসায় প্রবেশ করার আগেই আপনার রুমটাকে ঠান্ডা করে নিতে পারেন।

ইন্টারনেট ইনেবলড এসব ডিভাইসগুলো ব্যবহার করতে গেলে আপনার অবশ্যই একটি রাউটার ব্যবহার করতে হবে। যেকোন নেটওয়ার্কিং পন্যের মত রাউটারের ব্যবহারেও নন-টেকনিক্যাল ইউজারগন একটু দ্বিধাগ্রস্ত থাকেন। কিন্তু যেকোন নন-টেকনিক্যাল ব্যাক্তিও খুব সহজেই নিজের রাউটার নিজেই সেট আপ করে নিতে পারেন। চলুন দেখা যাক সহজ উপায়ে কিভাবে একটি রাউটার সেট করবেন।

ধাপ  ০১ : "Start" বাটন এ ক্লিক করুন তারপর  "Control Panal" এ যান।

Network Status and Tasks এ ক্লিক করুন তারপর etwork Connections এ ক্লিক করুন।   "Local Area Netowrk " এ ডান ক্লিক করে " Local Area Connection Properties" সিলেক্ট করুন । " Local Area Connection Properties"   দেখতে পাবেন। Internet Protocol Version 4( TCP/IPV4 ) সিলেক্ট করুন তারপর  " Properties"    ক্লিক করুন। "Obtain an IP address automatically" এবং " Obtain DNS Server address automaticall সিলেক্ট  করুন তারপর  " OK"   ক্লিক করুন এখন  আপনার " Computer" নিজে নিজেই " IP" নেওয়ার জন্য  প্রস্তুত। নিচের চিএ লক্ষ্য করুন।

ধাপ  ০২ : " Antenna" সংযোগ করুন। ইথারনেট ক্যাবলটির এক প্রান্ত " LAN  Port" এর সাথে এবং অপর প্রান্ত কম্পিউটারের  সাথে সংযুক্ত করুন। পাওয়ার " Adapter"   এর এক প্রান্ত রাউটার পাওয়ার জ্যাক এর সাথে এবং অন্য প্রান্ত বিদ্যুৎ এর সাথে সংযুক্ত করুন।

" IP Address Setupহওয়ার পর " Startবাটন এ ক্লিক করে, তারপর " Run" এ ক্লিক করুন এবং " Cmd" লিখে " Ok"   ক্লিক করলে একটি কালো " Window Open" হবে। সেখানে "IP Config" লিখে " Enter" দিতে হবে। তারপর নিচে  Default Gateway" তে " IP Address" টি দেখতে পাবেন,এবং অনুসন্ধান করুন। যদি " IP"   ঠিকানাটি " Gatedway" তে না দেখা যায়, তাহলে কম্পিউটার এবং রাউটার এর সকল নেটওর্য়াক সংযোগ এর ধাপ গুলো অনুসন্ধান করুন।

ধাপ ৩ : আপনার কম্পিউটার  অথবা লেপটপ এর ইন্টারনেট " Browser" টি খুলুন,এবং" Address" এ " http:// 192.168.1.1" লিখে " Enter" দিন। একটি " Logging Screen" দেখতে পাবেন। এবার ব্যবহার কারির নাম ও গোপন নম্বর টি লিখুন এবং " Login" বাটন এ ক্লিক করুন।

ধাপ ৪ : আপনি নিচে " Web Interface" টি দেখবেন। যদি আপনি " Web management interface" টি না দেখতে পান, তাহলে ধরেনিতে হবে আপনি ব্যবহার কারির নাম ও গোপন নম্বরটি সঠিক ভাবে " Input" করেননি। ব্যবহার কারির নাম ও গোপন নম্বরটি আবার লিখুন। যদি আপনি ব্যবহার কারির নাম ও গোপন নম্বরটির সম্পর্কে নিশ্চিত থাকেন, তার পর ও Interface টি না দেখতে পান তবে Router টি  Reset করুন। " Next" এ ক্লিক করুন।

ধাপ ৫ : আপনি নিচে " Web interface" টা দেখবেন। এখন আপনাকে " WAN" সংযোগ করতে হবে। নিচের উদাহরন অনুযায়ী সংযোগ করুন। আপনি " BTCL ( ADSL ) or ISP ( Statie/ Dynamic" এর মাধ্যমে সংযোগ দিতে পারেন। "ADSL"   এর ক্ষেত্রে " PPPOE ( ADSL )”লিখুন। এটি লেখার জন্য নিচের উদাহরনটি  দেখুন এবং ব্যবহার কারির নাম ও গোপন নম্বরটি লিখে " Next" এ ক্লিক করুন।

WAN Connection Type থেকেDHCP  Select করুন। এর পর Next ক্লিক করুন।

WAN Connection Type থেকে K Static Mode (Fixed IP) Select করুন এবং আপনি আপনার IP Subnet mask Default Gateway and DNS   নাম্বার গুলো যার যার খালি বক্্র এ দিন , যেগুলো আপনি  ISPথেকে পেয়েছেন এবং Next  ক্লিক করুন।

ধাপ Ñ ৬ : একটি SSID দিন। এখানে SSID  হিসাবে SMART কে দেখানো হয়েছে। আর Security Mode এর মধ্যে WPA- PSK Select করুন এবং একটি গোপন নাম্বার দিয়ে Apply করুন।

আপনার রাউটার সেট আপ সম্পন্ন হল। এবার আপনি আপনার রাউটারটি ব্যবহার করতে পারেন।

মোহাম্মাদ মিরসাদ হোসেন
ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড
অফিসিয়াল ফেসবুক : http://www.facebook.com/SmartTechnologiesBD
ইমেইল এড্রেস: [email protected]

Level 0

আমি স্মার্ট টেকনোলজিস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Apnaka Onak Onak Tnx. Khob sondor tunes.

আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভেবে পাচ্ছি না। টিউনটি প্রিয়তে নিলাম। 😛

অনেক অনেক ধন্যবাদ।

সোজা প্রিয়তে…………………………

Level 0

Thanks

ভাই, আমি Netgear এর রাউটার দিয়ে অনেক ভাবে চেষ্টা করেছি, কিন্তু কন লাভ হয় নি সব ডিভাইস কানেকটেড হয় কিন্তু নেট ব্যবহার করা যায় না, আমি Chittagong Online Limited এর Shared IP ব্যবহার করি, তাদেরকে কল করলে তারা বলল Router টি তে Shared IP support নেই, আমাকে একটি Dedicated IP নিতে হবে কিংবা CISCO er Linksys Model এর Router নিতে হবে, এখন কি করব ভাই দয়া করে সাহায্য করুন Pleaseeeee @স্মার্ট টেকনোলজিস