শখের জের ধরেই মূলত ফেইসবুকে সামুর ইমোটিকনগুলি যোগ করার উদ্দ্যেগ নেয়া। কিছুদিন আগে সামুর হাতেগোনা কয়েকটি ইমোটিকোন ফেইসবুকের চ্যাটে যুক্ত করা হয়। সেই কিছু ইমোটিকন বেশ জনপ্রিয় হওয়ায় ও অনেকেই বাকি সব ইমোটিকোন যোগ করার উৎসাহ দেয়ায় পূণরায় সব ইমোটিকন যোগ করার উদ্দ্যেগ নেয়া হয়েছে।
আপনারা জেনে থাকবেন যে, ফেইসবুকে কোন পেইজে মিনিমাম লাইক না থাকলে ইউজারনেম নেয়া যায়না। আর ইউজারনেম নেয়া না গেলে ইমোটিকোনগুলির সহজবোধ্য কোড বানানো যাবে না। তাই বাকি সব ইমোটিকনগুলি কোড আকারে পেতে নিচের লিংকটিতে গিয়ে সবগুলি ইমোটিকনের লাইকবক্সে Like এ ক্লিক করুন।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
কোথায় লাইক করব ভাই? কিছুইতো দেখতেছিনা।