মাইএসকিউএল ডাটাবেস [পর্ব-১] :: ডাটাবেস কি?

টিউন বিভাগ মাইএসকিউএল
প্রকাশিত
জোসস করেছেন

এই ডাটাবেস টিউটরিয়াল এমন ভাবে সাজান হয়েছে যে একটি ইউনিভার্সিটিতে যা পরান হয় তার চেয়ে কম না। আমরা জানি ইউনিভার্সিটিতে লিমিটেড সময় তাই ওখানে নিজেকে সিখে নিতে হয় যা বাকি থাকে তবে আজ থেকে আমি যে কোর্স শুরু করতে জাচ্ছি সেটি পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ্‌।

এই কোর্স কাদের জন্য?

যারা ডাটাবেস সিখতে চায়। ক্লাস ৮  অথবা তার উপরের জেকেউ সিখতে পারবে।

ডাটাবেস কী?

ডাটা বেস হল যেখানে আমরা কন ডাটা রাকি।

উদাহরণ

আমারা যে ফেসবুকে ছবি আপলড করি এই ছবি গুল কিন্তু ফেসবুকের ডাটাবেস এ সেভ হ্য়। আবার আমরা যে ফেসবুক এ নাম এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুক এ লগইন করি ওগুলো ফেসবুকের ডাটাবেস এ সেভ হয়ে থাকে। বিধায় আমরা লগইন করতে পারি।

গুগল যে আমাদের তথ্য দেয় এগুল কিন্তু গুগুল এর ডাটাবেস এ সেভ করা আছে তাই গুগল আমাদের তথ্য গুল দিতে পারে নয়লে কিন্তু পারতনা।

আশা করি আপনারা বুঝতে পারছেন ডাটাবেস কি। তবুও কনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন।

সহায়ক ভিডিওঃ

Level 0

আমি আসিফ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। শিখী সেখানর জন্য।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস