প্রকাশিত
জোসস করেছেন

জলবায়ু পরিবর্তনের ফলে দীর্ঘ সময় ধরে হিমায়িত অঞ্চলের বরফ বা পারমাফ্রস্ট গলতে শুরু করেছে। হাজার বছর ধরে হিমায়িত ছিল এই অঞ্চলগুলি।

 

হিমায়িত পারমাফ্রস্ট ভাইরাস ও ব্যাকটেরিয়ার দীর্ঘকাল ধরে বেঁচে থাকার উপযুক্ত জায়গা। উষ্ণায়নে গলতে থাকা বরফের সঙ্গেই মুক্তি পাচ্ছে অগনিত অজানা জীবানু। এদের ধরন অধিকাংশেরই অচেনা যা নিঃসন্দেহে আতংকের। 

Watch this Article Here :

বিজ্ঞানীরা এসব অনুজীবের নাম  দিয়েছেন টাইম ট্রাভেলিং ভাইরাস। এর মধ্যে এমন কিছু ভাইরাস রয়েছে,  যেগুলো অতীতে মহামারী সৃষ্টি করেছে। 'আলাস্কার  গণকবরে বিজ্ঞানীরা খুঁজে পান ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু। গুটিবসন্ত ও প্লেগের জীবানু লুকিয়ে

 

২০১৫ সালে চীন ও আমেরিকার একটি গবেষক দল তিব্বতের ১৫০০০ বছরের পুরনো গলিত গ্লেসিয়ারে ১৫৪ ফিট গভীর গর্ত করে নমুনা সংগ্রহ করেন। পরবর্তীতে, ল্যাবের পরীক্ষায় নমুনায় মোট ৩৩ ধরনের ভাইরাস পাওয়া যায়।

 

এর মধ্যে ২৮ টি ভাইরাস আধুনিক বিজ্ঞানের কাছে একদম নতুন। ২০১৬ সালের আগস্টে সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে অ্যানথ্রাক্সে আক্রান্ত  হয়ে ১২ বছরের এক বালকের মৃত্যু ঘটে হাসপাতালে ভর্তি হন আরও কমপক্ষে ২০ জন

Watch this Article Here :

সংক্রমনের কারণ হিসেবে বলা হচ্ছে,  ৭৫ বছরের বেশি সময় আগে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয় একটি বলগা হরিণ পারমাফ্রস্টে আটকে ছিল তার মরদেহ এত বছর থাকার পর ২০১৬ সালের গ্রীষ্মে এক তাপদাহে পারমাফ্রস্ট গলে ওই মৃতদেহ থেকে ছড়িয়ে পড়ে অ্যানথ্রাক্স আশংকা হলো এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।

 

বৈশ্বিক উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আরও পারমাফ্রস্ট গলবে। স্বাভাবিক অবস্থায় প্রায় ৫০ সে.মি. পর্যন্ত পারমাফ্রস্টের অগভীর স্তর প্রতি গ্রীষ্মেই গলে যায়,  তবে বর্তমানে বৈশ্বিক উষ্ণতা আরও পুরনো পারমাফ্রস্টের স্তর উন্মোচিত করে দিচ্ছে।

জলবায়ু পরিবর্তন আমাদের একটি গণবিলুপ্তির দিকে নিয়ে যাচ্ছে। মাত্র একটি ভাইরাস  ' করোনা ' নিয়ন্ত্রনে বিশ্বের সর্বশক্তি ব্যর্থ হচ্ছে। এমন বাস্তবতায় হাজার হাজার বছর ধরে

 সুপ্ত প্রানঘাতী ব্যাকটেরিয়া ও ভাইরাসগুলো হঠাৎ হানা দেওয়া শুরু করলে 

অজানা অনুজীবগুলো জেগে উঠলে, মানুষ কী প্রতিক্রিয়া দেখাবে, সেটাই বড় প্রশ্ন।

 

 

Level 0

আমি আব্দুল্লাহ আল জুবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস