এতদিনে হয়ত ফেইসবুকের নতুন সুবিধাটি সমন্ধে কারও অজানা নেই। টাইমলাইনের পর ফেইসবুকের এই সুবিধাটিও আমার দারুন পছন্দ হয়েছে। আর সেই পছন্দের হাত ধরেই আমার এই ছোট্ট শখ।
সামহোয়্যার ইন ব্লগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পাবলিক ব্লগ। আর সবচেয়ে জনপ্রিয় জিনিসতো আমার/আমাদের পছন্দের তালিকায় থাকাটাই স্বাভাবিক। সামহোয়্যার ইন ব্লগের এখনকার পোষ্টগুলি আমার তত বেশি ভাল লাগে না। তবে অনেক আগেথেকেই তাদের ইমোটিকনগুলি আমার খুবই প্রিয়। প্রিয় হওয়ার অন্যতম কারণটি হল তাদের ইমোটিকনগুলি দিয়ে একদম পরিপূর্ণভাবে মনের ভাবটি না লিখেই প্রকাশ করা যায়। আর সেজন্যই মূলত আমার উদ্দ্যেগ। তবে বলে রাখা ভাল যে, এটি শুধুমাত্র আমার শখ ছাড়া আর কিছু নয়।
শখটা যখন পূরণ হয়েই গেল তাই ভাবলাম একাই একাই ব্যবহার করে মজা পাওয়া যাবে না। সেজন্যই এই টিউনটি লিখলাম। তাহলে আর দেরি কিসের? আসুন জেনে নেই কোডগুলি। আর ইচ্ছামত চ্যাটের মাঝে ইমোটিকনগুলি ব্যবহার করে বন্ধুদের চমকিয়ে দেই।
= [[samuobak]]
= [[khayalamu]]
= [[kotmot]]
= [[bachaoo]]
= [[dhorakhaise]]
= [[samuhasi]]
= [[aammaaa]]
= [[kimojaa]]
= [[chamhasi]]
= [[closeuphasi]]
= [[samujah]]
= [[monkharaap]]
= [[samudash]]
ভাল লাগলে কিংবা ধন্যবাদ জানাতে চাইলে আমার ব্লগে একবার ঢু মেরে আসতে পারেন 😀
নাম
বিদ্রঃ এই পোষ্টটি কিংবা ইমোটিকনগুলির কোডগুলি যেকেউ যেকোনখানে সেয়ার করতে পারেন। তবে দয়া করে আমার ব্লগের এই লিংকটি সূত্র হিসেবে উল্লেখ করবেন।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
সামু মামু, এইবার তোমারে খামু 😛
আওসাধারণ কাজটি করার জন্য সাধারনভাবে ধন্যবাদ জানাচ্ছি।
আর আমি সামুতে শেয়ার করছি।