ল্যাপটপকে ইউজ করুন Wi-Fi Hotspot হিসেবে আর Android ফোনের সাথে Internet & File/Folder Share করুন সহজেই।

আমরা যারা অ্যান্ড্রয়েড/আইফোন ইউজ করি তারা ভাল করেই জানি ইন্টারনেট ছাড়া এধরনের গ্যাজেট ইউজ করে তেমন মজা নাই, কারন হরহামেশাই ঢু মারতে হয় অ্যাপস্টোরগুলোতে। এছাড়া অ্যাপ্লিকেশনগুলো যখন তখন ইন্টারনেট অ্যাক্সেস চায়। কিন্তু বাংলাদেশের মোবাইল অপারেটরদের ইন্টারনেটের যা অবস্থা তাতো আপনারা জানেনই। আবার গ্যাজেটগুলোতে ওয়াই-ম্যাক্স ইউজ করা যায় না অথবা কিনতে হয় ব্যয়-বহুল রাউটার। এখন উপায় কি? উপায় একটা আছে যদি আপনার ল্যাপটপ থাকে।  আপনার ল্যাপটপ থাকলে এটিকে বানিয়ে ফেলুন ওয়াই-ফাই হটস্পট এবং

*শেয়ার করুন আপনার ইথারনেট/ওয়াই-ম্যাক্স(Dongle) ইন্টারনেট কানেকশন

* শেয়ার করুন ফাইলস এবং ফোল্ডারস, ল্যাপটপ-ফোন/ফোন-ল্যাপটপ.

এজন্য আপনার প্রয়োজন দুটি Software।

Internet Sharing:

ল্যাপটপের জন্য ডাউনলোড করুন Connectify Pro

মোবাইলের জন্য ...... একটু পরে বলি কারন এখনও তো আপনার মোবাইলে নেট কানেকশন নেই তাই না।

*প্রথমে ডাউনলোড করুন Connectify Pro এবং Install করুন।

* Connectify ওপেন করুন।

*এবার আপনার হটস্পটের একটা নাম দিন।

*Sharing Mode  এ WPA2 সিলেক্ট করে Password এ A-F এবং ০-৯ এর কম্বিনেশনে 10 digit এর একটি password দিন।

*Internet to share  এ আপনার existing internet connection সিলেক্ট করুন (Wi-Fi/ Ethernet/Wi-Max)

* Share Over এ Wi-Fi সিলেক্ট করুন।

*Firewall এর দুটো অপশনেই টিক মারুন।

* এবার Start Hotspot এ ক্লিক করুন।

এবার আপনার হটস্পট Ready to Connect।

এখন আপনার ফোনের Wi-Fi on করলেই আপনার হটস্পটের নাম দেখতে পারবেন

এবার Connect করুন আপনার দেওয়া password দিয়ে। আপনার ফোন এবার নেট কানেক্টেড।

File Sharing:

*File sharing এর জন্য Android ফোন থেকে Google Play (Market) এ গিয়ে installs করুন ES File Explorer

*এবার ল্যাপটপ এর যে  Drive শেয়ার করবেন সেটিতে right click করে properties এ যান।

*sharing ট্যাবে গিয়ে advance sharing ওপেন করুন।

*Share this folder  এ টিক মারুন।

* share name যা আছে তাই রাখুন।

*Limit the number of simultaneous user to তে কমিয়ে আপনার প্রয়োজনমত করে দিন।(প্রয়োজন না থাকলে সিকিউরিটির জন্য 1 করে দিন।

* Permission এ ক্লিক করুন এবং Everyone কে রিমুভ করে দিন।

*Add এ ক্লিক করে Enter the object names to select এর ঘরে আপনার User Name (Windows) টাইপ করে Check Names এ ক্লিক করুন। দেখুন আপনার অ্যাকাউন্ট খুজে পেয়েছে। এবার OK করে বেরিয়ে আসুন।

* এবার group or user names ফিল্ডে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে Full Control এ টিক মারুন।

* Apply, OK & Apply, OK & Apply, OK করে বেরিয়ে আসুন।

*যতগুলো ড্রাইভ শেয়ার করতে চান প্রত্যেকটা প্রত্যেকটা এভাবে শেয়ার করুন।

* এবার Command Prompt চালু করুন এবং টাইপ করুন ipconfig.

*এখান থেকে ipv4 address টি টুকে রাখুন যেটি দেখতে অনেকটা 192.168.010.078 এর মত। এটি পরে কাজে লাগতে পারে।

Lan Connection:

*এখন আপনার ফোনে গিয়ে ES File Explorer চালু করুন।

* Local ট্যাবে ট্যাপ করে Lan সিলেক্ট করুন।

* অপশনে গিয়ে New ট্যাপ করুন এবং Scan করুন

* দেখুন আপনার ল্যাপটপ এর নাম এবং Connectify মিলে abc-PC.connectify এরকম একটা server খুজে পাবে।

যদি Server পায়ঃ

* Server টিকে edit server এ যান ।

* Server ip address যা আছে তাই রাখুন, Anonymous এর টিকটা উঠিয়ে দিন।

* Username এ আপনার windows account name টাইপ করুন।

*Password  এ আপনার windows account password টাইপ করুন। না থাকলে windows এ password দিয়ে নিন সিকিউরিটির জন্য।

* Display as এর .connectify অংশটুকু কেটে দিতে পারেন ইচ্ছা হলে।

* OK করে বেরিয়ে আসুন।

যদি Server না পায়ঃ

* অপশনে গিয়ে New ট্যাপ করুন এবং Server ট্যাপ করুন

* Domain Name খালি রাখুন, Server এ টুকে রাখা ip address টাইপ করুন।

* Username এ আপনার windows account name টাইপ করুন।

*Password  এ আপনার windows account password টাইপ করুন। না থাকলে windows এ password দিয়ে নিন সিকিউরিটির জন্য।

* Display as এ আপনার PC Name দিন (এটি খুজে পাবেন My Computer এর properties এ।

* OK করে বেরিয়ে আসুন।

এ পর্যন্ত ঠিকভাবে করলে Lan connection হয়ে গেল।

File & Folder Transfer:

এবার file/folder transfer করতে হলে Server টি ট্যাপ করে ওপেন করুন দেখবেন শেয়ার করা ড্রাইভগুলো দেখতে পারছেন।

*এবার যে file/folder গুলো transfer করতে চান সেগুলো সিলেক্ট করে Tap & Hold করে copy করুন। দেখুন নিচে ড্যাশবোর্ডে file/folder টি copy হয়ে আছে।

* Lan ট্যাবে ট্যাপ করে Local সিলেক্ট করুন এবং যে folder এ রাখতে চান সেখানে গিয়ে  ড্যাশবোর্ড ওপেন করে file/folder টি Tap & Hold করে paste/paste all করুন। দেখুন transfer শুরু হয়ে গেছে। এভাবে উল্টোটা মানে Local-Lan file/folder transfer ও করতে পারেন।

পারলেন কি না জানাবেন কিন্তু।

Note:

  • আপনি এই হটস্পট ইউজ করে অন্য ল্যাপটপেও ইন্টারনেট ও file/folder শেয়ার করতে পারবেন, তবে file/folder শেয়ার করতে হলে ওই ল্যাপটপেও Connectify Pro ইন্সটল করতে হবে।
  • Net connection না থাকলে ও এভাবে file/folder transfer করতে পারবেন।
  • ES File Explorer টি Android এর জন্য, iPhone  এর similar software  খুজে দেখতে পারেন।
  • Sharing interface টা windows 7  ল্যাপটপ এ করা, windows xp  তে একটু আলাদা হতে পারে, না পারলে বলবেন।

টিউনটা অনেক আগে পোষ্ট করবো ভেবেছিলাম। কিন্তু বাংলা অনেকদিন লেখা হয় না বলে বাংলা টাইপ প্রায় ভুলে গেছি। তাই বাংলা-ইংরেজী মিলিয়ে ফোনেটিকে লিখতে অনেক সময় লাগে বলে লেখা হয় না। অনেকক্ষণ ব্যয় করে লেখাটা শেষ করলাম।আমার টিউন আপনাদের কাজে আসলে আরো টিউন করবো। সবার ভাল থাকা চাই কিন্তু।

Level 0

আমি সুদীপ্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Hobbyist


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ধন্যবাদ।

অনেক ধন্যবাদ।

ভাই, আমার Acer laptop আর Htc sensation মোবাইল আছে। connectify pro দিয়ে ওয়াইফাই connect হচ্ছে কিন্তু নেট শেয়ার হচ্ছে না ।

দারুন একটা টিউনের জন্য অশেষ ধন্যবাদ। Connectify আগে থেকেই ইউজ করছি তবে file/folder sharing ব্যাপারটা জানতাম না। তাছাড়া আজ Pro ভার্সনটাও পেলাম। 🙂

Level 0

আমার ডেক্সটপ দিয়ে কি ভাবে Android মোবাইল এ নেট শেয়ার করব ?
ধন্যবাদ

    @Rubel: আপনার কম্পিউটারে internal/external wi-fi moden অথবা wi-fi router থাকতে হবে।

Level 0

BAi Ai softwere ke XP ta hoba

Connectify Download করার পর দেখি সেটা একটা xml ফাইল। সাইজ 6.44 MB.
কি করি?

আমি লিংকটা চেক করলাম। ঠিক আছে তো। আপনার পিসি তে anti-virus থাকলে disable করে নিন। সম্ভবত .exe file টি আপনার anti-virus block/quarantine করে দিচ্ছে। সমস্যা হলে জানাবেন।

I wanna use my nokia as wifi hotspot. Any idea ?

Nokia N8

https://rapidshare.com/#!download|976p4|428712515|Joikusoft_JoikuSpot_Premium_v.3.10_977__s60v5.rar|374|R~F9437F0A9B819612DBA12694104BA4E2|0|0
উপরের লিংক থেকে JOIKUSPOT Software টি ডাউনলোড করুন। RAR ফাইলটি extract করে sis ফাইলটি আপনার নোকিয়া সেটে ইউএসবি দিয়ে কপি করুন। ইন্সটল করার পর প্রয়োজনমত সেটিংস পরিবর্তন করে নিন। সমস্যা হলে জানাবেন।

Level 0

Bhai khub sundor tune dhonno bad. Kintu ami kaj korte parchi nah. Ami start hotspot click korle ei msg dei : error configuring hotspot + ei link ta dei
http://support.connectify.me/entries/20868143-hostednetwork-errors
Amar toshiba L500 laptop. Ami wireless driver o update korsi but kaj hoche nah.
Uttar er opekhai roilum .

    @sajib7: ভাই এরকম হতে পারে। অনেক wireless card হটস্পট সাপোর্ট করে না। আপনার টি সম্পর্কে একটু জেনে নিন। আপনি আপনার wireless card এর মানুফ্যাকচারার ও মডেলের নামটা আমাকে জানাতে পারেন। আমি খুজে দেখব।wireless card এর মানুফ্যাকচারার ও মডেলের নাম পাবেন এভাবে; My Computer>Propertise>Device Manager>Network Adapters…

Level 0

ami to dongle usb modem use kori ami ki ei software use kore wi-fi hotspot korte parbo???
hole amke upai ta janan plz.

    @SHOYEB: জী ভাই dongle মডেমও এভাবে ইউজ করা যাবে। উপরের লেখাটা ভাল করে পড়ুন তবেই বুঝবেন।

Level 0

Realteck RTL8187B Wireless 802.11bg 54MBPS USB 2.0 Network
Bhai dilum janaile upokar hoi
thanks in advance

ভাই আপনার নেটওয়ার্ক কার্ড হয়ত হটস্পট সাপোর্ট করে না। তারপর ও আপনি নিচের সফটওয়্যারটি ট্রাই করে দেখুন।
http://downloadall.net/18082/dl/toshiba-laptop-to-hotspot-converter.exe এটি ট্রায়াল ভার্সন ফুল ভার্সন পেলাম না।

Level 0

vai apnar namber ta den pls onek upo kar hobe

Level 0

ভালো হয়েছে । কিন্তু আপনার দেওয়া licence kye টা কাজ করছেনা , ঠিক করে দেন plz

    @rolli69: ভাই লিঙ্কটা আপডেট করা হয়েছে। নতুন করে আপলোড করলাম। তবে সিরিয়ালের বদলে কী জেনারেটর দিলাম।anit-virus কে disable করে নিবেন। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। নতুন লিঙ্ক http://www.mediafire.com/?wxylwxcqawclt11

vai ami connectify es Hotspot name and password click korle edit hoyne..

টিটিতে স্বাগতম। ভাল লেখা…চালিয়ে যান।

Level 0

Sharing Mode এ WPA2 সিলেক্ট করে Password এ A-F এবং ০-৯ এর কম্বিনেশনে 10 digit এর একটি password দিন।

ভাই, Sharing Mode এ WPA2 নাই। আছে Wi-Fi Ad-Hoc, Open and Wi-Fi Ad-Hoc Encrypted (WEP). আমি Connectify Pro দিয়ে Nokia N8 & Nokia N95 এ Internet ব্যবহার করছি। কিন্তু Android device দিয়ে connect হয় না।

Sharing Mode এ WPA2 এই option টি নাই। আপনার সহযোগিতার আশায় আছি……

Level 0

link ta abar notun kore dile bhalo hoi keno na purber link ta delete show korche.

Level 2

Munir bhi er moto amor o eki problem ami nokia N86 a use kortay parce but sony ericsson xperia pro (ICS) tay use kori parce na. wifi khuja passe na. ami banglalion use kori. wifi manager use korlay (wpa/IBSS ) passa but not supported show koece . please help me.

Level 0

Vai Amito konovabai Connect korta partasina.. Amar mobile a (Security Eror Dakhassa) Parlamnaaaaaaaaaaaaaa

Level 0

ভাই সু্ন্দর পোষ্টোর জন্য ধন্যবাদ, ভাই connectivity যখন আমার Toshiba ল্যাপটপ install করে কাজ করি তখন প্রথমে আমার মোবইল লগ হয় কিন্তু কিছুক্ষন পর authicaton problem দেখান আর কাজ করেনা কিন্তু অন্য একজনের acer ল্যাপটপে কাজ করে । তবে acer একটা সমস্যা হয় , মাঝেমধ্যে নেটওয়াক খুজেপায় না । পড়ে laptop restart করলে আবার নেটওয়াক আসে । কিভাবে আমার ল্যাপটেপে কাজ করবে (Toshba settliteL510) জানালে উপকৃত হবে। my mail adress: [email protected]

Level 0

আমার প্রশ্নে উত্তর দেন , দয়া করে।

Level 0

@ সুদীপ্ত ভাই সু্ন্দর পোষ্টোর জন্য ধন্যবাদ, ভাই connectivity যখন আমার Toshiba ল্যাপটপ install করে কাজ করি তখন প্রথমে আমার মোবইল লগ হয় কিন্তু কিছুক্ষন পর authicaton problem দেখান আর কাজ করেনা কিন্তু অন্য একজনের acer ল্যাপটপে কাজ করে । তবে acer একটা সমস্যা হয় , মাঝেমধ্যে নেটওয়াক খুজেপায় না । পড়ে laptop restart করলে আবার নেটওয়াক আসে । কিভাবে আমার ল্যাপটেপে কাজ করবে (Toshba settliteL510) জানালে উপকৃত হবে। my mail adress: [email protected]

Level 0

@https://www.techtunes.io/tuner/sudipta
ভাই সু্ন্দর পোষ্টোর জন্য ধন্যবাদ, ভাই connectivity যখন আমার Toshiba ল্যাপটপ install করে কাজ করি তখন প্রথমে আমার মোবইল লগ হয় কিন্তু কিছুক্ষন পর authicaton problem দেখান আর কাজ করেনা কিন্তু অন্য একজনের acer ল্যাপটপে কাজ করে । তবে acer একটা সমস্যা হয় , মাঝেমধ্যে নেটওয়াক খুজেপায় না । পড়ে laptop restart করলে আবার নেটওয়াক আসে । কিভাবে আমার ল্যাপটেপে কাজ করবে (Toshba settliteL510) জানালে উপকৃত হবে। my mail adress: [email protected]

Amar WiFI Adopter holo Intel(R) WiFi Link 5300 AGN Amar ta te ki hotspot support kore?

Give it a try. It should work

Level 0

vai serial key to dilen na

Vai desktop ar modem die ki net share kora jabe?plz reply

Level 0

গুড শেয়ার।